ETV Bharat / city

Samik Bhattacharya : ক্ষমতার অলিন্দে থাকতে না পেরে তৃণমূলে যাচ্ছেন : বিশ্বজিতের দলত্যাগে মন্তব্য শমীকের

বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাসের (Biswajit Das) তৃণমূলে প্রত্যাবর্তনের পর তাঁর তীব্র সমালোচনা করলেন বিজেপির মুখপাত্র ৷ সাংবাদিকদের সামনে তিনি বলেন, "বিজেপির প্রতীকে নির্বাচিত হয়ে বিজেপির সমালোচনা করছেন ৷ বিজেপির সমালোচনা করতে হলে তো তাঁকে আগে পদত্যাগ করতে হবে ৷ ক্ষমতা অলিন্দে থাকার জন্য তিনি দলবদল করছেন ৷"

বিশ্বজিৎ সম্পর্কে মন্তব্য শমীকের
বিশ্বজিৎ দাসের তৃণমূলে প্রত্যাবর্তন নিয়ে মন্তব্য করলেন শমীক ভট্টাচার্য ৷
author img

By

Published : Aug 31, 2021, 8:48 PM IST

কলকাতা, 31 অগস্ট : "ক্ষমতার অলিন্দে থাকতে না পেরে এই সমস্ত বিধায়করা বিজেপি ছেড়ে তৃণমূলে চলে যাচ্ছেন ।" মঙ্গলবার বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাসের (Biswajit Das) তৃণমূলে প্রত্যাবর্তন নিয়ে মন্তব্য করলেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) ।

এদিন দলত্যাগের পর বাগদার বিজেপি বিধায়কের পদত্যাগের দাবিও করেন শমীক ৷ বলেন, "বিজেপির প্রতীকে নির্বাচিত হয়ে তিনি বিধানসভায় গিয়েছেন ৷ বিজেপিতে থেকেই বিজেপির সমালোচনা করছেন তিনি ৷ এই দলের সমালোচনা করতে হলে তো তাঁকে আগে পদত্যাগ করতে হবে ৷"

তৃণমূলে প্রত্যাবর্তনের পর বিজেপি বিধায়ক পদ থেকে বিশ্বজিৎ দাসের পদত্যাগ দাবি করলেন শমীক ভট্টাচার্য ৷

শমীক বলেন, "বিজেপি তৃণমূল কংগ্রেসের অত্যাচারের বিরুদ্ধে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে দীর্ঘদিন দিন ধরে লড়াই করছে । এই পথে তৃণমূল থেকে আসা কিছু মানুষ সামিল হয়েছিলেন । তাঁদের মধ্যে বেশ কয়েকজন জয়ী হয়েছেন । তাঁদের মধ্যে কয়েকজন চলে যাচ্ছেন । কেউ যদি জোর করে চলে যায় তা হলে তো আর তাকে আটকে রাখা যায় না । পাটি পাটির মতো চলবে । এদের ছাড়াও বিজেপি 18টি আসনে জয়লাভ করেছে ।" কটাক্ষ করে তিনি বলেন, "এঁরা মনে করেছিলেন বিজেপি ক্ষমতায় আসবে । অতএব ক্ষমতার অলিন্দে থাকা যাবে । কিন্তু বিজেপি এই মুহূর্তে বিরোধী দল । সেই জন্য তাঁরা সরকারি দলে চলে যাচ্ছেন ।"

আরও পড়ুন : Biswajit Das : তৃণমূলে ফিরলেন বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস

কলকাতা, 31 অগস্ট : "ক্ষমতার অলিন্দে থাকতে না পেরে এই সমস্ত বিধায়করা বিজেপি ছেড়ে তৃণমূলে চলে যাচ্ছেন ।" মঙ্গলবার বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাসের (Biswajit Das) তৃণমূলে প্রত্যাবর্তন নিয়ে মন্তব্য করলেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) ।

এদিন দলত্যাগের পর বাগদার বিজেপি বিধায়কের পদত্যাগের দাবিও করেন শমীক ৷ বলেন, "বিজেপির প্রতীকে নির্বাচিত হয়ে তিনি বিধানসভায় গিয়েছেন ৷ বিজেপিতে থেকেই বিজেপির সমালোচনা করছেন তিনি ৷ এই দলের সমালোচনা করতে হলে তো তাঁকে আগে পদত্যাগ করতে হবে ৷"

তৃণমূলে প্রত্যাবর্তনের পর বিজেপি বিধায়ক পদ থেকে বিশ্বজিৎ দাসের পদত্যাগ দাবি করলেন শমীক ভট্টাচার্য ৷

শমীক বলেন, "বিজেপি তৃণমূল কংগ্রেসের অত্যাচারের বিরুদ্ধে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে দীর্ঘদিন দিন ধরে লড়াই করছে । এই পথে তৃণমূল থেকে আসা কিছু মানুষ সামিল হয়েছিলেন । তাঁদের মধ্যে বেশ কয়েকজন জয়ী হয়েছেন । তাঁদের মধ্যে কয়েকজন চলে যাচ্ছেন । কেউ যদি জোর করে চলে যায় তা হলে তো আর তাকে আটকে রাখা যায় না । পাটি পাটির মতো চলবে । এদের ছাড়াও বিজেপি 18টি আসনে জয়লাভ করেছে ।" কটাক্ষ করে তিনি বলেন, "এঁরা মনে করেছিলেন বিজেপি ক্ষমতায় আসবে । অতএব ক্ষমতার অলিন্দে থাকা যাবে । কিন্তু বিজেপি এই মুহূর্তে বিরোধী দল । সেই জন্য তাঁরা সরকারি দলে চলে যাচ্ছেন ।"

আরও পড়ুন : Biswajit Das : তৃণমূলে ফিরলেন বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.