কলকাতা, 27 এপ্রিল : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কুর্তা, মিষ্টি পাঠানো নিয়ে এবার আসরে নামল কংগ্রেস । এই ইশুতে মমতা ব্যানার্জিকে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা রাজ বব্বর । তিনি প্রশ্ন করেন, কীভাবে মোদির কুর্তার মাপ জানলেন তৃণমূল সুপ্রিমো ?
অক্ষয় কুমারকে দেওয়া অরাজনৈতিক সাক্ষাৎকারে নরেন্দ্র মোদি জানিয়েছিলেন তাঁর সঙ্গে বিরোধীদের সুসম্পর্কের কথা । এই প্রসঙ্গেই তিনি বলেন, "মমতা দিদি আমাকে প্রতিবছর কুর্তা পাঠান । মিষ্টিও পাঠান ।" পরে জনসভা থেকে মমতা বলেছিলেন, "হ্যাঁ পাঠাই । এটাই সৌজন্য । রাজনীতি করার প্রয়োজন নেই ।" এবার এই ইশুতে চেপে ধরল কংগ্রেস । গতকাল কলকাতায় আসেন প্রবীণ কংগ্রেস নেতা রাজ বব্বর । তিনি বলেন, "বাংলায় দুটো জিনিস খুব বিখ্যাত । মিষ্টি ও কুর্তা । এখনও পর্যন্ত মমতাদিদি আমাদের কোনওটাই পাঠাননি । উনি একজনকেই এসব পাঠান । বুঝতেই পারছেন, উনি কুর্তার মাপটা জানেন । আগে অবশ্য আমরা প্রশ্ন তুলতাম, ওঁর (নরেন্দ্র মোদি) ছাতি কি আদৌ 56 ইঞ্চি ?"
নির্বাচন ঘোষণার পর থেকে মোদি-অমিত শাহ জুটি একাধিকবার বাংলায় প্রচারে এসেছেন । তাঁরা মমতার বিরুদ্ধে বারবার তোপ দেগেছেন । পালটা দিয়েছেন তৃণমূল সুপ্রিমোও । তিনি GST, নোটবাতিল ইশু তুলে BJP-কে গদি থেকে হটানোর ডাক দিয়েছেন । তার মাঝেই সামনে আসে মোদির সাক্ষাৎকার । সেখানে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী মমতা ব্যানার্জিকে ভুলে মমতাদিদির ভালোবাসা ফুটিয়ে তোলেন মোদি ।