ETV Bharat / city

TMC Netaji Indore Meeting পঞ্চায়েতের আগে তলানিতে ঠেকা ভাবমূর্তি ফেরাতে এক মেরুতে কালীঘাট, ক্যামাক স্ট্রিট

author img

By

Published : Aug 21, 2022, 6:40 PM IST

তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি (Restore TMC Image) ফেরাতে তৎপর মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ আর তাই সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে ব্লক স্তরের নেতা ও কর্মীদের সঙ্গে বৈঠক করতে চলেছেন তাঁরা (TMC Netaji Indore Meeting) ৷

Restore TMC Image Mamata Banerjee and Abhishek Banerjee Will Meet With Workers in September
Restore TMC Image Mamata Banerjee and Abhishek Banerjee Will Meet With Workers in September

কলকাতা, 21 অগস্ট: পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে, তৃণমূল কংগ্রেসের ঘর গোছানোর প্রক্রিয়া ততই জোরালো হচ্ছে ৷ সূত্রের খবর, শুদ্ধিকরণে একদিকে জোর দেওয়া হচ্ছে (Restore TMC Image), অন্যদিকে, নতুন গ্রহণযোগ্য মুখ তুলে আনার চেষ্টাও চলছে তৃণমূলে ৷ মূলত দু’টো চ্যালেঞ্জকেই সামনে রেখে এখন এগোতে চাইছেন মমতা-অভিষেক ৷

তৃণমূল সূত্রে খবর, ঘাসফুল শিবিরের ভিতরে মতপার্থক্য যতই থাকুক ৷ এই মুহূর্তে কালীঘাট থেকে ক্যামাক স্ট্রিট একটাই স্লোগান, উলটে দেখুন পালটে গেছে ৷ যতদূর খবর, সেপ্টেম্বরের শুরু থেকেই সাংগঠনিক রদবদল এবং তৃণমূলের নেতাদের সঙ্গে শীর্ষ নেতৃত্বের বৈঠক অন্য মাত্রা পেতে চলেছে ৷ প্রসঙ্গত, এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি পার্থ চট্টোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগে অনেকটাই তলানীতে ৷ তৃণমূল সূত্রে খবর, এই অবস্থায় তৃণমূল শীর্ষনেতৃত্ব চায় না দুর্নীতির সঙ্গে জড়িতদের প্রশ্রয় দিয়ে, পদস্খলনের পথকে আরও সুনিশ্চিত করতে ৷ বরং, মতপার্থক্য থাকলেও তৃণমূল সুপ্রিমো (Mamata Banerjee) এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক উভয়েই চাইছেন দুর্নীতিমুক্ত একটা প্রশাসন এবং দুর্নীতিমুক্ত একটা দল তৈরি হোক ৷

আর সেই লক্ষ্যেই এবার তৃণমূলের কর্মী ও নেতাদের সঙ্গে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ এখনও পর্যন্ত যা সূচি রয়েছে, তাতে আগামী 7 সেপ্টেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বুথ স্তরের নেতাকর্মীদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Netaji Indore Meeting) ৷ আর সেই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও থাকবেন, তা বলার অপেক্ষা রাখে না ৷ তৃণমূল সূত্রের খবর, জেলা ধরে নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে নিজস্ব স্তরে সার্ভে করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee Will Meet With Workers in September) ৷ আর তার ভিত্তিতে ব্লক স্তরের নেতৃত্বকে বেছে নিচ্ছেন তিনি ৷ বেশ কয়েকটি জেলার নেতৃত্বের সঙ্গে বৈঠক করেও ফেলেছেন তিনি ৷ তার পরেই চিকিৎসার জন্য দুবাই গিয়েছেন এবং আপাতত সেই কাজে সাময়িক বিরতি দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷

