ETV Bharat / city

ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ক্লার্ক ও জেনেরাল অফিসার নিয়োগ

স্পোর্স কোটায় ক্লার্ক ও জেনেরাল অফিসার নিয়োগ করবে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। মোট 28টি পদে কর্মী নিয়োগ করা হবে ।

চাকরি
চাকরির খবর
author img

By

Published : Aug 15, 2020, 7:00 AM IST

স্পোর্স কোটায় ক্লার্ক ও জেনেরাল অফিসার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া । দুটি পদের জন্য মোট শূন্য আসন রয়েছে 28টি । আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন ৷ এই পদে আবেদনের জন্য প্রয়োজনীয় তথ্য নিচে দেওয়া হল...

আসন সংখ্যা :

মোট শূন্য আসন রয়েছে 28টি।

শিক্ষাগত যোগ্যতা :

জেনেরাল অফিসার পদের জন্য আবেদকারীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

এই পদের জন্য আবেদনকারীকে অলেম্পিক্স/ওয়ার্ল চ্যাম্পিয়নশিপ/ওয়ার্ল্ড কাপ/এশিয়ান গেমস/কমন ওয়েল্থ/ যুব অলেম্পিক্স/ এশিয়ান চ্যাম্পিয়ানশিপ জুনিয়র/ সাউথ এশিয়ান গেমসে খেলার অভিজ্ঞতা থাকতে হবে ।

ক্লার্ক পদের জন্য আবেদকারীকে ক্লাস টেনের যোগ্যতা থাকতে হবে ।

পাশাপাশি এই পদের জন্য ওয়ার্ল্ড পুলিশ অ্যান্ড ফায়ার গেমস/ন্যাশনাল গেমস/ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ/ফ্যাডারেশন কাপ ন্যাশনাল/অল ইন্ডিয়া ইন্টার স্টেট চ্যাম্পিয়নশিপ/অল ইন্ডিয়া ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্ট/ন্যাশনাল স্কুল গেমস/খেলো ইন্ডিয়ায় খেলার অভিজ্ঞতা থাকতে হবে ।

বিস্তারিত জানতে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে (www.bankofindia.co.in) গিয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে নজর রাখুন ৷

বয়সসীমা : এই পদের জন্য পয়লা সেপ্টেম্বর, 2020-র মধ্যে আবেদনকারীর সর্বনিম্ন বয়স 18 ও সর্বোচ্চ বয়স 25 হতে হবে।

আবেদনের প্রক্রিয়া :

আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল সাইটে (www.bankofindia.co.in) গিয়ে আবেদন জমা দিতে হবে । অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে 16 অগাস্ট, 2020 পর্যন্ত । বিস্তারিত জানতে চোখ রাখুন অফিসিয়াল ওয়েবসাইটে ।

আবেদনের ফি :

এই পদ দুটির জন্য আবেদনের ফি লাগবে 200 টাকা । SC/ST/PWD-দের জন্য লাগবে 50 টাকা। অনলাইন পেমেন্টের মাধ্যমে ফি জমা দিতে হবে। বিস্তারিত জানতে চোখ রাখুন অফিসিয়াল ওয়েবসাইটে ।

গুরুত্বপূর্ণ তারিখ :

আবেদন পত্র জমা দেওয়া যাবে : 16.08.2020

চাকরির খবরটুকু শুধুমাত্র দেয় ETV ভারত বাংলা । এর বেশি কিছু নয় । প্রার্থীদের কাছে অনুরোধ, বিস্তারিত তথ্য জানতে পরীক্ষা সংক্রান্ত আসল সরকারি বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন ।

স্পোর্স কোটায় ক্লার্ক ও জেনেরাল অফিসার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া । দুটি পদের জন্য মোট শূন্য আসন রয়েছে 28টি । আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন ৷ এই পদে আবেদনের জন্য প্রয়োজনীয় তথ্য নিচে দেওয়া হল...

আসন সংখ্যা :

মোট শূন্য আসন রয়েছে 28টি।

শিক্ষাগত যোগ্যতা :

জেনেরাল অফিসার পদের জন্য আবেদকারীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

এই পদের জন্য আবেদনকারীকে অলেম্পিক্স/ওয়ার্ল চ্যাম্পিয়নশিপ/ওয়ার্ল্ড কাপ/এশিয়ান গেমস/কমন ওয়েল্থ/ যুব অলেম্পিক্স/ এশিয়ান চ্যাম্পিয়ানশিপ জুনিয়র/ সাউথ এশিয়ান গেমসে খেলার অভিজ্ঞতা থাকতে হবে ।

ক্লার্ক পদের জন্য আবেদকারীকে ক্লাস টেনের যোগ্যতা থাকতে হবে ।

পাশাপাশি এই পদের জন্য ওয়ার্ল্ড পুলিশ অ্যান্ড ফায়ার গেমস/ন্যাশনাল গেমস/ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ/ফ্যাডারেশন কাপ ন্যাশনাল/অল ইন্ডিয়া ইন্টার স্টেট চ্যাম্পিয়নশিপ/অল ইন্ডিয়া ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্ট/ন্যাশনাল স্কুল গেমস/খেলো ইন্ডিয়ায় খেলার অভিজ্ঞতা থাকতে হবে ।

বিস্তারিত জানতে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে (www.bankofindia.co.in) গিয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে নজর রাখুন ৷

বয়সসীমা : এই পদের জন্য পয়লা সেপ্টেম্বর, 2020-র মধ্যে আবেদনকারীর সর্বনিম্ন বয়স 18 ও সর্বোচ্চ বয়স 25 হতে হবে।

আবেদনের প্রক্রিয়া :

আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল সাইটে (www.bankofindia.co.in) গিয়ে আবেদন জমা দিতে হবে । অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে 16 অগাস্ট, 2020 পর্যন্ত । বিস্তারিত জানতে চোখ রাখুন অফিসিয়াল ওয়েবসাইটে ।

আবেদনের ফি :

এই পদ দুটির জন্য আবেদনের ফি লাগবে 200 টাকা । SC/ST/PWD-দের জন্য লাগবে 50 টাকা। অনলাইন পেমেন্টের মাধ্যমে ফি জমা দিতে হবে। বিস্তারিত জানতে চোখ রাখুন অফিসিয়াল ওয়েবসাইটে ।

গুরুত্বপূর্ণ তারিখ :

আবেদন পত্র জমা দেওয়া যাবে : 16.08.2020

চাকরির খবরটুকু শুধুমাত্র দেয় ETV ভারত বাংলা । এর বেশি কিছু নয় । প্রার্থীদের কাছে অনুরোধ, বিস্তারিত তথ্য জানতে পরীক্ষা সংক্রান্ত আসল সরকারি বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.