ETV Bharat / city

NRC ও CAA-র প্রতিবাদে অবরোধ রাজারহাট ও নিউটাউনে, নাজেহাল মানুষ

author img

By

Published : Dec 16, 2019, 4:17 PM IST

আন্দোলনকারীদের তরফে শেখ নিজ়াম-উদ্দিন বলেন, ‘NRC করার রাস্তা তৈরি করতে কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 এনেছে ৷ আমরা NRC ও নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019  মানছি না । সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে শামিল হয়েছে । NRC ও নাগরিকত্ব (সংশোধনী) আইন  প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে ’।

image
রাজারহাটে বিক্ষোভ


রাজারহাট, 16 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-এর প্রতিবাদে রাজারহাটের চিনারপার্কে পথ অবরোধ হয় ৷ আজ সকাল 9টা থেকে প্রায় দুই ঘণ্টা অবরোধ চলে । ব্যস্ত সময়ে ওই রাস্তায় অবরোধ হওয়ায় তীব্র যানজট হয় এলাকায় । অবরোধের প্রভাব পড়ে VIP রোড, রাজারহাট মেন রোড সহ নিউটাউনে যাওয়ার রাস্তাগুলিতে । নাজেহাল হয় সাধারণ মানুষ ।

ঘটনাস্থানে বাগুইআটি থানার পুলিশ যায় । আন্দোলনকারীদের তরফে শেখ নিজ়াম-উদ্দিন বলেন, ‘NRC করার রাস্তা তৈরি করতে কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 এনেছে ৷ আমরা NRC ও নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 মানছি না । সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে শামিল হয়েছে । NRC ও নাগরিকত্ব (সংশোধনী) আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে ’।

নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-র বিরুদ্ধে বিক্ষোভ রাজারহাটে


অন্যদিকে, একই ইশুতে আজ রাজারহাট চৌমাথায় জনসভা করে বিক্ষোভকারীরা । রাজারহাটের বিভিন্ন এলাকা থেকে জমিয়তে উলামায়ে বাংলার নেতৃত্বে একাধিক সংগঠন মিছিল করে রাজারহাট চৌমাথায় এসে প্রতিবাদ সভা করে । মিছিলের জন্য রাজারহাট চৌমাথা কার্যত বন্ধ হয়ে যায় ।


রাজারহাট, 16 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-এর প্রতিবাদে রাজারহাটের চিনারপার্কে পথ অবরোধ হয় ৷ আজ সকাল 9টা থেকে প্রায় দুই ঘণ্টা অবরোধ চলে । ব্যস্ত সময়ে ওই রাস্তায় অবরোধ হওয়ায় তীব্র যানজট হয় এলাকায় । অবরোধের প্রভাব পড়ে VIP রোড, রাজারহাট মেন রোড সহ নিউটাউনে যাওয়ার রাস্তাগুলিতে । নাজেহাল হয় সাধারণ মানুষ ।

ঘটনাস্থানে বাগুইআটি থানার পুলিশ যায় । আন্দোলনকারীদের তরফে শেখ নিজ়াম-উদ্দিন বলেন, ‘NRC করার রাস্তা তৈরি করতে কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 এনেছে ৷ আমরা NRC ও নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 মানছি না । সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে শামিল হয়েছে । NRC ও নাগরিকত্ব (সংশোধনী) আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে ’।

নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-র বিরুদ্ধে বিক্ষোভ রাজারহাটে


অন্যদিকে, একই ইশুতে আজ রাজারহাট চৌমাথায় জনসভা করে বিক্ষোভকারীরা । রাজারহাটের বিভিন্ন এলাকা থেকে জমিয়তে উলামায়ে বাংলার নেতৃত্বে একাধিক সংগঠন মিছিল করে রাজারহাট চৌমাথায় এসে প্রতিবাদ সভা করে । মিছিলের জন্য রাজারহাট চৌমাথা কার্যত বন্ধ হয়ে যায় ।

Intro:


নাগরিক পঞ্জি(এনআরসি) ও নাগরিকত্ব সংশোধনী আইনের(সিএএ) প্রতিবাদে রাজারহাটের চিনারপার্কে পথ অবরোধ করল স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা। সকাল ৯:০০ থেকে ১০:৩০ অবধি এই পথঅবরোধ চলে। নিউটাউনের মূল রাস্তায় এই অবরোধ হওয়ায় ব্যাপক যানজট তৈরি হয়।



Body:চিনার পার্ক অবরুদ্ধ হয়ে পড়ে এর প্রভাব পড়ে ভিআইপি রোড, রাজারহাট মেন রোড সহ আশপাশের বিভিন্ন রাস্তায় কৈখালী থেকে বাগুইআটি পর্যন্ত ব্যাপক যানজট সৃষ্টি হয়। অন্যদিকে নিউটাউনে যাওয়ার রাস্তাগুলিতেও ব্যাপক যানজট তৈরি হয়। ঘটনাস্থলে বাগুইআটি থানার পুলিশ পৌঁছালেও তারা এই অবরোধ তুলতে নাজেহাল হয় এ দিনের অবরোধ সম্পর্কে আন্দোলনের নেতা শেখ নিজামউদ্দিন বলেন, "এনআরসি করার রাস্তা তৈরি করতে সরকার সিটিজেনশিপ আমেন্ডমেন্ট অ্যাক্ট এনেছে। আমরা কোনোভাবেই এনআরসি বা সিটিজেনশিপ আমেন্ডমেন্ট অ্যাক্ট মানছি না। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে শামিল হয়েছে। সিটিজেনশিপ অ্যাক্ট এবং এনআরসি প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে"।


Conclusion:অন্যদিকে নাগরিক পঞ্জি(এনআরসি) ও নাগরিকত্ব সংশোধনী আইনের(সিএএ) প্রতিবাদে রাজারহাট চৌমাথায় জনসভা। রাজারহাটের বিভিন্ন এলাকা থেকে জমিয়তে উলামায়ে বাংলার নেতৃত্বে একাধিক সংখ্যালঘু সংগঠন মিছিল করে রাজারহাট চৌমাথায় আসে প্রতিবাদ সভায় অংশ নিতে। মিছিলের জন্য রাজারহাট চৌমাথা একপ্রকার অবরুদ্ধ হয়ে রয়েছে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.