রাজারহাট, 16 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-এর প্রতিবাদে রাজারহাটের চিনারপার্কে পথ অবরোধ হয় ৷ আজ সকাল 9টা থেকে প্রায় দুই ঘণ্টা অবরোধ চলে । ব্যস্ত সময়ে ওই রাস্তায় অবরোধ হওয়ায় তীব্র যানজট হয় এলাকায় । অবরোধের প্রভাব পড়ে VIP রোড, রাজারহাট মেন রোড সহ নিউটাউনে যাওয়ার রাস্তাগুলিতে । নাজেহাল হয় সাধারণ মানুষ ।
ঘটনাস্থানে বাগুইআটি থানার পুলিশ যায় । আন্দোলনকারীদের তরফে শেখ নিজ়াম-উদ্দিন বলেন, ‘NRC করার রাস্তা তৈরি করতে কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 এনেছে ৷ আমরা NRC ও নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 মানছি না । সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে শামিল হয়েছে । NRC ও নাগরিকত্ব (সংশোধনী) আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে ’।
অন্যদিকে, একই ইশুতে আজ রাজারহাট চৌমাথায় জনসভা করে বিক্ষোভকারীরা । রাজারহাটের বিভিন্ন এলাকা থেকে জমিয়তে উলামায়ে বাংলার নেতৃত্বে একাধিক সংগঠন মিছিল করে রাজারহাট চৌমাথায় এসে প্রতিবাদ সভা করে । মিছিলের জন্য রাজারহাট চৌমাথা কার্যত বন্ধ হয়ে যায় ।