কলকাতা, 16 সেপ্টেম্বর: দক্ষিণ কলকাতার শিব মন্দির দুর্গাপুজো কমিটির এবার 86তম বর্ষ (Shibmandir Durga Puja 2022)। এই পুজোর এবারের থিম ‘বিশ্বাস’। সৃজনে শিল্পী সৌরজিৎ ব্যান্দ্যোপাধ্যায়।
শিব মন্দির মানেই দেবতার বাসস্থান। সেখানেই মানুষের বিশ্বাসের বস্তু দিয়ে তৈরি হচ্ছে এবারের মণ্ডপ। বিপদ থেকে মুক্তি লাভ করতে যেমন তাগা হাতে বাধেঁন। বা গাছের ডালে ইটের টুকরো বেঁধে মানত করেন। বিশ্বাস করেন তাগা বাঁধা থাকলে সত্যি বিপদ থেকে দূরে থাকা যায়। সেই বিশ্বাসের বস্তু যেমন তাগা, ঘট, প্রদীপ, শাখা পলা এগুলি ব্যাবহার করা হচ্ছে । এছাড়াও পরিবেশ বান্ধব করে গড়ে তোলা হয়েছে এই মণ্ডপ । যেমন গাছের ছাল, হোগলা পাতার উপকরণে ৷
মণ্ডপে প্রবেশের আগে থাকছে রথ। কারণ পুজোর আগেই রথযাত্রা হয়। ভিতরে থাকছে মা কালীর কাঠামো প্রতিমা। এছাড়াও চালা জুড়ে থাকবে বিভিন্ন দেব-দেবীর মূর্তি।
আরও পড়ুন: ভিনরাজ্যের পুজোতে বাংলা গানের রমরমা, পৌরহিত্যে বাংলার মহিলা পুরোহিত দল শুভমস্তু
কেউ মাটির মূর্তি, আবার কেউ পাথরের মূর্তিতে পূজা করেন। কেউ ক্যালেন্ডার বা কেউ ছবিতে পূজা করেন। আর এর প্রতিক্ষেত্রে জড়িয়ে রয়েছে মানুষের বিশ্বাস। সেই ছবি ফুটে উঠবে শিব মন্দিরের মণ্ডপ সজ্জায় ৷ দেবীর সাজ হবে 70-80 বছর পুরোনো আদলে। এক চলার ঠাকুর। মানেই এক পরিবারের বার্তা। থাকবে আলোর খেলা।