ETV Bharat / city

চারু মার্কেট থানার অদূরে বাদ্যযন্ত্র বিপণিতে ডাকাতি - Robbery in Kolkata's renowned music shop

প্রিন্স আনোয়ার শাহ রোড এবং দেশপ্রাণ শাসমল রোডের সংযোগস্থলে ওই বাদ্যযন্ত্র বিপণিতে গতরাতে ডাকাতির ঘটনা ঘটে ৷ অভিযোগ, দোকানের সামনের কোলাপসিবল গেট ভেঙে, ভিতরের কাচের দরজার তালা কেটে দরজা ভেঙে ভিতরে ঢোকে ডাকাতরা ৷ লুট হয়েছে প্রায় 3 লাখ টাকার বাদ্যযন্ত্র ও নগদ 50 হাজার টাকা ৷ সেইসঙ্গে দোকানের সব CCTV অকেজো করে দিয়েছে দুষ্কৃতীরা ৷

ডাকাতি
author img

By

Published : Sep 25, 2019, 11:49 AM IST

Updated : Sep 25, 2019, 2:20 PM IST

কলকাতা, 25 সেপ্টেম্বর : কলকাতায় একটি নামী বাদ্যযন্ত্র বিপণিতে ডাকাতি ৷ 74 A দেশপ্রাণ শাসমল রোডের ঘটনা ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷

প্রিন্স আনোয়ার শাহ রোড এবং দেশপ্রাণ শাসমল রোডের সংযোগস্থলে ওই বাদ্যযন্ত্র বিপণিতে গতরাতে ডাকাতির ঘটনা ঘটে ৷ অভিযোগ, দোকানের সামনের কোলাপসিবল গেট ভেঙে, ভিতরের কাচের দরজার তালা কেটে দরজা ভেঙে ভিতরে ঢোকে ডাকাতরা ৷ লুট হয়েছে প্রায় 3 লাখ টাকার বাদ্যযন্ত্র ও নগদ 50 হাজার টাকা ৷ সেইসঙ্গে দোকানের সব CCTV অকেজো করে দিয়েছে দুষ্কৃতীরা ৷

দেখুন ভিডিয়ো...

ঘটনাস্থান থেকে ঢিল ছোড়া দূরত্বে চারু মার্কেট থানা ৷ সারা রাত এলাকায় পুলিশের মোবাইল প্যাট্রোল ভ্যান টহলদারি চালায় ৷ কিন্তু তারপরও কীভাবে এই ঘটনা ঘটতে পারে সে নিয়ে প্রশ্নচিহ্ন উঠেছে ৷

চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

কলকাতা, 25 সেপ্টেম্বর : কলকাতায় একটি নামী বাদ্যযন্ত্র বিপণিতে ডাকাতি ৷ 74 A দেশপ্রাণ শাসমল রোডের ঘটনা ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷

প্রিন্স আনোয়ার শাহ রোড এবং দেশপ্রাণ শাসমল রোডের সংযোগস্থলে ওই বাদ্যযন্ত্র বিপণিতে গতরাতে ডাকাতির ঘটনা ঘটে ৷ অভিযোগ, দোকানের সামনের কোলাপসিবল গেট ভেঙে, ভিতরের কাচের দরজার তালা কেটে দরজা ভেঙে ভিতরে ঢোকে ডাকাতরা ৷ লুট হয়েছে প্রায় 3 লাখ টাকার বাদ্যযন্ত্র ও নগদ 50 হাজার টাকা ৷ সেইসঙ্গে দোকানের সব CCTV অকেজো করে দিয়েছে দুষ্কৃতীরা ৷

দেখুন ভিডিয়ো...

