ETV Bharat / city

লকডাউনের আগে শহরের রাস্তায় মানুষের ভিড় - বাস

কোরোনা রুখতে লকডাউনের সিদ্ধান্ত গ্রহণ করা হলেও আজ সকালে রাস্তায় মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতোই ৷ ট্রেন ও মেট্রো পরিষেবা বন্ধ থাকায় অল্প কয়েকটি বাসেই উপচে পড়া ভিড় যাত্রীদের ৷

kolkata roads before lockdown
রাস্তায় মানুষের ভিড়
author img

By

Published : Mar 23, 2020, 1:08 PM IST

কলকাতা, 23 মার্চ: কোরোনা সংক্রমণ রুখতে আজ বিকেল থেকে টানা চারদিন কলকাতা সহ গোটা রাজ্যকে লকডাউন ঘোষণা করা হয়েছে । মূলত জমায়েত রোখার উদ্দেশ্যেই এই লকডাউনের সিদ্ধান্ত । তবে আজ সকালেও যথেষ্ট ভিড় চোখে পড়ে শহরে ৷ ফলে লকডাউনের আগে সকাল থেকে কলকাতার রাস্তাঘাটের যে চিত্র নজরে এল তাতে স্বাভাবিকভাবেই প্রশ্ন ঘরবন্দী করার উদ্দেশ্য কি সফল হবে?

সোমবারের চেনা চিত্রটা আজ রাস্তায় দেখা যায়নি । সপ্তাহের শুরুর দিনটিতে সাধারণত রাস্তায় বিপুল পরিমাণে বাস-গাড়ির দেখা মেলে । রাস্তায় যানজট অবধারিত থাকে । সেই সঙ্গে রাস্তায় প্রচুর পরিমাণে মানুষের জমায়েত থাকে । সেই পরিমাণ ভিড় না থাকলেও ভিড় ছিল রাস্তায় ৷

জমায়েত যাতে না হয় সেই উদ্দেশে প্রতিটি রাজ্যে লক-ডাউন করার সিদ্ধান্ত প্রশ্নের মুখে পড়েছে একসঙ্গে এত মানুষের একসঙ্গে জমায়েতে ৷ অত্যাবশ্যক পণ্যের দোকান খোলা রাখার নির্দেশ থাকলেও রাস্তায় বেরোনো জনতা আজ বিকেলের আগেই প্রয়োজনীয় সমস্ত সামগ্রী কিনে রাখতে চাইছেন ৷ ফলে সংক্রমণ রোখার পরিকল্পনা প্রশ্নের মুখে পড়েছে ৷

কলকাতার রাস্তাগুলিতে রোজকার মতোই দেখা গেল ভিড়

আজ বিকেল পর্যন্ত যান চলাচলে নিষেধাজ্ঞা না থাকায় রাস্তায় চলছে অটো থেকে বাস সব । অন্য দিনের তুলনায় বেসরকারি বাসের পরিমাণ নিতান্ত কম । বেসরকারি বাস কম থাকায় প্রতিটি বাসে মানুষের ভিড় চোখে পড়ার মতো । রাস্তায় গাড়ি তো চলছেই । লক-ডাউনের আগে যতটা সম্ভব নিজেদের কাজ মেটাতে রাস্তাতে বেরিয়ে পড়েছেন বহু মানুষ ।

কলকাতা, 23 মার্চ: কোরোনা সংক্রমণ রুখতে আজ বিকেল থেকে টানা চারদিন কলকাতা সহ গোটা রাজ্যকে লকডাউন ঘোষণা করা হয়েছে । মূলত জমায়েত রোখার উদ্দেশ্যেই এই লকডাউনের সিদ্ধান্ত । তবে আজ সকালেও যথেষ্ট ভিড় চোখে পড়ে শহরে ৷ ফলে লকডাউনের আগে সকাল থেকে কলকাতার রাস্তাঘাটের যে চিত্র নজরে এল তাতে স্বাভাবিকভাবেই প্রশ্ন ঘরবন্দী করার উদ্দেশ্য কি সফল হবে?

সোমবারের চেনা চিত্রটা আজ রাস্তায় দেখা যায়নি । সপ্তাহের শুরুর দিনটিতে সাধারণত রাস্তায় বিপুল পরিমাণে বাস-গাড়ির দেখা মেলে । রাস্তায় যানজট অবধারিত থাকে । সেই সঙ্গে রাস্তায় প্রচুর পরিমাণে মানুষের জমায়েত থাকে । সেই পরিমাণ ভিড় না থাকলেও ভিড় ছিল রাস্তায় ৷

জমায়েত যাতে না হয় সেই উদ্দেশে প্রতিটি রাজ্যে লক-ডাউন করার সিদ্ধান্ত প্রশ্নের মুখে পড়েছে একসঙ্গে এত মানুষের একসঙ্গে জমায়েতে ৷ অত্যাবশ্যক পণ্যের দোকান খোলা রাখার নির্দেশ থাকলেও রাস্তায় বেরোনো জনতা আজ বিকেলের আগেই প্রয়োজনীয় সমস্ত সামগ্রী কিনে রাখতে চাইছেন ৷ ফলে সংক্রমণ রোখার পরিকল্পনা প্রশ্নের মুখে পড়েছে ৷

কলকাতার রাস্তাগুলিতে রোজকার মতোই দেখা গেল ভিড়

আজ বিকেল পর্যন্ত যান চলাচলে নিষেধাজ্ঞা না থাকায় রাস্তায় চলছে অটো থেকে বাস সব । অন্য দিনের তুলনায় বেসরকারি বাসের পরিমাণ নিতান্ত কম । বেসরকারি বাস কম থাকায় প্রতিটি বাসে মানুষের ভিড় চোখে পড়ার মতো । রাস্তায় গাড়ি তো চলছেই । লক-ডাউনের আগে যতটা সম্ভব নিজেদের কাজ মেটাতে রাস্তাতে বেরিয়ে পড়েছেন বহু মানুষ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.