ETV Bharat / city

"জল বাঁচান, জীবন বাঁচান", বার্তা দিতে 12 জুলাই পথে মমতা - mamata banerjee

'জল বাঁচাতে' পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মুখ্যমন্ত্রী বলেন, 12 জুলাই 'জল বাঁচান ও জীবন বাঁচান' দিবস পালন করা হবে । সেই সঙ্গে বিশিষ্ট মানুষদের সঙ্গে নিয়ে জোড়াসাঁকো থেকে গান্ধিমূর্তির পাদদেশ পর্যন্ত মিছিল করবেন তিনি ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Jul 1, 2019, 9:02 PM IST

কলকাতা, 1 জুলাই : এবার 'জল বাঁচাতে' পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আজ SSKM-র ট্রমা সেন্টারের উদ্বোধনী মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, 12 জুলাই 'জল বাঁচান ও জীবন বাঁচান' দিবস পালন করা হবে । সেই সঙ্গে বিশিষ্ট মানুষদের সঙ্গে নিয়ে জোড়াসাঁকো থেকে গান্ধিমূর্তির পাদদেশ পর্যন্ত মিছিল করবেন তিনি ।

ভূগর্ভস্থ জল বাঁচাতে উঠে পড়ে লেগেছে সব মহল । পানীয় জলের অপচয় রোধ করতে কেন্দ্র ও রাজ্য সরকারের তরফ থেকেও সাধারণ মানুষের কাছে জনসচেতনতার বার্তা দেওয়া হচ্ছে । গত শুক্রবার বিধানসভাতেও এই বিষয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বিরোধীরা । মুখ্যমন্ত্রী আশ্বস্ত করে বলেছিলেন, "আমরা একটা রিভিউ মিটিং করেছি । গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে পানীয় জলের সমস্যা হচ্ছে । কিছু ব্লক নিয়ে চিন্তা আছে । জলের অপচয় যাতে কম হয় সেইদিকে আমাদের নজর দিতে হবে । এছাড়া জল ধরো জল ভরো নিয়ে আমাদের আরও বেশি উদ্যোগী হতে হবে ।"

এরপর আজ জল বাঁচানো নিয়ে জনসচেতনতা বাড়াতে পথে নামার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী । বললেন, "আমরা সিদ্ধান্ত নিয়েছি 'জল বাঁচান জীবন বাঁচান' দিবস এবছর থেকে পালন করব । সেই সঙ্গে আমরা একটা মিছিল করব । 12 জুলাই মিছিল হবে । আমি নিজেও হাঁটব । বেলা তিনটের সময় জোড়াসাঁকো থেকে গান্ধিমূর্তির পাদদেশ পর্যন্ত মিছিল হবে । জলের জন্য হাঁটা বা জল বাঁচানো মানেই প্রকৃতিকে বাঁচানো । পরিবেশ বাঁচানো । সেভ ওয়াটার সেভ লাইফ । পরে বিদ্যুৎ নিয়েও মিছিল করব ।"

কলকাতা, 1 জুলাই : এবার 'জল বাঁচাতে' পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আজ SSKM-র ট্রমা সেন্টারের উদ্বোধনী মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, 12 জুলাই 'জল বাঁচান ও জীবন বাঁচান' দিবস পালন করা হবে । সেই সঙ্গে বিশিষ্ট মানুষদের সঙ্গে নিয়ে জোড়াসাঁকো থেকে গান্ধিমূর্তির পাদদেশ পর্যন্ত মিছিল করবেন তিনি ।

