ETV Bharat / city

Durga Puja 2022: ইউনেস্কোকে ধন্যবাদ জ্ঞাপনের শোভাযাত্রায় খিচুড়ি ভোগ ! সৌজন্যে পল্লীর যুবক বৃন্দ - ইউনেস্কো

বৃহস্পতিবার (1 সেপ্টেম্বর 2022) ইউনেস্কোকে (UNESCO) ধন্যবাদ জানিয়ে পদযাত্রা করা হবে (Durga Puja UNESCO Heritage Procession) ৷ সেই কর্মসূচিতে ভোগ বিতরণ করবে আমহার্স্ট স্ট্রিটের 'পল্লীর যুবক বৃন্দ' ক্লাব ৷ এবার তাদের পুজোর (Durga Puja 2022) বয়স 62 বছর ৷

Special Bhog for Durga Puja UNESCO Heritage Procession
Durga Puja 2022: ইউনেস্কোকে ধন্যবাদ জ্ঞাপনের শোভাযাত্রায় খিচুড়ি ভোগ ! সৌজন্যে পল্লীর যুবক বৃন্দ
author img

By

Published : Aug 31, 2022, 8:58 PM IST

কলকাতা, 31 অগস্ট: পুজোর জন্য অনুষ্ঠান ! আর সেই অনুষ্ঠানেই কিনা ভোগ থাকবে না ? তাও আবার হয় নাকি ! তাই 1 সেপ্টেম্বরের পদযাত্রায় (Durga Puja UNESCO Heritage Procession) ভোগ হাতে উপস্থিত থাকবেন আমহার্স্ট স্ট্রিটের 'পল্লীর যুবক বৃন্দ' ক্লাবের সদস্যরা ৷ এই আয়োজনে সামিল হবেন প্রায় 100 জন ক্লাবসদস্য ৷

আমহার্স্ট স্ট্রিটের এই পুজোর বয়স 62 বছর ৷ প্রতিবারই বিভিন্ন সামাজিক বার্তা নিয়ে পুজোর আয়োজন করেন ক্লাবের সদস্যরা ৷ এবছর তাঁদের পুজোর (Durga Puja 2022) থিম, 'প্রকৃতি প্রকৃত মা' ৷ এদিকে, সম্প্রতি কলকাতার দুর্গোৎসবকে 'হেরিটেজ' স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো (UNESCO) ৷ তাই, তাদের ধন্যবাদ জানাতে বৃহস্পতিবার (1 সেপ্টেম্বর 2022) বিশাল পদযাত্রার ডাক দেওয়া হয়েছে ৷ বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) নিজে সেই পদযাত্রার নির্ঘণ্ট ঘোষণা করেছেন ৷

আরও পড়ুন: একমাস আগেই পুজোর ঢাকে কাঠি, ইউনেস্কোকে ধন্যবাদ জানাতেই সিদ্ধান্ত

এই প্রেক্ষাপটে অভিনব উদ্যোগ নিয়েছেন আমহার্স্ট স্ট্রিটের পল্লীর যুবক বৃন্দ ক্লাবের সদস্যরা ৷ যাঁরা বৃহস্পতিবারের পদযাত্রায় যোগ দেবেন এবং যাঁরা সেই পদযাত্রা দেখতে আসবেন, তাঁদের ভোগ খাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা ৷ ক্লাব সূত্রে জানা গিয়েছে, তারা যে আয়োজন করছে, তাতে প্রায় 2 হাজার মানুষকে খিচুড়ি ভোগ খাওয়ানো যাবে ৷

ক্লাবের অন্যতম কর্মকর্তা ইন্দ্রনীল মজুমদার জানিয়েছেন, ইতিমধ্য়েই পাড়ার সকলে মিলে ভোগ রান্নার আয়োজনে হাত দিয়েছেন ৷ প্রসঙ্গত, ইন্দ্রনীল নিজে একজন পেশাদার শেফ ৷ ফলে, মূলত তাঁর নেতৃত্বেই ভোগের যাবতীয় ব্যবস্থাপনা করা হচ্ছে ৷ এই প্রসঙ্গে ইন্দ্রনীল বলেন, "ভোগ ছাড়া পুজো ভাবাই যায় না ৷ পদযাত্রার শুরুতেই আমরা অংশগ্রহণকারীদের হাতে হাতে ভোগ তুলে দিতে চাই ৷ 100 কেজি চাল ও 100 কেজি ডাল দিয়ে খিচুরি তৈরি করা হবে ৷ সঙ্গে থাকছে সবরকম সবজি দিয়ে তৈরি একটি তরকারি ৷ পাড়ার সব মহিলারা মাটির হাঁড়ি করে এই ভোগ তুলে দেবেন সকলের হাতে ৷"

