ETV Bharat / city

রাজ্যের 5টি মেডিক্যাল কলেজের 13টি বিভাগে নিয়োগ একই চিকিৎসক, বিতর্ক - মেডিক্যাল কলেজ

একই সঙ্গে 5টি সরকারি হাসপাতালের 13টি বিভাগে নিয়োগ করা হয়েছে একই চিকিৎসককে। এই ঘটনা এ রাজ্যের। তবে, শুধুমাত্র এই চিকিৎসক একা নন। একই সঙ্গে একাধিক বিভাগে নিয়োগ করা হয়েছে, এমন আরও কয়েকজন চিকিৎসকও রয়েছেন নিয়োগের এই তালিকায়। এই ঘটনায় চিকিৎসক নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ উঠেছে।

রাজ্যের 5টি মেডিক্যাল কলেজের 13টি বিভাগে নিয়োগ একই চিকিৎসক, বিতর্ক
রাজ্যের 5টি মেডিক্যাল কলেজের 13টি বিভাগে নিয়োগ একই চিকিৎসক, বিতর্ক
author img

By

Published : Feb 16, 2021, 7:59 PM IST

Updated : Feb 16, 2021, 10:53 PM IST

কলকাতা, 16 ফেব্রুয়ারি : একই সঙ্গে 5টি সরকারি হাসপাতালের 13টি বিভাগে নিয়োগ করা হয়েছে একই চিকিৎসককে। এই ঘটনা এ রাজ্যের। তবে, শুধুমাত্র এই চিকিৎসক একা নন। একই সঙ্গে একাধিক বিভাগে নিয়োগ করা হয়েছে, এমন আরও কয়েকজন চিকিৎসকও রয়েছেন নিয়োগের এই তালিকায়। এই ঘটনায় চিকিৎসক নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ উঠেছে।

এ রাজ্যের বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল মিলিয়ে মোট 47টি বিভাগে 891টি পদে চিকিৎসক নিয়োগের জন্য গত বছরের অক্টোবর মাসে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। এই বিজ্ঞপ্তিতে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল এডুকেশন সার্ভিসের ক্যাডার হিসাবে 47টি বিভাগের জন্য মোট 891টি পদে টিউটর /ডেমনস্ট্রেটর নিয়োগের কথা জানানো হয়েছিল। গতকাল, 15 ফেব্রুয়ারি এই চিকিৎসক নিয়োগের তালিকা প্রকাশ করা হয়েছে।

নিয়োগের এই তালিকায় দেখা যাচ্ছে, অর্পিতা বায়েন নামের এক চিকিৎসককে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট 5টি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের 13টি বিভাগে নিয়োগ করা হয়েছে। এই 5টি মেডিক্যাল কলেজের মধ্যে রয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং কলকাতার ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ অর্থাৎ এসএসকেএম হাসপাতাল। এবং ওই 13টি বিভাগের মধ্যে একই হাসপাতালের একাধিক বিভাগও রয়েছে। যেমন, কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বায়োকেমিস্ট্রি, জেরিয়াট্রিক মেডিসিন, হেমাটোলজি, মাইক্রোবায়োলজি, নেফ্রলজি, ফার্মাকোলজি এবং ফিজিওলজি। অর্থাৎ একই চিকিৎসককে একই সঙ্গে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মোট 7টি বিভাগে নিয়োগ করা হয়েছে।

এই একই চিকিৎসককে আবার কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নিউরো মেডিসিন এবং ইউরোলজি বিভাগেও নিয়োগ করা হয়েছে। নিয়োগের এই তালিকা দেখা যাচ্ছে, এই একই চিকিৎসককে নিয়োগ করা হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কমিউনিটি মেডিসিন এবং মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন (পিএমআর) বিভাগে। শুধুমাত্র এমনও নয়। তালিকায় দেখা যাচ্ছে, এই চিকিৎসককে কলকাতার ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চের এন্ডক্রিনোলজি এবং হেপাটোলজি বিভাগেও নিয়োগ করা হয়েছে।

