ETV Bharat / city

Calcutta HC Fine School inspector : কার্যকর হয়নি বদলির নির্দেশ, স্কুল পরিদর্শককে জরিমানা হাইকোর্টের - Calcutta HC Fine School inspector

রায় কার্যকর না করায় উত্তর 24 পরগনার স্কুল পরিদর্শককে জরিমানা করল কলকাতা হাইকোর্ট (Calcutta HC Fine School inspector) ৷ এক স্কুল শিক্ষক বদলির আবেদন করে মামলা করেছিলেন ৷ তাঁর অভিযোগ ছিল, স্কুল পরিদর্শক তাঁর আবেদনের জবাব দেননি ৷ তার পরেই 2019 সালে বদলি কার্যকর করতে নির্দেশ দেয় আদালত ৷ কিন্তু, 3 বছর পর তা আজও কার্যকর হয়নি (School inspector Fined for not to Implement Court Order) ৷

School inspector of North 24 Pargana Fined by Calcutta High Court
School inspector of North 24 Pargana Fined by Calcutta High Court
author img

By

Published : Feb 4, 2022, 2:52 PM IST

Updated : Feb 4, 2022, 7:43 PM IST

কলকাতা, 4 ফেব্রুয়ারি : উত্তর 24 পরগনার স্কুল পরিদর্শককে 5 হাজার টাকা জরিমানা করল কলকাতা হাইকোর্ট (Calcutta HC Fine School inspector) ৷ এক স্কুল শিক্ষকের আবেদনের ভিত্তিতে তাঁকে বদলির নির্দেশ দিয়েছিল আদালত ৷ তিন বছর হয়ে গেলেও সেই নির্দেশ কার্যকর না হওয়ায় উত্তর 24 পরগনার স্কুল পরিদর্শককে 15 দিনের মধ্যে ব্যক্তিগতভাবে ওই জরিমানা রাজ্য লিগাল সার্ভিস কর্তৃপক্ষের সেলে জমা করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ৷

উত্তর 24 পরগনার নেজাটের বাসিন্দা গোপাল মাহাতো 10 বছর আগে পূর্ব বর্ধমানের কাটোয়ার একটি স্কুলে বাংলার শিক্ষক হিসেবে চাকরিতে যোগ দেন ৷ পরবর্তী সময়ে ক্যানিংয়ের ট্যাংরাখালি হাইস্কুলে পদ খালি থাকায় সেখানে নিজের বদলির আবেদন জানান গোপাল মাহাতো ৷ উত্তর 24 পরগনার বাসিন্দা হওয়ায় তিনি সেই জেলার স্কুল পরিদর্শকের কাছে আবেদনটি করেছিলেন ৷ কিন্তু, বহুদিন হয়ে গেলেও সেই আবেদনের কোনও সাড়া পাননি স্কুল শিক্ষক ৷

আরও পড়ুন : 2017 Malda Flood Corruption : কোর্টের নির্দেশে ফেরার বরুই পঞ্চায়েত প্রধানের বাড়িতে তালা লাগাল পুলিশ

এরপর গোপাল মাহাতো কলকাতা হাইকোর্টে এনিয়ে মামলা দায়ের করেন ৷ সেই মামলায় 2019 সালে হাইকোর্ট গোপাল মাহাতোকে ক্যানিংয়ের স্কুলে বদলির নির্দেশ দেয় ৷ সেই রায়ের 3 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে ৷ কিন্তু, আজও সেই নির্দেশ কার্যকর করা হয়নি (School inspector Fined for not to Implement Court Order) ৷ ফলে সেই রায়ের কপি নিয়ে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন স্কুল শিক্ষক গোপাল মাহাতো ৷ পুরো বিষয়টি খতিয়ে দেখে এবং 2019 সালে কলকাতা হাইকোর্টের নির্দেশের কপি দেখার পর, উত্তর 24 পরগনার স্কুল পরিদর্শককে 5 হাজার টাকা জরিমানা করেছে ৷ পরে স্কুল পরিদর্শকের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আদালতের দৃষ্টি আকর্ষণ করে তাঁর জরিমানা মকুবের আর্জি জানান। পাশাপাশি তিনি জানান, ওই শিক্ষকের সঙ্গে একটা ভুল বোঝাবুঝির কারণে বদলির বিষয়টি আটকে ছিল ৷ তবে এখন আদালতের নির্দেশ মতো খুব শীঘ্রই তাঁর বদলির কাজ সম্পন্ন করে দেবেন তিনি । বিচারপতি তাঁর আবেদন গ্রহণ করেন।

