কলকাতা, 25 জানুয়ারি : বিধানসভা ভোটের আগে রাজ্যে গোরু পাচারের ঘটনার তদন্তে কোমর বেঁধে নেমেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। ইতিমধ্যেই গোরু পাচারকাণ্ডে বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রকে দফায় দফায় জেরা করেছে সিবিআই। এবার সিবিআই দপ্তরে গোরু পাচারকাণ্ডে হাজিরা দিলেন রঘুনাথগঞ্জ থানার আইসি। সিবিআই সূত্রে জানা গিয়েছে, গোরু পাচারের তদন্তে নেমে তাদের কাছে রাজ্য সরকারের আমলা থেকে শুরু করে একাধিক পুলিশকর্মীর নামের তালিকা এসেছে।
এর আগে হুগলি জেলার ট্র্যাফিক ডিপার্টমেন্টের একজন ডিএসপি পদমর্যাদার পুলিশ আধিকারিককেও জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। সম্প্রতি দেখা গিয়েছিল, বিএসএফ-এর এক অ্যাসিস্ট্যান্ট কমান্ডারকে সিবিআই দপ্তরে ডেকে দীর্ঘক্ষণ জেরা করা হয়। তারপরেই সোমবার রঘুনাথগঞ্জ থানার আইসি-কে সিবিআই দপ্তরে হাজিরা দিতে দেখা গিয়েছে।
আরও পড়ুন: শ্যালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ
সিবিআই সূত্রের খবর, এই পুলিশকর্মী যখন রঘুনাথগঞ্জে ছিলেন সেই সময় সীমান্তবর্তী এলাকা দিয়ে একাধিকবার বেআইনিভাবে গোরু পাচার হয়েছে। আর এই পুলিশকর্মী গোটা ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন বলে অভিযোগ। ফলে, তাঁকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন সিবিআই-এর গোয়েন্দারা। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, তাঁকে জিজ্ঞাসাবাদ করে একাধিক প্রভাবশালীর নামও পেতে পারেন তাঁরা।