ETV Bharat / city

SSC-র নবম থেকে দ্বাদশের ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের অবস্থানে বসতে দিল না পুলিশ

author img

By

Published : Nov 18, 2020, 2:09 PM IST

গত বছর 27 ফেব্রুয়ারি প্রেস ক্লাবের সামনে প্রথমে অবস্থান ও তারপর অনশন শুরু করেন স্কুল সার্ভিস কমিশনের নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীরা । 29 দিন ধরে চলে সেই অনশন ।

ছবি
ছবি

কলকাতা, ১৮ নভেম্বর: SSC-র নবম থেকে দ্বাদশের ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের অবস্থান-বিক্ষোভে বসতে দিল না পুলিশ ৷ পূর্ব পরিকল্পনা অনুযায়ী, ধর্মতলার মেয়ো রোডে গান্ধি মূর্তির পাদদেশে অবস্থান-বিক্ষোভে অংশ নেওয়ার জন্য উপস্থিত হন বিক্ষোভকারীরা ৷ সেই সময় তাঁদের আটক করে তুলে নিয়ে যায় পুলিশ ।

গত বছর 27 ফেব্রুয়ারি প্রেস ক্লাবের সামনে প্রথমে অবস্থান ও তারপর অনশন শুরু করেন স্কুল সার্ভিস কমিশনের নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীরা । 29 দিন ধরে চলে সেই অনশন । শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর আশ্বাসে অনশন-আন্দোলন প্রত্যাহার করেছিলেন চাকরিপ্রার্থীরা । কিন্তু বছর ঘুরে গেলেও তাঁদের কেউ নিয়োগপত্র হাতে পাননি বলে অভিযোগ । এই অবস্থায় ফের আন্দোলনের সিদ্ধান্ত নিলেন তাঁরা ।

SSC-র নবম থেকে দ্বাদশের ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের অবস্থানে বসতে দিল না পুলিশ

আজ সকাল 10টা থেকে মেয়ো রোডে গান্ধি মূর্তির পাদদেশে 24 ঘণ্টার জন্য শান্তিপূর্ণ অবস্থান করার পরিকল্পনা করেছিলেন তাঁরা । তাঁদের দাবি ছিল, মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী নবম থেকে দ্বাদশ স্তরে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের নিয়োগ করতে হবে । সেই মতো আজ সকাল থেকেই ধর্মতলায় এসে উপস্থিত হন তাঁরা । কিন্তু ধর্মতলায় আসার সঙ্গে সঙ্গেই পুলিশ তাঁদের আটক করে তুলে নিয়ে চলে যায় ।

কলকাতা, ১৮ নভেম্বর: SSC-র নবম থেকে দ্বাদশের ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের অবস্থান-বিক্ষোভে বসতে দিল না পুলিশ ৷ পূর্ব পরিকল্পনা অনুযায়ী, ধর্মতলার মেয়ো রোডে গান্ধি মূর্তির পাদদেশে অবস্থান-বিক্ষোভে অংশ নেওয়ার জন্য উপস্থিত হন বিক্ষোভকারীরা ৷ সেই সময় তাঁদের আটক করে তুলে নিয়ে যায় পুলিশ ।

গত বছর 27 ফেব্রুয়ারি প্রেস ক্লাবের সামনে প্রথমে অবস্থান ও তারপর অনশন শুরু করেন স্কুল সার্ভিস কমিশনের নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীরা । 29 দিন ধরে চলে সেই অনশন । শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর আশ্বাসে অনশন-আন্দোলন প্রত্যাহার করেছিলেন চাকরিপ্রার্থীরা । কিন্তু বছর ঘুরে গেলেও তাঁদের কেউ নিয়োগপত্র হাতে পাননি বলে অভিযোগ । এই অবস্থায় ফের আন্দোলনের সিদ্ধান্ত নিলেন তাঁরা ।

SSC-র নবম থেকে দ্বাদশের ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের অবস্থানে বসতে দিল না পুলিশ

আজ সকাল 10টা থেকে মেয়ো রোডে গান্ধি মূর্তির পাদদেশে 24 ঘণ্টার জন্য শান্তিপূর্ণ অবস্থান করার পরিকল্পনা করেছিলেন তাঁরা । তাঁদের দাবি ছিল, মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী নবম থেকে দ্বাদশ স্তরে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের নিয়োগ করতে হবে । সেই মতো আজ সকাল থেকেই ধর্মতলায় এসে উপস্থিত হন তাঁরা । কিন্তু ধর্মতলায় আসার সঙ্গে সঙ্গেই পুলিশ তাঁদের আটক করে তুলে নিয়ে চলে যায় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.