কলকাতা, 20 মে : বাংলায় বিজেপির সংগঠন নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সরসঙ্ঘচালক মোহন ভাগবত (RSS Chief Mohan Bhagwat is not happy with Bengal BJP) ।
গত 17 মে পশ্চিমবঙ্গ সফরে আসেন আরএসএস প্রধান মোহন ভাগবত (RSS Chief Mohan Bhagwat) ৷ তিনি সংগঠনের একাধিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন ৷ আগামিকাল তাঁর সফরের শেষদিন ৷ এবারের সফরে তিনি সঙ্ঘের বঙ্গ শাখার কাছ থেকে বিজেপির (BJP) অভ্যন্তরীণ অবস্থার খোঁজ নেন ৷ সেখানেই বিজেপির দুর্বল সাংগঠনিক অবস্থার বিষয়টি সামনে আসে ৷ আর তা নিয়েই তিনি বাংলায় আরএসএসের প্রধান রমাপদ পালের কাছে ক্ষোভ প্রকাশ করেন বলে সূত্রে খবর ৷
তবে এই নিয়ে কেউ মুখ খুলতে চাইছেন না ৷ আরএসএসের (RSS) একজন বর্ষীয়ান নেতার মতে, "বাংলায় বিজেপির কাজ নিয়ে খুশি নন মোহন ভাগবত । তাই রাজ্য জুড়ে আরএসএসের সংগঠনের উপরই গুরুত্ব দিতে চাইছেন তিনি । সঙ্ঘের সমস্ত বিভাগকে পুরোদমে বাংলায় ব্যবহার করতে চাইছেন ৷’’
এছাড়া রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীর কাজ নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেছেন বলে আরএসএস সূত্রে খবর পাওয়া গিয়েছে ৷ ওই সূত্রের দাবি, বিজেপির সংগঠনের ভারসাম্য বজায় রাখতে খুব শীঘ্রই আরও দু’জন আরও সংগঠন মন্ত্রী বা সাধারণ সম্পাদক (সংগঠন) নিয়োগ করা হতে পারে ৷ কাদের নিয়োগ করা হতে পারে, তার সম্ভাব্য তালিকাও তৈরি ৷ আরএসএসের পশ্চিমবঙ্গ শাখার তরফে আটজনের নামের একটি তালিকা পাঠানো হয়েছে ৷ তার থেকেই দু’জনকে বেছে নেওয়া হবে ৷
এর আগেও বঙ্গ বিজেপিতে তিন জন সংগঠনমন্ত্রী ছিলেন । সেই সুব্রত চট্টোপাধ্যায়, অমিতাভ চক্রবর্তী ও কিশোর কর একসঙ্গে কাজ করতেন । কিন্তু বিধানসভা নির্বাচনের কয়েকমাস আগে সুব্রত চট্টোপাধ্যায়কে সংগঠন মন্ত্রীর পদ থেকে সরিয়ে দেয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব । সেই জায়গায় দায়িত্ব দেওয়া হয় অমিতাভকে ৷ এবার সেই পুরনো ব্যবস্থা ফিরিয়ে আনা হতে চলেছে ওই সূত্রের দাবি ৷
ওই সূত্র মারফত আরও জানা গিয়েছে, অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধে বঙ্গ বিজেপিতে প্রচুর অভিযোগ ৷ এই নিয়ে অভিযোগ জমা পড়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে ৷ সেই অভিযোগ খতিয়ে দেখার পর এই সিদ্ধান্ত নেওয়া হতে চলেছে ৷ এমনকী, ভবিষ্যতে অমিতাভ চক্রবর্তীর পদও যেতে পারে বলে খবর ৷