ETV Bharat / city

লোকসানে চলা চ্যানেল 6 কোটিতে কেন কিনলেন সুদীপ্ত ? শুভাপ্রসন্নকে প্রশ্ন ED-র

সারদা চিটফান্ড মামলায় CBI-এর পর এবার ED জেরা করল চিত্রশিল্পী শুভাপ্রসন্নকে ৷ আজ সকালে ED দপ্তরে হাজিরা দেন শিল্পী ৷

ED-র দপ্তরে শুভাপ্রসন্ন
author img

By

Published : Aug 2, 2019, 3:00 PM IST

বিধাননগর, 2 অগাস্ট : CBI-এর পর এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) জেরা করল শুভাপ্রসন্নকে ৷ সারদা চিটফান্ড মামলায় আজ সকালে সল্টলেকের ED দপ্তরে হাজির হন শাসকদল ঘনিষ্ঠ শিল্পী ৷

কেন সুদীপ্ত সেন লোকসানে চলা চ্যানেল ছয় কোটি টাকায় কিনলেন? চ্যানেল কেনার ক্ষেত্রে সমস্ত অর্থনৈতিক নিয়ম মেনে চলা হয়েছিল কি না? শুভাপ্রসন্নর আর্ট একরে আর্থিক অনুদান দিয়েছিলেন সারদার কর্ণধার ৷ সেই অনুদানের কথা কেন গোপন করেন শিল্পী ? আজ এ সমস্ত বিষয়ে ED-র আধিকারিকরা শুভাপ্রসন্নকে প্রশ্ন করেন ৷ যদিও আজকের ED-র তলব নিয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান শুভাপ্রসন্ন ৷

আরও পড়ুন : সারদা মামলায় এবার CBI-র তলব শুভাপ্রসন্ন ও শিবাজী পাঁজাকে

ED-র অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবি নিলামের ক্ষেত্রেও শুভাপ্রসন্নর ভূমিকা ছিল ৷ সংস্থা সূত্রে খবর, দেবকৃপা নামের একটি সংস্থার তত্ত্বাবধানে একটি চ্যানেল চালাতেন শুভাপ্রসন্ন ৷ সেই চ্যানেল লোকসানে চললেও সেখানে আবারও তিন কোটি টাকা বিনিয়োগ করা হয় ৷ এর কিছুদিনের মধ্যেই সারদাকর্তাকে ছয় কোটি টাকায় শুভাপ্রসন্ন চ্যানেলটি বিক্রি করে দেন ৷ এর আগেও গত 5 জুলাই CBI সারদা চিটফান্ড নিয়ে শাসকদল ঘনিষ্ঠ এই শিল্পীকে জেরা করেন ৷ তখন অবশ্য শিল্পী দাবি করেছিলেন, CBI কিছু বিষয় নিয়ে জানতে চেয়েছিল, তা জানিয়েছেন ৷ সব সমস্যা মিটে গেছে ৷

বিধাননগর, 2 অগাস্ট : CBI-এর পর এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) জেরা করল শুভাপ্রসন্নকে ৷ সারদা চিটফান্ড মামলায় আজ সকালে সল্টলেকের ED দপ্তরে হাজির হন শাসকদল ঘনিষ্ঠ শিল্পী ৷

কেন সুদীপ্ত সেন লোকসানে চলা চ্যানেল ছয় কোটি টাকায় কিনলেন? চ্যানেল কেনার ক্ষেত্রে সমস্ত অর্থনৈতিক নিয়ম মেনে চলা হয়েছিল কি না? শুভাপ্রসন্নর আর্ট একরে আর্থিক অনুদান দিয়েছিলেন সারদার কর্ণধার ৷ সেই অনুদানের কথা কেন গোপন করেন শিল্পী ? আজ এ সমস্ত বিষয়ে ED-র আধিকারিকরা শুভাপ্রসন্নকে প্রশ্ন করেন ৷ যদিও আজকের ED-র তলব নিয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান শুভাপ্রসন্ন ৷