ঘটনাস্থান থেকে ঢিল ছোড়া দূরত্বে চারু মার্কেট থানা ৷ সারা রাত এলাকায় পুলিশের মোবাইল প্যাট্রোল ভ্যান টহলদারি চালায় ৷ কিন্তু তারপরও কীভাবে এই ঘটনা ঘটতে পারে সে নিয়ে প্রশ্নচিহ্ন উঠেছে ৷

চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Intro:প্রিন্স আনোয়ার শা রোড এবং দেশপ্রাণ শাসমল রোডের সংযোগস্থলে একটি নামী বাদ্যযন্ত্র বিপণী তে গভীর রাতে দুসাহসিক ডাকাতির ঘটনায় এলাকায় চাঞ্চল্য । ঘটনাটি ঘটেছে 74 A দেশপ্রাণ শাসমল রোডে। অভিযোগ দোকানের সামনের কোলাপসিবল গেট ও তালা কেটে কাঁচের দরজা ভেঙে ভিতর থেকে প্রায় 3 লক্ষ টাকার বাদ্যযন্ত্র এবং ক্যাশবাক্স থেকে নগদ প্রায় 50 হাজার টাকা লূঠ হয়েছে। অকেজো করে দেওয়া হয়েছে দোকানের সিসিটিভি ক্যামেরা। ঘটনাস্থল থেকে কাছেই চারু মার্কেট থানা। থানার মোবাইল পেট্রল ভ্যান সারা রাত এলাকায় টহল দেয়। তারপরেও কিভাবে একাধিক দুষ্কৃতী প্রায় ঘন্টা দেড়েক অপারেশন চলিয়ে এই কাজ করল তা নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনায় চারুমার্কেট থানায় অভিযোগ দায়ের। তদন্ত শুরু করেছে পুলিশ। Body:প্রিন্স আনোয়ার শা রোড এবং দেশপ্রাণ শাসমল রোডের সংযোগস্থলে একটি নামী বাদ্যযন্ত্র বিপণী তে গভীর রাতে দুসাহসিক ডাকাতির ঘটনায় এলাকায় চাঞ্চল্য । ঘটনাটি ঘটেছে 74 A দেশপ্রাণ শাসমল রোডে। অভিযোগ দোকানের সামনের কোলাপসিবল গেট ও তালা কেটে কাঁচের দরজা ভেঙে ভিতর থেকে প্রায় 3 লক্ষ টাকার বাদ্যযন্ত্র এবং ক্যাশবাক্স থেকে নগদ প্রায় 50 হাজার টাকা লূঠ হয়েছে। অকেজো করে দেওয়া হয়েছে দোকানের সিসিটিভি ক্যামেরা। ঘটনাস্থল থেকে কাছেই চারু মার্কেট থানা। থানার মোবাইল পেট্রল ভ্যান সারা রাত এলাকায় টহল দেয়। তারপরেও কিভাবে একাধিক দুষ্কৃতী প্রায় ঘন্টা দেড়েক অপারেশন চলিয়ে এই কাজ করল তা নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনায় চারুমার্কেট থানায় অভিযোগ দায়ের। তদন্ত শুরু করেছে পুলিশ। Conclusion:প্রিন্স আনোয়ার শা রোড এবং দেশপ্রাণ শাসমল রোডের সংযোগস্থলে একটি নামী বাদ্যযন্ত্র বিপণী তে গভীর রাতে দুসাহসিক ডাকাতির ঘটনায় এলাকায় চাঞ্চল্য । ঘটনাটি ঘটেছে 74 A দেশপ্রাণ শাসমল রোডে। অভিযোগ দোকানের সামনের কোলাপসিবল গেট ও তালা কেটে কাঁচের দরজা ভেঙে ভিতর থেকে প্রায় 3 লক্ষ টাকার বাদ্যযন্ত্র এবং ক্যাশবাক্স থেকে নগদ প্রায় 50 হাজার টাকা লূঠ হয়েছে। অকেজো করে দেওয়া হয়েছে দোকানের সিসিটিভি ক্যামেরা। ঘটনাস্থল থেকে কাছেই চারু মার্কেট থানা। থানার মোবাইল পেট্রল ভ্যান সারা রাত এলাকায় টহল দেয়। তারপরেও কিভাবে একাধিক দুষ্কৃতী প্রায় ঘন্টা দেড়েক অপারেশন চলিয়ে এই কাজ করল তা নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনায় চারুমার্কেট থানায় অভিযোগ দায়ের। তদন্ত শুরু করেছে পুলিশ।
Last Updated : Sep 25, 2019, 2:20 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.