চিকিৎসক নিয়োগের এমন ঘটনায় বিভিন্ন বিভিন্ন মহলে বিতর্ক দেখা দিয়েছে। চিকিৎসকদের কোনও কোনও মহলের তরফে এমনও মন্তব্য করা হয়েছে, একসঙ্গে মোট 13টি বিভাগে নির্বাচিত হয়েছেন একই চিকিৎসক, চিকিৎসা বিজ্ঞানে তাঁর এই অসামান্য দক্ষতাকে কুর্নিশ জানানো হচ্ছে। এ রাজ্যের চিকিৎসকদের একটি সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের এক যুগ্ম সম্পাদক চিকিৎসক রাজীব পান্ডে বলেন, "নিয়োগের এই তালিকা দেখা যাচ্ছে শুধুমাত্র এই চিকিৎসক নন আরও কয়েকজন চিকিৎসককে একই সঙ্গে 4-5টি বিভাগে নিয়োগ করা হয়েছে।"

আরও পড়ুন : 24 ঘণ্টায় আক্রান্ত 190, মৃত 2

এই বিষয়ে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "একাধিক বিভাগের জন্য তালিকায় নাম থাকলেও, একটি বিভাগেই এই চিকিৎসক যোগদান করতে পারবেন। অন্য বিভাগগুলিতে সেই বিভাগের জন্য তালিকায় থাকা পরবর্তী চিকিৎসকরা সুযোগ পাবেন।" তবে, শুধুমাত্র এই চিকিৎসক একাও নন। ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের যুগ্ম সম্পাদক চিকিৎসক রাজীব পান্ডে বলেন, "এই চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, একাধিক বিভাগের জন্য আবেদন করা যেতে পারে। তবে, সর্বশেষ আবেদনটি গ্রাহ্য করা হবে। এক্ষেত্রে চিকিৎসক নিয়োগে অস্বচ্ছতা হয়েছে।" তিনি বলেন, "শুধুমাত্র একই চিকিৎসককে একাধিক বিভাগে নিয়োগের বিষয়টিও নয়। এই নিয়োগের ক্ষেত্রে দেখা যাচ্ছে, যোগ্যতা বেশি থাকা সত্ত্বেও তুলনায় কম যোগ্যতা রয়েছে এমন চিকিৎসককে নিয়োগ করা হয়েছে।" এক্ষেত্রে, প্রভাবশালীর আত্মীয়রা রয়েছেন বলেও অভিযোগ উঠছে চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের তরফে।

কলকাতা, 16 ফেব্রুয়ারি : একই সঙ্গে 5টি সরকারি হাসপাতালের 13টি বিভাগে নিয়োগ করা হয়েছে একই চিকিৎসককে। এই ঘটনা এ রাজ্যের। তবে, শুধুমাত্র এই চিকিৎসক একা নন। একই সঙ্গে একাধিক বিভাগে নিয়োগ করা হয়েছে, এমন আরও কয়েকজন চিকিৎসকও রয়েছেন নিয়োগের এই তালিকায়। এই ঘটনায় চিকিৎসক নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ উঠেছে।

এ রাজ্যের বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল মিলিয়ে মোট 47টি বিভাগে 891টি পদে চিকিৎসক নিয়োগের জন্য গত বছরের অক্টোবর মাসে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। এই বিজ্ঞপ্তিতে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল এডুকেশন সার্ভিসের ক্যাডার হিসাবে 47টি বিভাগের জন্য মোট 891টি পদে টিউটর /ডেমনস্ট্রেটর নিয়োগের কথা জানানো হয়েছিল। গতকাল, 15 ফেব্রুয়ারি এই চিকিৎসক নিয়োগের তালিকা প্রকাশ করা হয়েছে।