আরও পড়ুন: দক্ষিণের পর উত্তর, আবার তৃণমূলের নামে হোর্ডিং, আবারও বিতর্ক

তবে মনে করা হচ্ছে, চলতি মাসের শেষে ব্লক ধরে সব জেলার মহিলা এবং যুব নেতৃত্বের একটি তালিকা প্রকাশ করবে তৃণমূল ৷ তৃণমূল তৈরি হওয়ার পর একদম নিচের স্তর থেকে এ ধরনের রদবদল প্রথমবার হতে চলেছে । এক্ষেত্রে তৃণমূলে 100% সময় দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এখনও পর্যন্ত যা খবর, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বুথ স্তরের কর্মী সম্মেলন পশ্চিমবঙ্গের রাজনীতিতে শাসকদলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ৷

আরও পড়ুন: 9 ও 10 সেপ্টেম্বর আলিপুরদুয়ার সফরে যাচ্ছেন অভিষেক

তৃণমূল সূত্রে খবর, প্রাথমিকভাবে যা ঠিক করা হয়েছে তাতে 7 সেপ্টেম্বর এই সম্মেলন হওয়ার কথা ৷ কিন্তু, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিন সময় নাও দিতে পারেন ৷ তাই এই বৈঠকের দিন পিছতেও পারে ৷ তবে, সেপ্টেম্বরের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহের মধ্যেই এই সম্মেলন করবে তৃণমূল, তা নিশ্চিত ৷ সেক্ষেত্রে তৃণমূলকে কালিমামুক্ত করতে ভোকাল টনিক দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সঙ্গে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

আগামী 17 সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো দিয়ে রাজ্যে উৎসবের মরশুম শুরু হয়ে যাবে ৷ তাই তৃণমূল শীর্ষনেতৃত্বের তরফে 15 সেপ্টেম্বরের আগে এই সম্মেলন শেষ করার চেষ্টা চলছে ৷ উল্লেখ্য, ইদানিং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একাধিক রাজনৈতিক সমাবেশে গিয়ে বলতে শোনা গিয়েছে, ‘‘রাজ্যের মানুষ যেভাবে তৃণমূল কংগ্রেসকে দেখতে চায়, আগামী 6 মাসের মধ্যে সেভাবেই তৃণমূল তৈরি হবে ৷’’ এখন দেখার এই সম্মেলনেই সেই পরিবর্তিত তৃণমূলের দিকনির্দেশ দেওয়া হয় কিনা ৷

কলকাতা, 21 অগস্ট: পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে, তৃণমূল কংগ্রেসের ঘর গোছানোর প্রক্রিয়া ততই জোরালো হচ্ছে ৷ সূত্রের খবর, শুদ্ধিকরণে একদিকে জোর দেওয়া হচ্ছে (Restore TMC Image), অন্যদিকে, নতুন গ্রহণযোগ্য মুখ তুলে আনার চেষ্টাও চলছে তৃণমূলে ৷ মূলত দু’টো চ্যালেঞ্জকেই সামনে রেখে এখন এগোতে চাইছেন মমতা-অভিষেক ৷

তৃণমূল সূত্রে খবর, ঘাসফুল শিবিরের ভিতরে মতপার্থক্য যতই থাকুক ৷ এই মুহূর্তে কালীঘাট থেকে ক্যামাক স্ট্রিট একটাই স্লোগান, উলটে দেখুন পালটে গেছে ৷ যতদূর খবর, সেপ্টেম্বরের শুরু থেকেই সাংগঠনিক রদবদল এবং তৃণমূলের নেতাদের সঙ্গে শীর্ষ নেতৃত্বের বৈঠক অন্য মাত্রা পেতে চলেছে ৷ প্রসঙ্গত, এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি পার্থ চট্টোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগে অনেকটাই তলানীতে ৷ তৃণমূল সূত্রে খবর, এই অবস্থায় তৃণমূল শীর্ষনেতৃত্ব চায় না দুর্নীতির সঙ্গে জড়িতদের প্রশ্রয় দিয়ে, পদস্খলনের পথকে আরও সুনিশ্চিত করতে ৷ বরং, মতপার্থক্য থাকলেও তৃণমূল সুপ্রিমো (Mamata Banerjee) এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক উভয়েই চাইছেন দুর্নীতিমুক্ত একটা প্রশাসন এবং দুর্নীতিমুক্ত একটা দল তৈরি হোক ৷

