কলকাতা, 20 মার্চ: কলকাতায় দ্বিতীয় কোরোনা ভাইরাস আক্রান্তের খোঁজ পাওয়া গেল ৷ এই নিয়ে কলকাতায় কোরোনা আক্রান্তের সংখ্যা হল দুই ৷ আক্রান্তের বয়স ২৯ বছর। COVID-19 আক্রান্ত এই যুবকও দক্ষিণ কলাকাতার বাসিন্দা ৷ গত ১৭ মার্চ রাতে রাজ্যের প্রথম COVID-19 আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছিল । কলকাতার ইনফেকশাস ডিজিজেস অ্যান্ড বেলেঘাটা জেনারেল (ID&BG) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে COVID-19-এ আক্রান্ত এই দুই যুবকের চিকিৎসা চলছে ।
স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, গত ১৩ মার্চ লন্ডন থেকে কলকাতায় ফিরেছিলেন দক্ষিণ কলকাতার বালিগঞ্জ এলাকার বাসিন্দা বছর ২৯-এর এক যুবক । বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষার পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে হোম আইসোলেশনে থাকতে নির্দেশ দেয় । এই যুবকের সঙ্গেই আরও দুইজন লন্ডন থেকে ফিরেছিলেন, যারা তাঁর বন্ধু বলে জানা গিয়েছে । সূত্র অনুযায়ী, বালিগঞ্জের বাসিন্দা এই যুবক জানতে পারেন তাঁর সঙ্গে ফেরা ওই দুই বন্ধু COVID-19-এ আক্রান্ত হয়েছেন । এদের মধ্যে একজন পঞ্জাব এবং অন্যজন ছত্তিশগড়ের বাসিন্দা বলে জানা গিয়েছে ।
দুই বন্ধুর COVID-19-এ আক্রান্ত হওয়ার খবর জানার পরেই বালিগঞ্জের ওই যুবক কলকাতার ইনফেকশাস ডিজিজেস অ্যান্ড বেলেঘাটা জেনারেল (ID&BG) হাসপাতালে বৃহস্পতিবার সকালে উপস্থিত হন । চিকিৎসকরা তাঁর স্বাস্থ্য পরীক্ষা করে ও তাঁর লন্ডন থেকে ফেরার কথাও জেনে যুবককে ভরতি নেওয়া হয় বেলেঘাটা ID হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ।
ভরতি হওয়ার পরই ওই যুবকের সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় ন্যাশনাল ইনস্টিটিউট অব কলেরা অ্যান্ড এনটেরিক ডিজিজেস (NICED)-এ । এই নমুনা পরীক্ষার রিপোর্ট গতকাল রাতেই জানা যায় । সেখানে দেখা যায়, এই যুবক COVID-19 পজিটিভ । আজ সকালে NICED-এর ডিরেক্টর শান্তা দত্ত বলেন, ‘‘বেলেঘাটা আইডিতে ভরতি ত্রিশ বছরের কম বয়সী একজনের কোরোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে ।’’ তবে বেলেঘাটা ID হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বালিগঞ্জের এই যুবকের সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্ট এখনও এসে পৌঁছায়নি ।
স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, COVID-19-এ রাজ্যের দ্বিতীয় আক্রান্তের বাবা-মা, দাদু ঠাকুমা এবং ভাইয়ের সোয়াবের নমুনা পরীক্ষা করে দেখা হতে পারে । এই পাঁচজনকে আপাতত হোম আইসোলেশনে থাকতে বলা হয়েছে । তবে তাদের রাজারহাটের কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হবে কি না, সেই বিষয়ে স্বাস্থ্য দপ্তরে তরফে এখনও কিছু জানা যায়নি ।
আক্রান্তের পরিবারের পাঁচ জনের সোয়াব পরীক্ষার জন্য তাদের বেলেঘাটার ID হাসপাতালে আনা হয়েছে কি না, সে সম্পর্কে এই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এখনও কিছু জানানো হয়নি ।