ETV Bharat / city

SBSTC : ডিজেল ও সিএনজি-র মিশ্রণে বাস চালানোর ভাবনা এসবিএসটিসি-র - SBSTC

পেট্রল-ডিজেলের দাম আকাশছোঁয়া ৷ তাই দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (SBSTC) ডুয়েল ফুয়েল পদ্ধতিতে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে ৷ আপাতত একটি বাস এই পদ্ধতিতে চালিয়ে দেখা হবে ৷ পরিকল্পনা সফল হলে পরে সরকারি তো বটেই বেসরকারি বাস পরিবহণের ক্ষেত্রেও এই পদ্ধতি চালু করা হবে ৷

ডুয়েল ফুয়েল পদ্ধতিতে বাস চালানোর ভাবনা এসবিএসটিসির ৷
ডুয়েল ফুয়েল পদ্ধতিতে বাস চালানোর ভাবনা এসবিএসটিসির ৷
author img

By

Published : Aug 4, 2021, 10:59 PM IST

কলকাতা, 4 অগস্ট : লাফিয়ে বাড়ছে পেট্রপণ্যের মূল্য । তাই পেট্রপণ্যের বিকল্প খুঁজতে এবার সরকারি বাসে 'ডুয়েল ফুয়েল সিস্টেম' চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পরিবহণ দফতর । দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম বা সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের (SBSTC) উদ্যোগে ডুয়েল ফুয়েল ব্যবস্থায় বাস চালানোর পরিকল্পনা করা হয়েছে ।

ডিজেল ও সিএনজি (Compressed Natural Gas) সংমিশ্রণে চালানো হবে বাস । মনে করা হচ্ছে, এই নতুন পদ্ধতিতে বাস চালানো হলে যেমন কমবে জ্বালানির খরচ, তেমনই কমবে বাতাসে দূষণের মাত্রা । বেলঘরিয়ার ডিভিশনাল ওয়ার্কশপে একটি বাস এই পদ্ধতিতে চালানোর জন্য তৈরি করা হচ্ছে । বাসটির ইঞ্জিন এমনভাবে প্রস্তুত করা হচ্ছে যাতে বাসটিকে ডিজেল ও সিএনজির মিশ্রণে চালানো যেতে পারে । বাসটি তৈরি করতে খরচ পড়বে প্রায় দেড় লক্ষ টাকা । একটি বেসরকারি সংস্থাকে এই কাজের ভার দেওয়া হয়েছে ।

সূত্রের খবর, আপাতত পরীক্ষামূলকভাবে চালানো হবে এই বাসটি । এরপর সবদিক খতিয়ে দেখে ধাপে ধাপে বাসগুলিতে এই জ্বালানি ব্যবস্থা চালু করা হতে পারে । এমনকি বেসরকারি বাসের ক্ষেত্রেও এই পদ্ধতি ব্যবহারের ভাবনা রয়েছে পরিবহণ দফতরের ।

এসবিএসটিসির এক আধিকারিক বলেন, "বাসের ইঞ্জিনে একটি ডুয়েল ফুয়েল কিট ও একটা সিএনজি ট্যাঙ্ক বসানো হবে । ট্যাঙ্কের পাইপলাইন থেকে সিএনজি গ্যাস গিয়ে ঢুকবে ডুয়েল ফুয়েল কিটে । অন্যদিকে ফুয়েল ট্যাঙ্ক থেকে ডিজেল এসে ঢুকবে কিটে । 60 শতাংশ ডিজেল এবং 40 শতাংশ সিএনজির মিশ্রণে চলবে বাস -।"

আরও পড়ুন : private bus fare : এখনই বাড়ছে না বেসরকারি বাসের ভাড়া, কড়া বার্তা নবান্নের

কলকাতা, 4 অগস্ট : লাফিয়ে বাড়ছে পেট্রপণ্যের মূল্য । তাই পেট্রপণ্যের বিকল্প খুঁজতে এবার সরকারি বাসে 'ডুয়েল ফুয়েল সিস্টেম' চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পরিবহণ দফতর । দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম বা সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের (SBSTC) উদ্যোগে ডুয়েল ফুয়েল ব্যবস্থায় বাস চালানোর পরিকল্পনা করা হয়েছে ।

ডিজেল ও সিএনজি (Compressed Natural Gas) সংমিশ্রণে চালানো হবে বাস । মনে করা হচ্ছে, এই নতুন পদ্ধতিতে বাস চালানো হলে যেমন কমবে জ্বালানির খরচ, তেমনই কমবে বাতাসে দূষণের মাত্রা । বেলঘরিয়ার ডিভিশনাল ওয়ার্কশপে একটি বাস এই পদ্ধতিতে চালানোর জন্য তৈরি করা হচ্ছে । বাসটির ইঞ্জিন এমনভাবে প্রস্তুত করা হচ্ছে যাতে বাসটিকে ডিজেল ও সিএনজির মিশ্রণে চালানো যেতে পারে । বাসটি তৈরি করতে খরচ পড়বে প্রায় দেড় লক্ষ টাকা । একটি বেসরকারি সংস্থাকে এই কাজের ভার দেওয়া হয়েছে ।

সূত্রের খবর, আপাতত পরীক্ষামূলকভাবে চালানো হবে এই বাসটি । এরপর সবদিক খতিয়ে দেখে ধাপে ধাপে বাসগুলিতে এই জ্বালানি ব্যবস্থা চালু করা হতে পারে । এমনকি বেসরকারি বাসের ক্ষেত্রেও এই পদ্ধতি ব্যবহারের ভাবনা রয়েছে পরিবহণ দফতরের ।

এসবিএসটিসির এক আধিকারিক বলেন, "বাসের ইঞ্জিনে একটি ডুয়েল ফুয়েল কিট ও একটা সিএনজি ট্যাঙ্ক বসানো হবে । ট্যাঙ্কের পাইপলাইন থেকে সিএনজি গ্যাস গিয়ে ঢুকবে ডুয়েল ফুয়েল কিটে । অন্যদিকে ফুয়েল ট্যাঙ্ক থেকে ডিজেল এসে ঢুকবে কিটে । 60 শতাংশ ডিজেল এবং 40 শতাংশ সিএনজির মিশ্রণে চলবে বাস -।"

আরও পড়ুন : private bus fare : এখনই বাড়ছে না বেসরকারি বাসের ভাড়া, কড়া বার্তা নবান্নের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.