কলকাতা, 17 জানুয়ারি : মানভঞ্জনের পর এবার তৃণমূলের রাজ্য় কমিটিতে জায়গা পেলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায় ৷ রবিবার তৃণমূলের তরফে শতাব্দী রায়কে রাজ্য় কমিটির সদস্য় হিসেবে ঘোষণা করল শীর্ষ নেতৃত্ব ৷ তাঁকে রাজ্য কমিটির সহ সভাপতি পদে নিয়ে আসা হয়েছে ৷ একই সঙ্গে আজ মোয়াজ্জেম হোসেন ও শংকর চক্রবর্তীকেও রাজ্য কমিটির সহ সভাপতি করা হয়েছে ৷
প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্য়ায় তৃণমূলের প্রতি ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে একটি পোস্ট করেন শতাব্দী রায় ৷ একই সঙ্গে জানান তিনি দিল্লি যাচ্ছেন ৷ যার পরেই জল্পনা শুরু হয়, বীরভূমের সাংসদ দিল্লিতে অমিত শাহর সঙ্গে দেখা করতে যাচ্ছেন ৷ এই পরিস্থিতিতে আসরে নামেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ ৷ শুক্রবার বিকেলে প্রিন্স আনোয়ার শাহ রোডে শতাব্দী রায়ের ফ্ল্য়াটে তাঁর সঙ্গে দেখা করতে যান ৷ সেখান থেকে বেরিয়েও জল্পনা জিইয়ে রেখেছিলেন কুণাল ঘোষ ৷ তাঁর মন্তব্য়ে বোঝা যায়, বরফ গলেনি ৷
আরও পড়ুন : চালক অভিষেক, ব্রেক কষলেন কুণাল, বেলাইন হলেন না শতাব্দী
এরপর সন্ধ্য়ায় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে তাঁর সঙ্গে দেখা করতে যান শতাব্দী রায় ৷ সেখানেও তাঁর সঙ্গে ছিলেন কুণাল ৷ দীর্ঘ আলোচনার পর শতাব্দী জানান, তিনি তৃণমূলের সঙ্গেই থাকছেন ৷ তাঁর যা অভাব-অভিযোগ ছিল, তা তিনি অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের কাছে জানিয়েছেন ৷ তৃণমূল যুব সভাপতি সেগুলি মেটানোর আশ্বাসও দেন বলে জানান শতাব্দী ৷ এরপরই আজ তৃণমূলের তরফে শতাব্দী রায় সহ মোট তিনজনকে রাজ্য় কমিটির সদস্য় হিসেবে ঘোষণা করল শীর্ষ নেতৃত্ব ৷