ETV Bharat / city

Victoria Memorial : ভিক্টোরিয়ার কাছেই হবে মেট্রো স্টেশন, অবশেষে মিলল ছাড়পত্র

author img

By

Published : May 27, 2022, 9:08 PM IST

প্রতিরক্ষা মন্ত্রকের এলাকার মধ্যে হওয়ায় জোকা-বিবাদি বাগ মেট্রো প্রকল্পে ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন এলাকায় কাজে জটিলতা ছিল ৷ অবশেষে সেই জটিলতা কাটল ৷ ফলে সেখানে স্টেশন তৈরিতে আর কোনও বাধা রইল না (RVNL gives Permission for metro station near Victoria memorial) ৷

RVNL gives Permission for metro station near Victoria memorial
Victoria Memorial : ভিক্টোরিয়ার কাছেই হবে মেট্রো স্টেশন, অবশেষে মিলল ছাড়পত্র

কলকাতা, 27 মে : জোকা থেকে বিবাদী বাগ পর্যন্ত মেট্রো প্রকল্পের (Joka-BBD Bag Metro Project) যে অংশটি ভিক্টোরিয়া মেমোরিয়ালের (Victoria Memorial) সামনে দিয়ে যাওয়ার কথা ছিল, দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে সেই অংশে কাজ শুরুর ছাড়পত্র দিল আরভিএনএল (RVNL gives Permission for metro station near Victoria memorial) । ফলে এই প্রকল্পে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে মেট্রো স্টেশন তৈরিতে আর কোনও বাধা রইল না ৷

জানা গিয়েছে যে ভিক্টোরিয়া মেমোরিয়ালের কুইনস গেটের সামনে তৈরি হবে ওই মেট্রো স্টেশনটি ৷ মাটির নিচেই তৈরি হবে ওই স্টেশন৷ যেখানে সেটি তৈরি হবে, তা প্রতিরক্ষা মন্ত্রকের এলাকার মধ্যে ৷ সংশ্লিষ্ট মন্ত্রকের ছাড়পত্র সংক্রান্ত কিছু সমস্যার জেরে বিষয়টি আটকে ছিল ৷ পরে সেই ছাড়পত্র মিলতেই স্টেশন নির্মাণের অনুমোদন হয়ে গেল ৷

এই অংশের নকশা অনুসারে, মেট্রোর একটি অংশ ভিক্টোরিয়া মেমোরিয়ালের বেশ কাছে অবস্থিত হতে চলেছে । তাই ইঞ্জিনিয়রিং কাজের সময় যাতে এই প্রাচীন এই সৌধর কোনও ক্ষতি না হয়, তাই বেশ কিছুটা সময় নিয়ে চলে নানা পরীক্ষানিরীক্ষা । পরীক্ষা ও পরামর্শ নেওয়ার জন্য ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের কর্তৃপক্ষ রুরকির সিএসআইআর-সিবিআরআই (Council Of Scientific And Industrial Research–Central Building Research Institute) ও আইআইটি খড়গপুরের বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করে ।

দীর্ঘ সময় ধরে সমীক্ষা করার পর এই দুই সংস্থা থেকেও সুড়ঙ্গের কাজের অগ্রগতির ক্ষেত্রে সবুজ সংকেত মেলে । এই রিপোর্ট পাঠানো হয় রেল বিকাশ নিগম লিমিটেড বা আরভিএনএল (RVNL)-এর কাছে৷ জানা গিয়েছে, আরভিএনএলের পক্ষ থেকে এই অংশের সমীক্ষা ও কাজের পূর্ণাঙ্গ তত্বাবধানে থাকবে আইআইটি মাদ্রাজ ।

2016 সালে মেট্রো রেলের পক্ষ থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের কর্তৃপক্ষের কাছে এই প্রস্তাব রাখা হয় । তাইপরেই শুরু হয় সমীক্ষা ও পর্যালোচনা । তৈরি করা হয় একটি কমিটি । কারণ, স্টেশনটি তৈরি করার জন্য ভিক্টোরিয়া মেমোরিয়ালের মাটির থেকে ঠিক 15 মিটার নিচে চালাতে হবে খনন কাজ । তাই যাতে সেই কাজের জন্য স্থাপত্যে কোনও সমস্যা না দেখা দেয়, তাই বাড়তি তৎপর কর্তৃপক্ষ ।