আর সেই লক্ষ্যেই এবার তৃণমূলের কর্মী ও নেতাদের সঙ্গে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ এখনও পর্যন্ত যা সূচি রয়েছে, তাতে আগামী 7 সেপ্টেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বুথ স্তরের নেতাকর্মীদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Netaji Indore Meeting) ৷ আর সেই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও থাকবেন, তা বলার অপেক্ষা রাখে না ৷ তৃণমূল সূত্রের খবর, জেলা ধরে নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে নিজস্ব স্তরে সার্ভে করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee Will Meet With Workers in September) ৷ আর তার ভিত্তিতে ব্লক স্তরের নেতৃত্বকে বেছে নিচ্ছেন তিনি ৷ বেশ কয়েকটি জেলার নেতৃত্বের সঙ্গে বৈঠক করেও ফেলেছেন তিনি ৷ তার পরেই চিকিৎসার জন্য দুবাই গিয়েছেন এবং আপাতত সেই কাজে সাময়িক বিরতি দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷

আরও পড়ুন: দক্ষিণের পর উত্তর, আবার তৃণমূলের নামে হোর্ডিং, আবারও বিতর্ক

তবে মনে করা হচ্ছে, চলতি মাসের শেষে ব্লক ধরে সব জেলার মহিলা এবং যুব নেতৃত্বের একটি তালিকা প্রকাশ করবে তৃণমূল ৷ তৃণমূল তৈরি হওয়ার পর একদম নিচের স্তর থেকে এ ধরনের রদবদল প্রথমবার হতে চলেছে । এক্ষেত্রে তৃণমূলে 100% সময় দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এখনও পর্যন্ত যা খবর, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বুথ স্তরের কর্মী সম্মেলন পশ্চিমবঙ্গের রাজনীতিতে শাসকদলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ৷

আরও পড়ুন: 9 ও 10 সেপ্টেম্বর আলিপুরদুয়ার সফরে যাচ্ছেন অভিষেক

তৃণমূল সূত্রে খবর, প্রাথমিকভাবে যা ঠিক করা হয়েছে তাতে 7 সেপ্টেম্বর এই সম্মেলন হওয়ার কথা ৷ কিন্তু, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিন সময় নাও দিতে পারেন ৷ তাই এই বৈঠকের দিন পিছতেও পারে ৷ তবে, সেপ্টেম্বরের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহের মধ্যেই এই সম্মেলন করবে তৃণমূল, তা নিশ্চিত ৷ সেক্ষেত্রে তৃণমূলকে কালিমামুক্ত করতে ভোকাল টনিক দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সঙ্গে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

আগামী 17 সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো দিয়ে রাজ্যে উৎসবের মরশুম শুরু হয়ে যাবে ৷ তাই তৃণমূল শীর্ষনেতৃত্বের তরফে 15 সেপ্টেম্বরের আগে এই সম্মেলন শেষ করার চেষ্টা চলছে ৷ উল্লেখ্য, ইদানিং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একাধিক রাজনৈতিক সমাবেশে গিয়ে বলতে শোনা গিয়েছে, ‘‘রাজ্যের মানুষ যেভাবে তৃণমূল কংগ্রেসকে দেখতে চায়, আগামী 6 মাসের মধ্যে সেভাবেই তৃণমূল তৈরি হবে ৷’’ এখন দেখার এই সম্মেলনেই সেই পরিবর্তিত তৃণমূলের দিকনির্দেশ দেওয়া হয় কিনা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.