ETV Bharat / city

প্রয়াত সোমেন মিত্র

author img

By

Published : Jul 30, 2020, 3:27 AM IST

Updated : Jul 30, 2020, 11:37 AM IST

কিডনির সমস্যা নিয়ে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সোমেন মিত্র । আর গভীর রাতে মৃত্যু হয় তাঁর ।

somen mitra
সোমেন মিত্র

কলকাতা, 30 জুলাই : প্রয়াত সোমেন মিত্র ৷ বয়স হয়েছিল 78 বছর । রাত 1টা 50 মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর ।

গত 14 দিন ধরে কিডনির সমস্যা নিয়ে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভরতি ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ৷ ভরতির পর প্রথম কয়েকদিন ভালোই ছিলেন । কিন্তু, গত কয়েকদিনে পরিস্থিতির অবনতি হয় । চারদিন ধরে নিয়মিত ডায়ালিসিস চলছিল । গতকাল তাঁকে প্লাজ়মা দেওয়া হয় । গতকাল বিকেলে হাসপাতালের ওয়ার্ডে কিছুক্ষণ হাঁটাচলাও করেন । আত্মীয়দের সঙ্গে কথা বলেন ৷ রাতে স্বাভাবিক খাবার খান । কিন্তু, এরপরই অসুস্থ হয়ে পড়েন ৷ গভীর রাতে তাঁর মৃত্যু হয় ৷

ক্রিয়েটিনিনের সমস্যা থাকায় 18 জুলাই হাসপাতালে ভরতি করা হয় সোমেন মিত্রকে ৷ ‌1992 সালে প্রথমবার তাঁর হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়েছিল। এবার সেটি সরিয়ে আর একটি পেসমেকার বসানোর সিদ্ধান্ত নেন চিকিৎসকরা । গত কয়েকদিনে পরপর ডায়ালিসিস হওয়ায় শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ।

চিকিৎসকরা জানিয়েছিলেন, কিডনির অবস্থা ভালো নয় । শরীরের তাপমাত্রাও বেশি ছিল । গত 48 ঘণ্টা তাঁকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছিল ৷ জ্বর ও শ্বাসকষ্ট থাকায় তাঁর কোরোনা পরীক্ষাও হয় । তবে, রিপোর্ট নেগেটিভ আসে ৷ চিকিৎসকরা নতুন করে টেস্ট করাতে চেয়েছিলেন ।

আজই শেষকৃত্য সম্পন্ন হবে প্রদেশ কংগ্রেস সভাপতির ৷ শেষযাত্রায় কখন কোথায় নিয়ে যাওয়া হবে তাঁর মরদেহ -

  • সকাল সাড়ে 9টায় হাসপাতাল থেকে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে বিধান ভবনে।
  • দুপুর 12টা পর্যন্ত বিধান ভবনের শায়িত থাকবে দেহ।
  • সাড়ে 12 টায় দেহ নিয়ে যাওয়া হবে বিধানসভায়।
  • এরপর বিধানসভা থেকে বাসভবন 3 নম্বর লোয়ার রডন স্ট্রিট।
  • সেখান থেকে আদি বাড়ি 45 নম্বর আমহার্স্ট স্ট্রিট।
  • তারপর নিমতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে।

কলকাতা, 30 জুলাই : প্রয়াত সোমেন মিত্র ৷ বয়স হয়েছিল 78 বছর । রাত 1টা 50 মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর ।

গত 14 দিন ধরে কিডনির সমস্যা নিয়ে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভরতি ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ৷ ভরতির পর প্রথম কয়েকদিন ভালোই ছিলেন । কিন্তু, গত কয়েকদিনে পরিস্থিতির অবনতি হয় । চারদিন ধরে নিয়মিত ডায়ালিসিস চলছিল । গতকাল তাঁকে প্লাজ়মা দেওয়া হয় । গতকাল বিকেলে হাসপাতালের ওয়ার্ডে কিছুক্ষণ হাঁটাচলাও করেন । আত্মীয়দের সঙ্গে কথা বলেন ৷ রাতে স্বাভাবিক খাবার খান । কিন্তু, এরপরই অসুস্থ হয়ে পড়েন ৷ গভীর রাতে তাঁর মৃত্যু হয় ৷

ক্রিয়েটিনিনের সমস্যা থাকায় 18 জুলাই হাসপাতালে ভরতি করা হয় সোমেন মিত্রকে ৷ ‌1992 সালে প্রথমবার তাঁর হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়েছিল। এবার সেটি সরিয়ে আর একটি পেসমেকার বসানোর সিদ্ধান্ত নেন চিকিৎসকরা । গত কয়েকদিনে পরপর ডায়ালিসিস হওয়ায় শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ।

চিকিৎসকরা জানিয়েছিলেন, কিডনির অবস্থা ভালো নয় । শরীরের তাপমাত্রাও বেশি ছিল । গত 48 ঘণ্টা তাঁকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছিল ৷ জ্বর ও শ্বাসকষ্ট থাকায় তাঁর কোরোনা পরীক্ষাও হয় । তবে, রিপোর্ট নেগেটিভ আসে ৷ চিকিৎসকরা নতুন করে টেস্ট করাতে চেয়েছিলেন ।

আজই শেষকৃত্য সম্পন্ন হবে প্রদেশ কংগ্রেস সভাপতির ৷ শেষযাত্রায় কখন কোথায় নিয়ে যাওয়া হবে তাঁর মরদেহ -

  • সকাল সাড়ে 9টায় হাসপাতাল থেকে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে বিধান ভবনে।
  • দুপুর 12টা পর্যন্ত বিধান ভবনের শায়িত থাকবে দেহ।
  • সাড়ে 12 টায় দেহ নিয়ে যাওয়া হবে বিধানসভায়।
  • এরপর বিধানসভা থেকে বাসভবন 3 নম্বর লোয়ার রডন স্ট্রিট।
  • সেখান থেকে আদি বাড়ি 45 নম্বর আমহার্স্ট স্ট্রিট।
  • তারপর নিমতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে।
Last Updated : Jul 30, 2020, 11:37 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.