ETV Bharat / city

নিউটাউনে শাগরেদ সহ গ্রেপ্তার কুখ্যাত ডাকাত - robbery news of kolkata

নিউটাউন এলাকা থেকে গ্রেপ্তার করা হল এলাকার এক কুখ্যাত ডাকাত ও তার শাগরেদকে ৷ গতরাতে তাদেরকে গ্রেপ্তার করা হয় ৷

সাদ্দাম হোসেন ও মহম্মদ আসলাম
author img

By

Published : Nov 7, 2019, 9:09 PM IST

নিউটাউন, 7 নভেম্বর: গ্রেপ্তার করা হল নিউটাউন এলাকার কুখ্যাত ডাকাত সাদ্দাম হোসেন ওরফে চায়নাকে ৷ গতকাল গভীর রাতে তাকে গ্রেপ্তার করে নিউটাউন থানার পুলিশ ৷ চায়নার এক সহযোগী মহম্মদ আসলামকেও গ্রেপ্তার করা হয়েছে । উদ্ধার হয়েছে এক রাউন্ড গুলি ও একটি ওয়ান শটার । এর আগেও একাধিক মামলায় গ্রেপ্তার হয়েছিল চায়না ৷

গতকাল রাতে নিউটাউন থানার পুলিশ খবর পায় নিউটাউনের থাকদাড়ি এলাকায় 10-12 জন যুবক জড়ো হয়েছে ৷ তাদের কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে । এরপরেই ওই এলাকায় অভিযান চালায় পুলিশ । পুলিশ দেখে ওই যুবকরা পালাতে শুরু করে । তাদের তাড়া করে চায়না এবং তার শাগরেদ মহম্মদ আসলামকে ধরে ফেলে পুলিশ । তাদের কাছ থেকে একটি গুলি ও একটি ওয়ানশটার উদ্ধার হয় । জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে তারা ওই এলাকায় ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হয়েছিল ।

নিউটাউন, 7 নভেম্বর: গ্রেপ্তার করা হল নিউটাউন এলাকার কুখ্যাত ডাকাত সাদ্দাম হোসেন ওরফে চায়নাকে ৷ গতকাল গভীর রাতে তাকে গ্রেপ্তার করে নিউটাউন থানার পুলিশ ৷ চায়নার এক সহযোগী মহম্মদ আসলামকেও গ্রেপ্তার করা হয়েছে । উদ্ধার হয়েছে এক রাউন্ড গুলি ও একটি ওয়ান শটার । এর আগেও একাধিক মামলায় গ্রেপ্তার হয়েছিল চায়না ৷

গতকাল রাতে নিউটাউন থানার পুলিশ খবর পায় নিউটাউনের থাকদাড়ি এলাকায় 10-12 জন যুবক জড়ো হয়েছে ৷ তাদের কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে । এরপরেই ওই এলাকায় অভিযান চালায় পুলিশ । পুলিশ দেখে ওই যুবকরা পালাতে শুরু করে । তাদের তাড়া করে চায়না এবং তার শাগরেদ মহম্মদ আসলামকে ধরে ফেলে পুলিশ । তাদের কাছ থেকে একটি গুলি ও একটি ওয়ানশটার উদ্ধার হয় । জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে তারা ওই এলাকায় ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হয়েছিল ।

Intro:নিউটাউন, ৭ নভেম্বর: নিউটাউন এলাকার কুখ্যাত ডাকাত সাদ্দাম হোসেন ওরফে চায়নাকে বুধবার গভীর রাতে গ্রেফতার করল নিউটাউন থানার পুলিশ। তার সঙ্গেই গ্রেফতার হয়েছে সহযোগী মহম্মদ আসলাম।উদ্ধার হয়েছে এক রাউন্ড গুলি ও একটি ওয়ান শাটার বন্দুক। এর আগেও বেশ কয়েকবার গ্রেফতারও হয় চায়না।

Body:সূত্রের খবর বুধবার গভীর রাতে নিউটাউন থানার এক পুলিশ সূত্র মারফত খবর পায় নিউটাউন থাকদাড়ি এলাকায় ১০ থেকে১২ জন যুবক জড়ো হয়েছে এবং তাদের কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে। সূত্র মারফত খবর পেয়ে হানা দেয় নিউটাউন থানার পুলিশ। পুলিশকে দেখে দুষ্কৃতীরা পালাতে শুরু করে। তাদের ধাওয়া করে দুজনকে ধরে ফেলে। সাদ্দাম হোসেন ওরফে চায়না এবং তার শাগরেদ মোহাম্মদ আসলামের কাছ থেকে একটি গুলি ও একটি ওয়ানশাটার বন্দুক উদ্ধার হয়। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে তারা ওই এলাকায় ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হয়েছিল।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.