কলকাতা, 4 ফেব্রুয়ারি : উত্তর 24 পরগনার স্কুল পরিদর্শককে 5 হাজার টাকা জরিমানা করল কলকাতা হাইকোর্ট (Calcutta HC Fine School inspector) ৷ এক স্কুল শিক্ষকের আবেদনের ভিত্তিতে তাঁকে বদলির নির্দেশ দিয়েছিল আদালত ৷ তিন বছর হয়ে গেলেও সেই নির্দেশ কার্যকর না হওয়ায় উত্তর 24 পরগনার স্কুল পরিদর্শককে 15 দিনের মধ্যে ব্যক্তিগতভাবে ওই জরিমানা রাজ্য লিগাল সার্ভিস কর্তৃপক্ষের সেলে জমা করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ৷

উত্তর 24 পরগনার নেজাটের বাসিন্দা গোপাল মাহাতো 10 বছর আগে পূর্ব বর্ধমানের কাটোয়ার একটি স্কুলে বাংলার শিক্ষক হিসেবে চাকরিতে যোগ দেন ৷ পরবর্তী সময়ে ক্যানিংয়ের ট্যাংরাখালি হাইস্কুলে পদ খালি থাকায় সেখানে নিজের বদলির আবেদন জানান গোপাল মাহাতো ৷ উত্তর 24 পরগনার বাসিন্দা হওয়ায় তিনি সেই জেলার স্কুল পরিদর্শকের কাছে আবেদনটি করেছিলেন ৷ কিন্তু, বহুদিন হয়ে গেলেও সেই আবেদনের কোনও সাড়া পাননি স্কুল শিক্ষক ৷

আরও পড়ুন : 2017 Malda Flood Corruption : কোর্টের নির্দেশে ফেরার বরুই পঞ্চায়েত প্রধানের বাড়িতে তালা লাগাল পুলিশ

এরপর গোপাল মাহাতো কলকাতা হাইকোর্টে এনিয়ে মামলা দায়ের করেন ৷ সেই মামলায় 2019 সালে হাইকোর্ট গোপাল মাহাতোকে ক্যানিংয়ের স্কুলে বদলির নির্দেশ দেয় ৷ সেই রায়ের 3 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে ৷ কিন্তু, আজও সেই নির্দেশ কার্যকর করা হয়নি (School inspector Fined for not to Implement Court Order) ৷ ফলে সেই রায়ের কপি নিয়ে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন স্কুল শিক্ষক গোপাল মাহাতো ৷ পুরো বিষয়টি খতিয়ে দেখে এবং 2019 সালে কলকাতা হাইকোর্টের নির্দেশের কপি দেখার পর, উত্তর 24 পরগনার স্কুল পরিদর্শককে 5 হাজার টাকা জরিমানা করেছে ৷ পরে স্কুল পরিদর্শকের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আদালতের দৃষ্টি আকর্ষণ করে তাঁর জরিমানা মকুবের আর্জি জানান। পাশাপাশি তিনি জানান, ওই শিক্ষকের সঙ্গে একটা ভুল বোঝাবুঝির কারণে বদলির বিষয়টি আটকে ছিল ৷ তবে এখন আদালতের নির্দেশ মতো খুব শীঘ্রই তাঁর বদলির কাজ সম্পন্ন করে দেবেন তিনি । বিচারপতি তাঁর আবেদন গ্রহণ করেন।

Last Updated : Feb 4, 2022, 7:43 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.