কলকাতা, 13 মে : আগামী সপ্তাহ থেকেই শহরের পথে নামছে বেসরকারি বাস ও মিনিবাসগুলি । 18 মে-র পর থেকে কলকাতায় ফের চালু হবে বেসরকারি বাস ও মিনিবাস পরিষেবা । আজ পরিবহন দপ্তরের সঙ্গে বেসরকারি বাস সংগঠনগুলির বৈঠকের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয় ।
বেসরকারি বাসের ক্ষেত্রে প্রথম ধাপে ভাড়া হবে 25 টাকা । মিনিবাসের ক্ষেত্রে প্রথম ধাপে ভাড়া হবে 30 টাকা । বেসরকারি বাসগুলির ক্ষেত্রে তোলা যাবে মোট 20 জন যাত্রী । অন্যদিকে মিনিবাসের ক্ষেত্রে তোলা যাবে মোট 15 জন যাত্রী।
তবে কন্টেইনমেন্ট জ়োন থেকে যাত্রী তোলা বা নামানো যাবে না । সবরকম স্বাথ্য বিধি মেনেই চালাতে হবে বাস । আসন গ্রহণের ক্ষেত্রেও মানতে হবে সামাজিক দূরত্ব । এদিকে আজ থেকেই কলকাতার সীমিত কিছু রুটে চালু হয়েছে সরকারি বাস পরিষেবা । হাওড়া স্টেশন থেকে কামালগাজি, এসপ্ল্যানেড থেকে আমতা, হাওড়া স্টেশন থেকে নিউটাউন, ডানলপ থেকে বালিগঞ্জ, হাওড়া স্টেশন থেকে গড়িয়া, যাদবপুর থেকে করুণাময়ী, জোকা থেকে বারাসাত-সহ বেশ কয়েকটি রুটে আজ থেকে চালু হয়েছে সরকারি বাস পরিষেবা ।