তাই সমীক্ষা করার সময় কৃত্রিম কম্পনের সৃষ্টি করা হয় ৷ দেখা হয় যে মেট্রোর কাজের সময় কম্পন হলে ভিক্টোরিয়া মেমোরিয়ালের কোনও ক্ষতি হতে পারে কি না ! এখন ছাড়পত্র চলে আসায় বলা যায় স্টেশন তৈরির সময় কোনও সমস্যা হবে না বলেই মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন : Sealdah Metro Station : পরিষেবা শুরুর আগেই শিয়ালদহ মেট্রো স্টেশনে ব্র্যান্ডিংয়ে আগ্রহী বহু সংস্থা

কলকাতা, 27 মে : জোকা থেকে বিবাদী বাগ পর্যন্ত মেট্রো প্রকল্পের (Joka-BBD Bag Metro Project) যে অংশটি ভিক্টোরিয়া মেমোরিয়ালের (Victoria Memorial) সামনে দিয়ে যাওয়ার কথা ছিল, দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে সেই অংশে কাজ শুরুর ছাড়পত্র দিল আরভিএনএল (RVNL gives Permission for metro station near Victoria memorial) । ফলে এই প্রকল্পে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে মেট্রো স্টেশন তৈরিতে আর কোনও বাধা রইল না ৷

জানা গিয়েছে যে ভিক্টোরিয়া মেমোরিয়ালের কুইনস গেটের সামনে তৈরি হবে ওই মেট্রো স্টেশনটি ৷ মাটির নিচেই তৈরি হবে ওই স্টেশন৷ যেখানে সেটি তৈরি হবে, তা প্রতিরক্ষা মন্ত্রকের এলাকার মধ্যে ৷ সংশ্লিষ্ট মন্ত্রকের ছাড়পত্র সংক্রান্ত কিছু সমস্যার জেরে বিষয়টি আটকে ছিল ৷ পরে সেই ছাড়পত্র মিলতেই স্টেশন নির্মাণের অনুমোদন হয়ে গেল ৷

এই অংশের নকশা অনুসারে, মেট্রোর একটি অংশ ভিক্টোরিয়া মেমোরিয়ালের বেশ কাছে অবস্থিত হতে চলেছে । তাই ইঞ্জিনিয়রিং কাজের সময় যাতে এই প্রাচীন এই সৌধর কোনও ক্ষতি না হয়, তাই বেশ কিছুটা সময় নিয়ে চলে নানা পরীক্ষানিরীক্ষা । পরীক্ষা ও পরামর্শ নেওয়ার জন্য ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের কর্তৃপক্ষ রুরকির সিএসআইআর-সিবিআরআই (Council Of Scientific And Industrial Research–Central Building Research Institute) ও আইআইটি খড়গপুরের বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করে ।

দীর্ঘ সময় ধরে সমীক্ষা করার পর এই দুই সংস্থা থেকেও সুড়ঙ্গের কাজের অগ্রগতির ক্ষেত্রে সবুজ সংকেত মেলে । এই রিপোর্ট পাঠানো হয় রেল বিকাশ নিগম লিমিটেড বা আরভিএনএল (RVNL)-এর কাছে৷ জানা গিয়েছে, আরভিএনএলের পক্ষ থেকে এই অংশের সমীক্ষা ও কাজের পূর্ণাঙ্গ তত্বাবধানে থাকবে আইআইটি মাদ্রাজ ।

2016 সালে মেট্রো রেলের পক্ষ থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের কর্তৃপক্ষের কাছে এই প্রস্তাব রাখা হয় । তাইপরেই শুরু হয় সমীক্ষা ও পর্যালোচনা । তৈরি করা হয় একটি কমিটি । কারণ, স্টেশনটি তৈরি করার জন্য ভিক্টোরিয়া মেমোরিয়ালের মাটির থেকে ঠিক 15 মিটার নিচে চালাতে হবে খনন কাজ । তাই যাতে সেই কাজের জন্য স্থাপত্যে কোনও সমস্যা না দেখা দেয়, তাই বাড়তি তৎপর কর্তৃপক্ষ ।

তাই সমীক্ষা করার সময় কৃত্রিম কম্পনের সৃষ্টি করা হয় ৷ দেখা হয় যে মেট্রোর কাজের সময় কম্পন হলে ভিক্টোরিয়া মেমোরিয়ালের কোনও ক্ষতি হতে পারে কি না ! এখন ছাড়পত্র চলে আসায় বলা যায় স্টেশন তৈরির সময় কোনও সমস্যা হবে না বলেই মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন : Sealdah Metro Station : পরিষেবা শুরুর আগেই শিয়ালদহ মেট্রো স্টেশনে ব্র্যান্ডিংয়ে আগ্রহী বহু সংস্থা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.