ETV Bharat / city

উৎসবের দিনে কিছু স্টেশনে লোকাল ট্রেন পরিষেবা বন্ধের দাবি - লোকাল ট্রেন

উৎসবের দিনগুলিতে বড় কয়েকটি স্টেশনে ট্রেন পরিষেবা বন্ধ রাখা হোক ৷ এই আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করতে চলেছেন অজয় কুমার দে ৷

ছবি
ছবি
author img

By

Published : Nov 9, 2020, 1:58 PM IST

কলকাতা, 9 নভেম্বর : প্রতিটি উৎসবেই কয়েকটি বিশেষ স্টেশনে লোকাল ট্রেন বন্ধ রাখার আর্জি জানাতে চলেছেন অজয় কুমার দে ৷ বিষয়টি নিয়ে তিনি হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করবেন ৷

একই সঙ্গে তিনি ইস্টার্ন রেলের জেনেরাল ম্যানেজার ও রাজ্যের কাছেও আবেদন জানিয়েছেন যাতে শুধু কালীপুজো নয় , অন্যান্য উৎসবের দিনগুলিতেও কয়েকটি বড় স্টেশনে লোকাল ট্রেন থামানো না হয় ।

আরও পড়ুন : কালীপুজো থেকে বড়দিন, উৎসবে নিষেধাজ্ঞায় করা মামলা গ্রহণ হাইকোর্টের

রাজ্যের সংক্রমণের সংখ্যা প্রতিদিন বাড়ছে ৷ তাই জনস্বার্থের কথা মাথায় রেখে রাজ্যের এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত বলে তিনি জানিয়েছেন । অজয়বাবু বলেন, কলকাতা হাইকোর্ট উৎসবের দিনগুলোতে COVID-19 প্রতিরোধে ভিড় নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছে । ঠিক তারপরই রাজ্য সরকার ও রেল যৌথ বৈঠকে লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে । বুধবার থেকে লোকাল ট্রেন চালানো হবে । এই পরিস্থিতিতে কালীপুজোর সময় অর্থাৎ 14 থেকে 19 নভেম্বর বারাসাত, মধ্যমগ্রাম ও রামপুরহাট স্টেশনে যাতে কোনও ট্রেন না দাঁড়ায় সেই ব্যবস্থা করা হোক ।

আরও পড়ুন :জগদ্ধাত্রী ও কালীপুজোতেও বিধিনিষেধ আরোপ হোক, হাইকোর্টে জনস্বার্থ মামলা

পাশাপাশি কার্তিক পুজোর সময় অর্থাৎ 16 ও 17 নভেম্বর চুচুঁড়া ও বাঁশবেড়িয়া স্টেশন এবং জগদ্ধাত্রী পুজোর সময় 20 থেকে 25 নভেম্বর চুচুঁড়া, চন্দননগর, মানকুন্ডু, ভাদ্রেস্বর, ও কৃষ্ণনগরের মতো স্টেশনে ট্রেন পরিষেবা বন্ধ রাখা হোক । এছাড়াও, অন্যান্য স্টেশন যেখানে 10 কিলোমিটারের মধ্যে ভিড় বা জমায়েতের সম্ভাবনা রয়েছে সেই সমস্ত স্টেশনগুলিতে লোকাল ট্রেন পরিষেবা বন্ধ রাখা হোক । আজ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে তিনি আবেদন জানাবেন ৷ যাতে বিষয়টি আগামীকাল শোনা হয় । এর আগে অজয়বাবুর দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতেই কলকাতা হাইকোর্ট প্রথমে রাজ্যের দুর্গাপুজা মণ্ডপগুলোতে দর্শক প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করে পরে কালীপুজো ,কার্তিক পুজো ও জগদ্ধাত্রী পুজোর ক্ষেত্রেও একই নির্দেশ আরোপ করা হয় ।

কলকাতা, 9 নভেম্বর : প্রতিটি উৎসবেই কয়েকটি বিশেষ স্টেশনে লোকাল ট্রেন বন্ধ রাখার আর্জি জানাতে চলেছেন অজয় কুমার দে ৷ বিষয়টি নিয়ে তিনি হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করবেন ৷

একই সঙ্গে তিনি ইস্টার্ন রেলের জেনেরাল ম্যানেজার ও রাজ্যের কাছেও আবেদন জানিয়েছেন যাতে শুধু কালীপুজো নয় , অন্যান্য উৎসবের দিনগুলিতেও কয়েকটি বড় স্টেশনে লোকাল ট্রেন থামানো না হয় ।

আরও পড়ুন : কালীপুজো থেকে বড়দিন, উৎসবে নিষেধাজ্ঞায় করা মামলা গ্রহণ হাইকোর্টের

রাজ্যের সংক্রমণের সংখ্যা প্রতিদিন বাড়ছে ৷ তাই জনস্বার্থের কথা মাথায় রেখে রাজ্যের এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত বলে তিনি জানিয়েছেন । অজয়বাবু বলেন, কলকাতা হাইকোর্ট উৎসবের দিনগুলোতে COVID-19 প্রতিরোধে ভিড় নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছে । ঠিক তারপরই রাজ্য সরকার ও রেল যৌথ বৈঠকে লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে । বুধবার থেকে লোকাল ট্রেন চালানো হবে । এই পরিস্থিতিতে কালীপুজোর সময় অর্থাৎ 14 থেকে 19 নভেম্বর বারাসাত, মধ্যমগ্রাম ও রামপুরহাট স্টেশনে যাতে কোনও ট্রেন না দাঁড়ায় সেই ব্যবস্থা করা হোক ।

আরও পড়ুন :জগদ্ধাত্রী ও কালীপুজোতেও বিধিনিষেধ আরোপ হোক, হাইকোর্টে জনস্বার্থ মামলা

পাশাপাশি কার্তিক পুজোর সময় অর্থাৎ 16 ও 17 নভেম্বর চুচুঁড়া ও বাঁশবেড়িয়া স্টেশন এবং জগদ্ধাত্রী পুজোর সময় 20 থেকে 25 নভেম্বর চুচুঁড়া, চন্দননগর, মানকুন্ডু, ভাদ্রেস্বর, ও কৃষ্ণনগরের মতো স্টেশনে ট্রেন পরিষেবা বন্ধ রাখা হোক । এছাড়াও, অন্যান্য স্টেশন যেখানে 10 কিলোমিটারের মধ্যে ভিড় বা জমায়েতের সম্ভাবনা রয়েছে সেই সমস্ত স্টেশনগুলিতে লোকাল ট্রেন পরিষেবা বন্ধ রাখা হোক । আজ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে তিনি আবেদন জানাবেন ৷ যাতে বিষয়টি আগামীকাল শোনা হয় । এর আগে অজয়বাবুর দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতেই কলকাতা হাইকোর্ট প্রথমে রাজ্যের দুর্গাপুজা মণ্ডপগুলোতে দর্শক প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করে পরে কালীপুজো ,কার্তিক পুজো ও জগদ্ধাত্রী পুজোর ক্ষেত্রেও একই নির্দেশ আরোপ করা হয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.