কলকাতা, 7 অগস্ট : প্রথমে নিউটাউন, তারপর গড়ফা, আর এবার যাদবপুর ৷ ফের শহরে নীল ছবির ছায়া ৷ এক তরুণীর অভিযোগ, সিনেমা ও সিরিয়ালে কাজ পাইয়ে দেওয়ার নাম করে তাঁকে কিছু উত্তেজক ছবি তুলে পাঠাতে বলেন এক ব্যক্তি ৷ তরুণীর দাবি, অভিযুক্তের নাম অভিষেক দাস ৷ তিনি নিজেকে চলচ্চিত্র জগতের এক গণ্যমান্য ব্যক্তি বলে পরিচয় দেন ৷ তরুণী জানান, তাঁকে অভিষেক বলেন, সিনেমায় কাজ করতে হলে আগে নীল ছবিতে কাজ করতে হবে ৷ আর তাতে সুযোগ পেতে হলে আগে কিছু ছবি তুলে পাঠাতে হবে ৷ অভিষেকের এই প্রস্তাবে সন্দেহ হওয়াতেই শনিবার সকালে পুলিশের দ্বারস্থ হন ওই তরুণী ৷ যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি ৷
আরও পড়ুন : newtown porn case : নিউটাউনের পর্নকাণ্ডের সঙ্গে রাজ কুন্দ্রা পর্নোগ্রাফি কাণ্ডের কী যোগ রয়েছে ?
কলকাতা পুলিশের ডিসি (এসএসডি) রসিদ মুনির খান এই প্রসঙ্গে জানিয়েছেন, তরুণীর অভিযোগ যথেষ্ট গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে ৷ তাঁর সঙ্গে দফায় দফায় কথা বলছেন পুলিশ কর্মীরা ৷ তরুণীর কাছ থেকে অভিষেক দাস নামে ওই ব্যক্তির মোবাইল নম্বরও নিয়েছে পুলিশ ৷ সেই নম্বর ধরে তাঁর খোঁজ চালানো হচ্ছে ৷ তবে এখনও পর্যন্ত অভিযুক্তের নাগাল পাওয়া যায়নি ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, তিনি যাদবপুরেরই বাপুজিনগর এলাকার বাসিন্দা ৷
আরও পড়ুন : Newtown Pornography : নিউটাউন পর্ন কাণ্ডে চুঁচুড়া থেকে গ্রেফতার ক্যামেরাম্যান
পর্ন কাণ্ডে ইতিমধ্য়েই উত্তাল গোটা দেশ ৷ নীল ছবি বানানোর অভিযোগে মুম্বই পুলিশের জালে ধরা পড়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা-সহ আরও অনেকে ৷ এই আবহে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাতেও পড়েছে নীল ছবির ছায়া ৷ নীল ছবি তৈরির অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে ৷ এর আগে নিউটাউন ও গরফা থানা এলাকায় এমন ঘটনা ঘটেছে ৷ এবার তার সঙ্গে জড়িয়ে গেল যাদবপুরের নামও ৷ তবে ওই তরুণী সত্যি বলছেন কিনা, নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে, তাও খতিয়ে দেখছে পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