কলকাতা, 27 ডিসেম্বর : বিধাননগরে তরুণীর শ্লীলতাহানির অভিযোগে চার্জশিট পেশ করল বিধাননগর উত্তর থানার পুলিশ (Charge Sheet in Bidhannagar Molestation) ৷ ঘটনার 16 দিনের মাথায় এই চার্জশিট পেশ করা হল ৷ তাতে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার ও এএসআই-এর নাম রয়েছে বলে দাবি সূত্রের ৷ অভিযুক্তরা দু’জনেই বিধাননগর ট্র্যাফিক পুলিশে কর্মরত ৷ এছাড়াও, ওই চার্জশিটে মোট 22 জন সাক্ষীর নাম উল্লেখ করা হয়েছে ৷ আগামী 3 জানুয়ারি বিধাননগর মহকুমা আদালতে এই মামলার শুনানি হবে ৷
আরও পড়ুন : Bidhannagar Molestation Case : শ্লীলতাহানি কাণ্ডে অভিযুক্ত এএসআই ও সিভিক ভলেন্টিয়ারের পুলিশি হেফাজত
গত 11 ডিসেম্বর রাতে আসানসোলের বাসিন্দা এক তরুণী বিধাননগরের করুণাময়ী বাস টার্মিনাসের কাছে দাঁড়িয়ে ছিলেন ৷ তাঁর দাবি, বাড়ি ফেরার জন্য কোনও গাড়ি পাচ্ছিলেন না তিনি ৷ সেই সময়েই বাইকে সওয়ার এক পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ারের কাছে সাহায্য চান ওই তরুণী ৷ তাঁরা মেয়েটিকে গন্তব্যে ছেড়ে দেবেন বলে প্রতিশ্রুতি দেন ৷ কিন্তু, এরপরই সাহায্যপ্রার্থীকে বাইপাস লাগোয়া একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ ৷
আরও পড়ুন : আগামী দিনেও মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ব, বললেন সাহসী নীলাঞ্জনা
ঘটনার পর ওই তরুণী স্থানীয় কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ৷ পরে কসবা থানার পুলিশ এই মামলাটি বিধাননগর উত্তর থানায় স্থানান্তরিত করে দেয় ৷ তদন্তে নেমে অভিযুক্ত এএসআই সন্দীপকুমার পাল এবং সিভিক ভলান্টিয়ার অভিষেক মালাকারকে গ্রেফতার করে পুলিশ ৷ পরে এসিপি পদমর্যাদার একজন মহিলা আধিকারিককে ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয় ৷