নিয়োগের এই তালিকায় দেখা যাচ্ছে, অর্পিতা বায়েন নামের এক চিকিৎসককে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট 5টি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের 13টি বিভাগে নিয়োগ করা হয়েছে। এই 5টি মেডিক্যাল কলেজের মধ্যে রয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং কলকাতার ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ অর্থাৎ এসএসকেএম হাসপাতাল। এবং ওই 13টি বিভাগের মধ্যে একই হাসপাতালের একাধিক বিভাগও রয়েছে। যেমন, কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বায়োকেমিস্ট্রি, জেরিয়াট্রিক মেডিসিন, হেমাটোলজি, মাইক্রোবায়োলজি, নেফ্রলজি, ফার্মাকোলজি এবং ফিজিওলজি। অর্থাৎ একই চিকিৎসককে একই সঙ্গে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মোট 7টি বিভাগে নিয়োগ করা হয়েছে।

এই একই চিকিৎসককে আবার কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নিউরো মেডিসিন এবং ইউরোলজি বিভাগেও নিয়োগ করা হয়েছে। নিয়োগের এই তালিকা দেখা যাচ্ছে, এই একই চিকিৎসককে নিয়োগ করা হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কমিউনিটি মেডিসিন এবং মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন (পিএমআর) বিভাগে। শুধুমাত্র এমনও নয়। তালিকায় দেখা যাচ্ছে, এই চিকিৎসককে কলকাতার ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চের এন্ডক্রিনোলজি এবং হেপাটোলজি বিভাগেও নিয়োগ করা হয়েছে।

চিকিৎসক নিয়োগের এমন ঘটনায় বিভিন্ন বিভিন্ন মহলে বিতর্ক দেখা দিয়েছে। চিকিৎসকদের কোনও কোনও মহলের তরফে এমনও মন্তব্য করা হয়েছে, একসঙ্গে মোট 13টি বিভাগে নির্বাচিত হয়েছেন একই চিকিৎসক, চিকিৎসা বিজ্ঞানে তাঁর এই অসামান্য দক্ষতাকে কুর্নিশ জানানো হচ্ছে। এ রাজ্যের চিকিৎসকদের একটি সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের এক যুগ্ম সম্পাদক চিকিৎসক রাজীব পান্ডে বলেন, "নিয়োগের এই তালিকা দেখা যাচ্ছে শুধুমাত্র এই চিকিৎসক নন আরও কয়েকজন চিকিৎসককে একই সঙ্গে 4-5টি বিভাগে নিয়োগ করা হয়েছে।"

আরও পড়ুন : 24 ঘণ্টায় আক্রান্ত 190, মৃত 2

এই বিষয়ে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "একাধিক বিভাগের জন্য তালিকায় নাম থাকলেও, একটি বিভাগেই এই চিকিৎসক যোগদান করতে পারবেন। অন্য বিভাগগুলিতে সেই বিভাগের জন্য তালিকায় থাকা পরবর্তী চিকিৎসকরা সুযোগ পাবেন।" তবে, শুধুমাত্র এই চিকিৎসক একাও নন। ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের যুগ্ম সম্পাদক চিকিৎসক রাজীব পান্ডে বলেন, "এই চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, একাধিক বিভাগের জন্য আবেদন করা যেতে পারে। তবে, সর্বশেষ আবেদনটি গ্রাহ্য করা হবে। এক্ষেত্রে চিকিৎসক নিয়োগে অস্বচ্ছতা হয়েছে।" তিনি বলেন, "শুধুমাত্র একই চিকিৎসককে একাধিক বিভাগে নিয়োগের বিষয়টিও নয়। এই নিয়োগের ক্ষেত্রে দেখা যাচ্ছে, যোগ্যতা বেশি থাকা সত্ত্বেও তুলনায় কম যোগ্যতা রয়েছে এমন চিকিৎসককে নিয়োগ করা হয়েছে।" এক্ষেত্রে, প্রভাবশালীর আত্মীয়রা রয়েছেন বলেও অভিযোগ উঠছে চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের তরফে।

Last Updated : Feb 16, 2021, 10:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.