কলকাতা, 12 অক্টোবর: অন্য বছরের মতো না হলেও একটু একটু করে ব্যস্ততা বাড়ছে কুমোরটুলির । পটুয়া পাড়ায় এখন চলছে শেষ তুলির টান । চালচিত্র আর গয়নায় সেজে উঠছেন উমা । দিন কয়েকের মধ্যে শুরু হয়ে যাবে চূড়ান্ত ব্যস্ততা । অতীত অভিজ্ঞতা বলছে, এই সময়টায় কুমোরটুলি চত্বরে দেখা দেয় ব্যাপক যানজট । কোরোনা পরিস্থিতিতে সেই যানজট এড়াতে এবার নির্দিষ্ট ট্রাফিক নিয়ম চালু করল কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ ।
আজ এই নিয়ে নির্দেশিকা জারি করেছেন কলকাতার পুলিশ কমিশনার । সেখানে বলা হয়েছে, কুমোরটুলি লাগোয়া রবীন্দ্র সরণিতে পৌঁছাতে হলে পুজো উদ্যোক্তাদের যেতে হবে রাজা নবকৃষ্ণ স্ট্রিট বা অরবিন্দ সরণি দিয়ে । কুমোরটুলিতে পৌঁছানো যেতে পারে মদনমোহন তলা, বাগবাজার স্ট্রিট এবং স্ট্র্যান্ড ব্যাঙ্ক রোড দিয়েও । 16 অক্টোবর দুপুর দুটো থেকে 22 অক্টোবর বিকাল 4টা পর্যন্ত এই নিয়ম লাগু থাকবে । এই সময় রাতের কলকাতাতেও পণ্যবাহী গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে স্ট্র্যান্ড রোড, নিমতলা ঘাট স্ট্রিট, বি কে পাল অ্যাভিনিউ, যতীন্দ্রমোহন অ্যাভিনিউ ও গিরীশ অ্যাভিনিউয়ের দিকে । তবে কলকাতা পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ওই চারদিন পণ্যবাহী গাড়ি প্রতিমা নিয়ে যাওয়ার কাজে সারাদিন শহর কলকাতায় চলাচল করতে পারবে ।
উত্তর কলকাতার বিস্তীর্ণ অংশকে যানজটমুক্ত করতে স্ট্যান্ড ব্যাঙ্ক রোড, শোভাবাজার স্ট্রিট, ডিসি ব্যানার্জি রোডে সমস্ত ধরনের পার্কিং নিষিদ্ধ করা হয়েছে । অন্যদিকে কালীঘাট থেকে যাঁরা প্রতিমা নিয়ে যান তাঁদের জন্য রয়েছে কিছু খুশির খবর । এই সময় দক্ষিণ থেকে উত্তরে যাওয়ার জন্য কালীঘাট রোড দিয়ে প্রতিমাবাহী গাড়ি ছাড়া অন্য কোনও গাড়ি ঢুকতে দেওয়া হবে না ।