নিউটাউন, 7 নভেম্বর: গ্রেপ্তার করা হল নিউটাউন এলাকার কুখ্যাত ডাকাত সাদ্দাম হোসেন ওরফে চায়নাকে ৷ গতকাল গভীর রাতে তাকে গ্রেপ্তার করে নিউটাউন থানার পুলিশ ৷ চায়নার এক সহযোগী মহম্মদ আসলামকেও গ্রেপ্তার করা হয়েছে । উদ্ধার হয়েছে এক রাউন্ড গুলি ও একটি ওয়ান শটার । এর আগেও একাধিক মামলায় গ্রেপ্তার হয়েছিল চায়না ৷
গতকাল রাতে নিউটাউন থানার পুলিশ খবর পায় নিউটাউনের থাকদাড়ি এলাকায় 10-12 জন যুবক জড়ো হয়েছে ৷ তাদের কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে । এরপরেই ওই এলাকায় অভিযান চালায় পুলিশ । পুলিশ দেখে ওই যুবকরা পালাতে শুরু করে । তাদের তাড়া করে চায়না এবং তার শাগরেদ মহম্মদ আসলামকে ধরে ফেলে পুলিশ । তাদের কাছ থেকে একটি গুলি ও একটি ওয়ানশটার উদ্ধার হয় । জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে তারা ওই এলাকায় ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হয়েছিল ।