ভূগর্ভস্থ জল বাঁচাতে উঠে পড়ে লেগেছে সব মহল । পানীয় জলের অপচয় রোধ করতে কেন্দ্র ও রাজ্য সরকারের তরফ থেকেও সাধারণ মানুষের কাছে জনসচেতনতার বার্তা দেওয়া হচ্ছে । গত শুক্রবার বিধানসভাতেও এই বিষয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বিরোধীরা । মুখ্যমন্ত্রী আশ্বস্ত করে বলেছিলেন, "আমরা একটা রিভিউ মিটিং করেছি । গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে পানীয় জলের সমস্যা হচ্ছে । কিছু ব্লক নিয়ে চিন্তা আছে । জলের অপচয় যাতে কম হয় সেইদিকে আমাদের নজর দিতে হবে । এছাড়া জল ধরো জল ভরো নিয়ে আমাদের আরও বেশি উদ্যোগী হতে হবে ।"

এরপর আজ জল বাঁচানো নিয়ে জনসচেতনতা বাড়াতে পথে নামার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী । বললেন, "আমরা সিদ্ধান্ত নিয়েছি 'জল বাঁচান জীবন বাঁচান' দিবস এবছর থেকে পালন করব । সেই সঙ্গে আমরা একটা মিছিল করব । 12 জুলাই মিছিল হবে । আমি নিজেও হাঁটব । বেলা তিনটের সময় জোড়াসাঁকো থেকে গান্ধিমূর্তির পাদদেশ পর্যন্ত মিছিল হবে । জলের জন্য হাঁটা বা জল বাঁচানো মানেই প্রকৃতিকে বাঁচানো । পরিবেশ বাঁচানো । সেভ ওয়াটার সেভ লাইফ । পরে বিদ্যুৎ নিয়েও মিছিল করব ।"

Intro:
এবারে জল বাঁচাতে ১২ জুলাই পথে নামছেন মমতা


কলকাতা, ১ জুলাই: এবারে 'জল বাঁচাতে' পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ এসএসকেএমের ট্রমা সেন্টারের উদ্বোধনী মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ১২ জুলাই জল বাঁচান ও জীবন বাঁচান দিবস পালন করা হবে। বিশিষ্ট মানুষদের সঙ্গে নিয়ে জোড়াসাঁকো থেকে গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত মিছিল করবেন তিনি।





Body:

ভূগর্ভস্থ জল সঙ্কটের আশঙ্কা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় গোটা দেশ। ভূগর্ভস্থ জল বাঁচাতে উঠে পড়ে লেগেছে সব মহল। পানীয় জলের অপচয় রোধ করতে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের তরফ থেকেও সাধারণ মানুষের কাছে জনসচেতনতার বার্তা দেওয়া হচ্ছে। গত শুক্রবার বিধানসভাতেও এ বিষয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন বিরোধীরা। মুখ্যমন্ত্রী আশ্বস্তের সুরে বলেছিলেন, 'আমরা একটা রিভিউ মিটিং করেছি। গ্লোবাল ওয়ার্মিং এর কারণে পানিয় জলের সমস্যা হচ্ছে। এটা নিয়ে আমরা সমীক্ষা করেছি সেখানে কিছু ব্লক নিয়ে চিন্তা আছে।জলের অপচয় যাতে কম হয় সেই দিকে আমাদের নজর দিতে হবে। এছাড়া জল ধরো জল ভরো নিয়ে আমাদের আরও বেশি উদ্যোগী হতে হবে।' এরপর আজ জল বাঁচানো নিয়ে জনসচেতনতা বাড়াতে পথে নামার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তিনি বললেন,
আমরা সিদ্ধান্ত নিয়েছি 'জল বাঁচান জীবন বাঁচান' দিবস এবছর থেকে পালন করব। আমরা একটা মিছিল করব । ১২ জুলাই মিছিল হবে। জলের জন্য হাঁটা জল বাঁচানো মানেই প্রকৃতিকে বাঁচানো । পরিবেশকে বাঁচানো। সেভ ওয়াটার সেফ লাইফ। পরে একটা বিদ্যূৎ নিয়েও মিছিল করব ।' রাজনৈতিক মহলের মতে, দীর্ঘদিন বাদে একটি অরাজনৈতিক কর্মসূচি নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন ইস্যুকে বাদ দিয়ে জল অপচয় রুখতে মমতার এই মানবিক মিছিল দেখবে শহর ।



Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.