ETV Bharat / city

বামেদের বিক্ষোভে পুলিশি আচরণের তীব্র নিন্দা সোমেন মিত্রের - Somen Mitra

আজ রেড রোডে একাধিক দাবিতে অবস্থান বিক্ষোভ করে 17টি বাম দল। সেই বিক্ষোভে পুলিশের আচরণের নিন্দা করলেন সোমেন মিত্র।

Somen Mitra support Left front
সোমেন মিত্র
author img

By

Published : Apr 18, 2020, 9:14 PM IST

কলকাতা, 18 এপ্রিল : রেড রোডে বাম দলগুলির কর্মসূচিকে সমর্থন করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। তাঁর মত, বামেদের ওই শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভে পুলিশ যে আচরণ করেছে তা নিন্দনীয়। কোরোনা পূর্ববর্তী সময়ে বামফ্রন্ট ও কংগ্রেস রাজ‍্যে তৃণমূল এবং কেন্দ্রে BJP-র বিরুদ্ধে লড়াইয়ে জোট বেঁধেছিল। সেই সম্পর্কের ছায়াই যেন সোমেন মিত্রের আজকের মন্তব্যে দেখা গেল।

রেশন দুর্নীতি রোধ, পরিযায়ী শ্রমিকদের ফেরানো, চিকিৎসা পরিকাঠামোর উন্নতি সহ বিভিন্ন দাবিতে আজ রেড রোডে বাম দলগুলি অবস্থান বিক্ষোভ করে। দুপুরে 17টি বামদলের প্রতিনিধিরা রাজ‍্য সরকারের বিরুদ্ধে এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করে। কিছু পরে ঘটনাস্থানে আসে পুলিশ। এরপরই একাধিক বামপন্থী নেতা গ্ৰেপ্তার হন। রেড রোডে পুলিশের সঙ্গে বামপন্থী নেতৃত্বের ধাক্কাধাক্কি হয়। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে পুলিশ ধাক্বা দিয়ে সরিয়ে নিয়ে যায়। শনিবারের বামেদের এই কর্মসূচিকে সমর্থন জানিয়ে বাম নেতাদের প্রতি পুলিশের আচরণের নিন্দা করলেন সোমেন মিত্র।

সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি জানান, আজকের কর্মসূচিতে বামফ্রন্টের তরফে কংগ্রেসকে যোগদানের জন্য আহ্বানও জানানো হয়েছিল। কিন্তু, কংগ্রেস সারা দেশেই লকডাউনে সমস্ত কর্মসূচি স্থগিত রেখেছে। সেই কারণেই বামেদের কর্মসূচিতেও তারা অংশগ্রহণ করেনি।

এদিন সোমেন মিত্র বলেন, "পুলিশ অন‍্যায়ভাবে শান্তিপূর্ণ বিক্ষোভে ধস্তাধস্তি করে বামফ্রন্ট নেতৃত্বের সঙ্গে। বামেদের আজকের কর্মসূচিকে নীতিগত সমর্থন করছি। পুলিশের আচরণে তীব্র ধিক্কার জানাই।"

কলকাতা, 18 এপ্রিল : রেড রোডে বাম দলগুলির কর্মসূচিকে সমর্থন করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। তাঁর মত, বামেদের ওই শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভে পুলিশ যে আচরণ করেছে তা নিন্দনীয়। কোরোনা পূর্ববর্তী সময়ে বামফ্রন্ট ও কংগ্রেস রাজ‍্যে তৃণমূল এবং কেন্দ্রে BJP-র বিরুদ্ধে লড়াইয়ে জোট বেঁধেছিল। সেই সম্পর্কের ছায়াই যেন সোমেন মিত্রের আজকের মন্তব্যে দেখা গেল।

রেশন দুর্নীতি রোধ, পরিযায়ী শ্রমিকদের ফেরানো, চিকিৎসা পরিকাঠামোর উন্নতি সহ বিভিন্ন দাবিতে আজ রেড রোডে বাম দলগুলি অবস্থান বিক্ষোভ করে। দুপুরে 17টি বামদলের প্রতিনিধিরা রাজ‍্য সরকারের বিরুদ্ধে এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করে। কিছু পরে ঘটনাস্থানে আসে পুলিশ। এরপরই একাধিক বামপন্থী নেতা গ্ৰেপ্তার হন। রেড রোডে পুলিশের সঙ্গে বামপন্থী নেতৃত্বের ধাক্কাধাক্কি হয়। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে পুলিশ ধাক্বা দিয়ে সরিয়ে নিয়ে যায়। শনিবারের বামেদের এই কর্মসূচিকে সমর্থন জানিয়ে বাম নেতাদের প্রতি পুলিশের আচরণের নিন্দা করলেন সোমেন মিত্র।

সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি জানান, আজকের কর্মসূচিতে বামফ্রন্টের তরফে কংগ্রেসকে যোগদানের জন্য আহ্বানও জানানো হয়েছিল। কিন্তু, কংগ্রেস সারা দেশেই লকডাউনে সমস্ত কর্মসূচি স্থগিত রেখেছে। সেই কারণেই বামেদের কর্মসূচিতেও তারা অংশগ্রহণ করেনি।

এদিন সোমেন মিত্র বলেন, "পুলিশ অন‍্যায়ভাবে শান্তিপূর্ণ বিক্ষোভে ধস্তাধস্তি করে বামফ্রন্ট নেতৃত্বের সঙ্গে। বামেদের আজকের কর্মসূচিকে নীতিগত সমর্থন করছি। পুলিশের আচরণে তীব্র ধিক্কার জানাই।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.