ETV Bharat / city

Recruitment in Colleges : 3 বছর পর এবার কলেজে অধ্যক্ষ পদে নিয়োগ - পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন

তিন বছর পর আবার অধ্যক্ষ নিয়োগ করবে রাজ্য উচ্চ শিক্ষা দফতর । পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানানো হয়েছে (Recruitment in Colleges)। 10 জুন পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে ।

Recruitment in Colleges for principal post
Recruitment in Colleges
author img

By

Published : May 11, 2022, 1:54 PM IST

কলকাতা, 11 মে : স্কুলে শিক্ষক নিয়োগের পর এবার কলেজেও শুরু হতে চলেছে নিয়োগ প্রক্রিয়া । পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানানো হয়েছে । সরকার নিয়ন্ত্রিত কলেজগুলোতে নিয়োগ করা হবে অধ্যক্ষ পদে । তিন বছর পর আবার অধ্যক্ষ নিয়োগ করবে রাজ্য উচ্চ শিক্ষা দফতর । রাজ্যের একাধিক সরকারি কলেজে অধ্যক্ষ পদ দীর্ঘদিন ধরে ফাঁকা পড়ে রয়েছে । তাই এবার সেই ফাঁকা পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে তৎপর হল উচ্চ শিক্ষা দফতর (Recruitment in Colleges for principal post)।

প্রসঙ্গত, 2019 সালে শেষবার অধ্যক্ষ পদে নিয়োগ করা হয়েছিল । এরপর আবার তিন বছর পর রাজ্য সরকার নিয়ন্ত্রিত কলেজগুলোতে প্রিন্সিপাল নিয়োগ করা হবে । সেই মতো শুরু হয়েছে অনলাইনে আবেদনপত্র তোলা ও জমা দেওয়ার কাজ । আবেদনপত্র পূরণ করে জমা দেওয়ার সময় দেওয়া হয়েছে একমাস । অর্থাৎ 10 জুন পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে ।

জানা গিয়েছে, এবছর নিয়োগ প্রক্রিয়ায় বেশ কিছুটা রদবদলও করা হয়েছে । এর আগে আবেদনকারীর শিক্ষা জীবনের সমস্ত ফলাফলের উপরই নিয়োগ প্রক্রিয়া অনেকটা নির্ভর করত । তবে ইউজিসির (UGC) নিয়ম মেনে এই বছর থেকে আবেদনকারীর পিএইচডির রিসার্চ স্কোরের উপর অনেকটা গুরুত্ব দেওয়া হবে । 40 থেকে 55 বছর বয়স যাঁদের, তাঁরা কলেজে অধ্যক্ষর পদের জন্য আবেদন করতে পারবেন । যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় কিংবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তরে কমপক্ষে 56 শতাংশ নম্বর, পিএইচডি ডিগ্রি-সহ অ্যাসোসিয়েট প্রফেসর অথবা প্রফেসর পদে অন্তত 15 বছর পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে । জেনারেল ক্যাটেগরিতে আবেদন ফি 5 হাজার টাকা ।

আরও পড়ুন : SSC to Start Recruitment in State : 6 বছর পর ফের এসএসসি‘র মাধ্যমে শিক্ষক নিয়োগ রাজ্যে

বর্তমানে কলেজ সার্ভিস কমিশন-এর মাধ্যমে রাজ্যের কলেজগুলিতে সহকারি অধ্যাপক নিয়োগ চলছে । এরপরেই শুরু হবে কলেজে অধ্যক্ষ নিয়োগের কাজ । সূত্রের খবর, বর্তমানে রাজ্যের প্রায় 75 থেকে 80টি সরকারি কলেজে অধ্যক্ষ পদ শূন্য হয়ে পড়ে রয়েছে । এই বিষয়টি নিয়ে সম্প্রতি উচ্চ শিক্ষা দফতরের সঙ্গে একটি বৈঠকও করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । আর তারপরেই এই নিয়োগ প্রক্রিয়ার ঘোষণা করা হল ।

কলকাতা, 11 মে : স্কুলে শিক্ষক নিয়োগের পর এবার কলেজেও শুরু হতে চলেছে নিয়োগ প্রক্রিয়া । পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানানো হয়েছে । সরকার নিয়ন্ত্রিত কলেজগুলোতে নিয়োগ করা হবে অধ্যক্ষ পদে । তিন বছর পর আবার অধ্যক্ষ নিয়োগ করবে রাজ্য উচ্চ শিক্ষা দফতর । রাজ্যের একাধিক সরকারি কলেজে অধ্যক্ষ পদ দীর্ঘদিন ধরে ফাঁকা পড়ে রয়েছে । তাই এবার সেই ফাঁকা পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে তৎপর হল উচ্চ শিক্ষা দফতর (Recruitment in Colleges for principal post)।

প্রসঙ্গত, 2019 সালে শেষবার অধ্যক্ষ পদে নিয়োগ করা হয়েছিল । এরপর আবার তিন বছর পর রাজ্য সরকার নিয়ন্ত্রিত কলেজগুলোতে প্রিন্সিপাল নিয়োগ করা হবে । সেই মতো শুরু হয়েছে অনলাইনে আবেদনপত্র তোলা ও জমা দেওয়ার কাজ । আবেদনপত্র পূরণ করে জমা দেওয়ার সময় দেওয়া হয়েছে একমাস । অর্থাৎ 10 জুন পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে ।

জানা গিয়েছে, এবছর নিয়োগ প্রক্রিয়ায় বেশ কিছুটা রদবদলও করা হয়েছে । এর আগে আবেদনকারীর শিক্ষা জীবনের সমস্ত ফলাফলের উপরই নিয়োগ প্রক্রিয়া অনেকটা নির্ভর করত । তবে ইউজিসির (UGC) নিয়ম মেনে এই বছর থেকে আবেদনকারীর পিএইচডির রিসার্চ স্কোরের উপর অনেকটা গুরুত্ব দেওয়া হবে । 40 থেকে 55 বছর বয়স যাঁদের, তাঁরা কলেজে অধ্যক্ষর পদের জন্য আবেদন করতে পারবেন । যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় কিংবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তরে কমপক্ষে 56 শতাংশ নম্বর, পিএইচডি ডিগ্রি-সহ অ্যাসোসিয়েট প্রফেসর অথবা প্রফেসর পদে অন্তত 15 বছর পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে । জেনারেল ক্যাটেগরিতে আবেদন ফি 5 হাজার টাকা ।

আরও পড়ুন : SSC to Start Recruitment in State : 6 বছর পর ফের এসএসসি‘র মাধ্যমে শিক্ষক নিয়োগ রাজ্যে

বর্তমানে কলেজ সার্ভিস কমিশন-এর মাধ্যমে রাজ্যের কলেজগুলিতে সহকারি অধ্যাপক নিয়োগ চলছে । এরপরেই শুরু হবে কলেজে অধ্যক্ষ নিয়োগের কাজ । সূত্রের খবর, বর্তমানে রাজ্যের প্রায় 75 থেকে 80টি সরকারি কলেজে অধ্যক্ষ পদ শূন্য হয়ে পড়ে রয়েছে । এই বিষয়টি নিয়ে সম্প্রতি উচ্চ শিক্ষা দফতরের সঙ্গে একটি বৈঠকও করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । আর তারপরেই এই নিয়োগ প্রক্রিয়ার ঘোষণা করা হল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.