কলকাতা, 31 অগস্ট: পুজোর জন্য অনুষ্ঠান ! আর সেই অনুষ্ঠানেই কিনা ভোগ থাকবে না ? তাও আবার হয় নাকি ! তাই 1 সেপ্টেম্বরের পদযাত্রায় (Durga Puja UNESCO Heritage Procession) ভোগ হাতে উপস্থিত থাকবেন আমহার্স্ট স্ট্রিটের 'পল্লীর যুবক বৃন্দ' ক্লাবের সদস্যরা ৷ এই আয়োজনে সামিল হবেন প্রায় 100 জন ক্লাবসদস্য ৷

আমহার্স্ট স্ট্রিটের এই পুজোর বয়স 62 বছর ৷ প্রতিবারই বিভিন্ন সামাজিক বার্তা নিয়ে পুজোর আয়োজন করেন ক্লাবের সদস্যরা ৷ এবছর তাঁদের পুজোর (Durga Puja 2022) থিম, 'প্রকৃতি প্রকৃত মা' ৷ এদিকে, সম্প্রতি কলকাতার দুর্গোৎসবকে 'হেরিটেজ' স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো (UNESCO) ৷ তাই, তাদের ধন্যবাদ জানাতে বৃহস্পতিবার (1 সেপ্টেম্বর 2022) বিশাল পদযাত্রার ডাক দেওয়া হয়েছে ৷ বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) নিজে সেই পদযাত্রার নির্ঘণ্ট ঘোষণা করেছেন ৷

আরও পড়ুন: একমাস আগেই পুজোর ঢাকে কাঠি, ইউনেস্কোকে ধন্যবাদ জানাতেই সিদ্ধান্ত

এই প্রেক্ষাপটে অভিনব উদ্যোগ নিয়েছেন আমহার্স্ট স্ট্রিটের পল্লীর যুবক বৃন্দ ক্লাবের সদস্যরা ৷ যাঁরা বৃহস্পতিবারের পদযাত্রায় যোগ দেবেন এবং যাঁরা সেই পদযাত্রা দেখতে আসবেন, তাঁদের ভোগ খাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা ৷ ক্লাব সূত্রে জানা গিয়েছে, তারা যে আয়োজন করছে, তাতে প্রায় 2 হাজার মানুষকে খিচুড়ি ভোগ খাওয়ানো যাবে ৷

ক্লাবের অন্যতম কর্মকর্তা ইন্দ্রনীল মজুমদার জানিয়েছেন, ইতিমধ্য়েই পাড়ার সকলে মিলে ভোগ রান্নার আয়োজনে হাত দিয়েছেন ৷ প্রসঙ্গত, ইন্দ্রনীল নিজে একজন পেশাদার শেফ ৷ ফলে, মূলত তাঁর নেতৃত্বেই ভোগের যাবতীয় ব্যবস্থাপনা করা হচ্ছে ৷ এই প্রসঙ্গে ইন্দ্রনীল বলেন, "ভোগ ছাড়া পুজো ভাবাই যায় না ৷ পদযাত্রার শুরুতেই আমরা অংশগ্রহণকারীদের হাতে হাতে ভোগ তুলে দিতে চাই ৷ 100 কেজি চাল ও 100 কেজি ডাল দিয়ে খিচুরি তৈরি করা হবে ৷ সঙ্গে থাকছে সবরকম সবজি দিয়ে তৈরি একটি তরকারি ৷ পাড়ার সব মহিলারা মাটির হাঁড়ি করে এই ভোগ তুলে দেবেন সকলের হাতে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.