আরও পড়ুন : সারদা মামলায় এবার CBI-র তলব শুভাপ্রসন্ন ও শিবাজী পাঁজাকে

ED-র অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবি নিলামের ক্ষেত্রেও শুভাপ্রসন্নর ভূমিকা ছিল ৷ সংস্থা সূত্রে খবর, দেবকৃপা নামের একটি সংস্থার তত্ত্বাবধানে একটি চ্যানেল চালাতেন শুভাপ্রসন্ন ৷ সেই চ্যানেল লোকসানে চললেও সেখানে আবারও তিন কোটি টাকা বিনিয়োগ করা হয় ৷ এর কিছুদিনের মধ্যেই সারদাকর্তাকে ছয় কোটি টাকায় শুভাপ্রসন্ন চ্যানেলটি বিক্রি করে দেন ৷ এর আগেও গত 5 জুলাই CBI সারদা চিটফান্ড নিয়ে শাসকদল ঘনিষ্ঠ এই শিল্পীকে জেরা করেন ৷ তখন অবশ্য শিল্পী দাবি করেছিলেন, CBI কিছু বিষয় নিয়ে জানতে চেয়েছিল, তা জানিয়েছেন ৷ সব সমস্যা মিটে গেছে ৷

Intro:





বিধাননগর, ২ আগস্ট: সারদা চিটফান্ড কান্ডে সিবিআইয়ের পর এবার ইডি জেরা করল শাসক দল ঘনিষ্ঠ শিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্যকে। সারদা মামলায় আজ সকাল বেলায় সল্টলেকে ইডি দফতরে পৌঁছে যান শুভাপ্রসন্ন।
ইডি সূত্রে বলা হচ্ছে দেবকৃপা নামে একটি সংস্থার তত্ত্বাবধানে এখন সময় নামে একটি চ্যানেল চালাতেন শুভাপ্রসন্ন। চ্যানেলটি লোকসানে চললেও তাতে ৩ কোটি টাকা পুনরায় বিনিয়োগ করা হয়েছিল। এর কিছু দিন পর সারদা চিটফান্ড কর্তা সুদীপ্ত সেনকে ওই চ্যানেল ৬ কোটি টাকায় বিক্রি করা হয়েছিল। পি ডি এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছে এবং তার বয়ান রেকর্ড করা হচ্ছে বলে জানা গিয়েছে।


Body:ইডির প্রশ্ন, সুদীপ্ত সেন লোকসানে চলা চ্যানেল ৬ কোটি টাকায় কিনেছিলেন সে ক্ষেত্রে সমস্ত অর্থনৈতিক নিয়মকানুন মেনে চলা হয়েছিল কি? ইডির কাছে অভিযোগ ছিল এই লেনদেনের সময় বহু তথ্য গোপন করা হয়েছিল। এমনকি লেনদেনের প্রক্রিয়া সঠিকভাবে মেনে চলা হয় নি। দেবকৃপা কোম্পানির খাতায় কলমে যা তথ্য তার সঙ্গে বাস্তবের মিল ছিল না বলে অভিযোগ। শুভাপ্রসন্নর কাছে এ ব্যাপারে জানতে চায় ইডি।


Conclusion:অভিযোগ মুখ্যমন্ত্রীর আঁকা ছবি নিলামেও তার ভুমিকা ছিল। আরো অভিযোগ শুভাপ্রসন্নর আর্ট একরে অর্থনৈতিক অনুদান দিয়েছিলেন সারদা-কর্তা সুদীপ্ত সেন। কি কারণে সেই অনুদান গোপন করেন ঐ শিল্পী। এমনকি আর্ট একরের ফলকে সুদীপ্ত সেনের নাম ছিল। পরে সেই ফলক সরিয়ে নেওয়া হয়। এর আগে শুভাপ্রসন্নকে ৫ জুলাই তলব করেছিল সিবিআই। সেদিন শুভা বাবু দাবী করে বলেছিলেন "কিছু জিনিস জানতে চেয়েছিল সিবিআই। সব মিটে গেছে। তাকে কি আবার ডাকা হয়েছে জিজ্ঞেস করায় তিনি মাথা নাড়িয়ে ' না ' উত্তর দেন। সব যে মিটে যায়নি এদিনের ইডির তলবেই তা পরিষ্কার হয়ে যায়।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.