ETV Bharat / city

অগ্নিবলয়; দশকের শেষ সূর্যগ্রহণ দেখা গেল দেশের নানা প্রান্ত থেকে

সূর্যকে অবশ্য পুরোপুরিভাবে ঢাকতে পারেনি চাঁদ ৷ ফলে সূর্যের অনাবৃত্ত অংশটি একটি বলয় আকারে দেখা যায় ৷ তৈরি হয় একটি অগ্নিবলয় ৷ তাই এই সূর্যগ্রহণকে আগুনের আংটি বা রিং অফ ফায়ারও বলা হচ্ছে ৷

image
পূর্ণগ্রাস সূর্যগ্রহন
author img

By

Published : Dec 26, 2019, 11:36 AM IST

Updated : Dec 26, 2019, 12:07 PM IST

কলকাতা, 26 ডিসেম্বর : বছরের ও দশকের শেষ সূর্যগ্রহণ ৷ বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা গেল দক্ষিণ ভারতের বিভিন্ন এলাকা থেকে ৷ এছাড়াও ভারতের বিভিন্ন প্রান্ত যেমন মহারাষ্ট্র, দিল্লি ও পশ্চিমবঙ্গ থেকেও দেখা যায় এই সূর্যগ্রহণ ৷ রাজ্যে সর্বোচ্চ 45 শতাংশ সূর্যকে ঢাকা পড়তে দেখা গেছে ৷ দার্জিলিং, শিলিগুড়ি ও কোচবিহার থেকে 35 শতাংশ সূর্যকে ঢাকা পড়তে দেখা গেছে ৷ যদিও পশ্চিমী ঝঞ্ঝার কারণে আকাশে মেঘ থাকায় সূর্যগ্রহণ দেখতে বিঘ্নও ঘটে কিছু জায়গায় ৷

ভারতীয় সময় সকাল 8টা নাগাদ শুরু হয় এই গ্রহণ ৷ গ্রহণ চলে প্রায় 3 ঘণ্টা ধরে ৷ সূর্যকে অবশ্য পুরোপুরিভাবে ঢাকতে পারেনি চাঁদ ৷ ফলে সূর্যের অনাবৃত্ত অংশটি একটি বলয় আকারে দেখা যায় ৷ তৈরি হয় একটি অগ্নিবলয় ৷ তাই এই সূর্যগ্রহণকে আগুনের আংটি বা রিং অফ ফায়ারও বলা হচ্ছে ৷

সূর্যগ্রহণ চলাকালীন দেশের অনেক মন্দিরের প্রধান দরজা বন্ধ করে দেওয়া হয় ৷ কেরালার সবরীমালা মন্দির, অন্ধপ্রদেশের তিরুমালা তিরুপতি মন্দির, পশ্চিমবঙ্গের তারাপীঠ মন্দিরও বন্ধ করে দেওয়া হয় ৷

প্রতিবছর দু'বার সূর্যগ্রহণ হয় ৷ কিন্তু ব্যতিক্রমে কিছু ক্ষেত্রে বছরে সাতটিও সূর্যগ্রহণ দেখা গেছে ৷

ভারত ছাড়াও সৌদি আরব, কাতার, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর থেকেও এই বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা গেছে ৷

কলকাতা, 26 ডিসেম্বর : বছরের ও দশকের শেষ সূর্যগ্রহণ ৷ বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা গেল দক্ষিণ ভারতের বিভিন্ন এলাকা থেকে ৷ এছাড়াও ভারতের বিভিন্ন প্রান্ত যেমন মহারাষ্ট্র, দিল্লি ও পশ্চিমবঙ্গ থেকেও দেখা যায় এই সূর্যগ্রহণ ৷ রাজ্যে সর্বোচ্চ 45 শতাংশ সূর্যকে ঢাকা পড়তে দেখা গেছে ৷ দার্জিলিং, শিলিগুড়ি ও কোচবিহার থেকে 35 শতাংশ সূর্যকে ঢাকা পড়তে দেখা গেছে ৷ যদিও পশ্চিমী ঝঞ্ঝার কারণে আকাশে মেঘ থাকায় সূর্যগ্রহণ দেখতে বিঘ্নও ঘটে কিছু জায়গায় ৷

ভারতীয় সময় সকাল 8টা নাগাদ শুরু হয় এই গ্রহণ ৷ গ্রহণ চলে প্রায় 3 ঘণ্টা ধরে ৷ সূর্যকে অবশ্য পুরোপুরিভাবে ঢাকতে পারেনি চাঁদ ৷ ফলে সূর্যের অনাবৃত্ত অংশটি একটি বলয় আকারে দেখা যায় ৷ তৈরি হয় একটি অগ্নিবলয় ৷ তাই এই সূর্যগ্রহণকে আগুনের আংটি বা রিং অফ ফায়ারও বলা হচ্ছে ৷

সূর্যগ্রহণ চলাকালীন দেশের অনেক মন্দিরের প্রধান দরজা বন্ধ করে দেওয়া হয় ৷ কেরালার সবরীমালা মন্দির, অন্ধপ্রদেশের তিরুমালা তিরুপতি মন্দির, পশ্চিমবঙ্গের তারাপীঠ মন্দিরও বন্ধ করে দেওয়া হয় ৷

প্রতিবছর দু'বার সূর্যগ্রহণ হয় ৷ কিন্তু ব্যতিক্রমে কিছু ক্ষেত্রে বছরে সাতটিও সূর্যগ্রহণ দেখা গেছে ৷

ভারত ছাড়াও সৌদি আরব, কাতার, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর থেকেও এই বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা গেছে ৷

New Delhi, Dec 26 (ANI): Delhi is reeling under cold waves. Homeless people move to night shelters to stay warm near Safdarjung Airport flyover. These government-supported night shelters have become heaven for homeless people as they are provided with free blankets and pillows too. Temperature dropped down in Delhi due to heavy snowfall in parts of North India.
Last Updated : Dec 26, 2019, 12:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.