ETV Bharat / city

শুভ্রা কুণ্ডুর ঘনিষ্ঠ প্রাক্তন ইডি আধিকারিক মনোজ কুমারকে তলব আদালতের

author img

By

Published : Jun 21, 2021, 8:09 PM IST

রোজভ্যালি কাণ্ডে (Rose Valley Case) গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডুর (Subhra Kundu) ঘনিষ্ঠ প্রাক্তন ইডি আধিকারিক মনোজ কুমারকে (Manoj Kumar) তলব করল সিবিআই আদালত ৷

rose-valley-case-former-ed-officer-manoj-kumar-summons-by-cbi-court
শুভ্রা কুন্ডুর ঘনিষ্ঠ প্রাক্তন ইডি আধিকারিক মনোজ কুমারকে তলব আদালতের

কলকাতা, 21 জুন : র‍্যোজভ্যালি মামলায় (Rose Valley Case) এ বার গৌতমপত্নী শুভ্রা কুণ্ডুর (Subhra Kundu) ঘনিষ্ঠ প্রাক্তন এনফোর্সমেন্ট আধিকারিক মনোজ কুমারকে (Manoj Kumar) তলব করল সিবিআইয়ের বিশেষ আদালত । সোমবার কলকাতার বিচারভবনে তাঁর সাক্ষী দেওয়ার কথা ৷ জানা গিয়েছে, সম্প্রতি সিবিআইয়ের তরফে আদালতে অভিযোগ করে বলা হয়, র‍্যোজভ্যালি কাণ্ডে তথ্য গোপনের কথা জানতেন মনোজ কুমার । সেই কারণেই তাঁকে তলব করা হয়েছে ।

র‍্যোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডুর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগে ইডি আধিকারিক থাকাকালীন মনোজ কুমারকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ । জামিনে মুক্তির পরে মনোজকে ইডি থেকে সরিয়ে দেওয়া হয় ।

rose-valley-case-former-ed-officer-manoj-kumar-summons-by-cbi-court
শুভ্রা কুণ্ডুর ঘনিষ্ঠ প্রাক্তন ইডি আধিকারিক মনোজ কুমারকে তলব আদালতের

আরও পড়ুন: রোজভ্যালির 304 কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

এই মামলার তৎকালীন তদন্তকারী অফিসার মনোজের বিরুদ্ধে অভিযোগ ওঠে, শুভ্রা কুণ্ডুর সঙ্গে ঘনিষ্ঠতার কারণে তিনি র‍্যোজভ্যালি কাণ্ডে তথ্যপ্রমাণ লোপাটে শুভ্রাকে সাহায্য করেছিলেন । র‍্যোজভ্যালি কাণ্ডে যে একাধিক তথ্য ধামাচাপা পড়ে রয়েছে বলে অভিযোগ, মনোজ কুমারকে জিজ্ঞাসাবাদ করে তা জানা যেতে পারে বলে আশা করছেন সিবিআইয়ের গোয়েন্দারা ।

আরও পড়ুন: অভিনয় করি বলে এত সস্তা-ঘরভাঙানি নই, এটা আমার রক্তে নেই, নিরবতা ভাঙলেন শ্রীময়ী

রোজভ্যালির টাকা বিদেশে পাচারের অভিযোগে সিবিআই শুভ্রাকেও গ্রেফতার করেছে ৷ তাঁকে রাখা হয়েছে ভুবনেশ্বরের সংশোধনাগারে ৷ কিছুদিন আগেই করোনায় আক্রান্ত হওয়ায় তিনি জামিনের আবেদন করেন ৷ তাঁর জামিনের বিরোধিতা করে পেশ করা হলফনামার শুভ্রা ও মনোজের ঘনিষ্ঠতার অভিযোগ তুলে ধরে সিবিআই ৷ গৌতম কুণ্ডু জেলে থাকাকালীন শুভ্রা রোজভ্যালির 15 কোটি টাকা আত্মসাৎ করে কলকাতা ও মুম্বইতে দুটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন বলেও অভিযোগ উঠেছে ৷

কলকাতা, 21 জুন : র‍্যোজভ্যালি মামলায় (Rose Valley Case) এ বার গৌতমপত্নী শুভ্রা কুণ্ডুর (Subhra Kundu) ঘনিষ্ঠ প্রাক্তন এনফোর্সমেন্ট আধিকারিক মনোজ কুমারকে (Manoj Kumar) তলব করল সিবিআইয়ের বিশেষ আদালত । সোমবার কলকাতার বিচারভবনে তাঁর সাক্ষী দেওয়ার কথা ৷ জানা গিয়েছে, সম্প্রতি সিবিআইয়ের তরফে আদালতে অভিযোগ করে বলা হয়, র‍্যোজভ্যালি কাণ্ডে তথ্য গোপনের কথা জানতেন মনোজ কুমার । সেই কারণেই তাঁকে তলব করা হয়েছে ।

র‍্যোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডুর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগে ইডি আধিকারিক থাকাকালীন মনোজ কুমারকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ । জামিনে মুক্তির পরে মনোজকে ইডি থেকে সরিয়ে দেওয়া হয় ।

rose-valley-case-former-ed-officer-manoj-kumar-summons-by-cbi-court
শুভ্রা কুণ্ডুর ঘনিষ্ঠ প্রাক্তন ইডি আধিকারিক মনোজ কুমারকে তলব আদালতের

আরও পড়ুন: রোজভ্যালির 304 কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

এই মামলার তৎকালীন তদন্তকারী অফিসার মনোজের বিরুদ্ধে অভিযোগ ওঠে, শুভ্রা কুণ্ডুর সঙ্গে ঘনিষ্ঠতার কারণে তিনি র‍্যোজভ্যালি কাণ্ডে তথ্যপ্রমাণ লোপাটে শুভ্রাকে সাহায্য করেছিলেন । র‍্যোজভ্যালি কাণ্ডে যে একাধিক তথ্য ধামাচাপা পড়ে রয়েছে বলে অভিযোগ, মনোজ কুমারকে জিজ্ঞাসাবাদ করে তা জানা যেতে পারে বলে আশা করছেন সিবিআইয়ের গোয়েন্দারা ।

আরও পড়ুন: অভিনয় করি বলে এত সস্তা-ঘরভাঙানি নই, এটা আমার রক্তে নেই, নিরবতা ভাঙলেন শ্রীময়ী

রোজভ্যালির টাকা বিদেশে পাচারের অভিযোগে সিবিআই শুভ্রাকেও গ্রেফতার করেছে ৷ তাঁকে রাখা হয়েছে ভুবনেশ্বরের সংশোধনাগারে ৷ কিছুদিন আগেই করোনায় আক্রান্ত হওয়ায় তিনি জামিনের আবেদন করেন ৷ তাঁর জামিনের বিরোধিতা করে পেশ করা হলফনামার শুভ্রা ও মনোজের ঘনিষ্ঠতার অভিযোগ তুলে ধরে সিবিআই ৷ গৌতম কুণ্ডু জেলে থাকাকালীন শুভ্রা রোজভ্যালির 15 কোটি টাকা আত্মসাৎ করে কলকাতা ও মুম্বইতে দুটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন বলেও অভিযোগ উঠেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.