কলকাতা, 27 জুলাই: 4 দিন পর আজ থেকে ফের শহরে শুরু হল কোভ্যাকসিনের (Covaxin) টিকাকরণ । কোভ্যাকসিন না-থাকায় গত সপ্তাহের শুক্রবার থেকে শহরে বন্ধ ছিল টিকা দেওয়ার কাজ । আজ সকাল থেকেই কলকাতা পৌর নিগমের (KMC) টিকা কেন্দ্রগুলোতে ছিল মানুষের উপচে পড়া ভিড় । ভোর থেকেই মানুষ লাইনে দাঁড়িয়েছেন কোভ্যাকসিনের টিকা নেওয়ার জন্য ।
গত চারদিন টিকা না-থাকায় মানুষ আতঙ্কিত ও দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিল । অনেকেই টিকার জন্য খোঁজ করেছেন স্বাস্থ্যকেন্দ্রে । টিকা নেওয়ার নির্দিষ্ট দিন অতিক্রম হয়ে যাওয়াতে দুশ্চিন্তা বেড়েছে দ্বিতীয় ডোজের টিকাপ্রাপকদের । কলকাতা পৌর নিগমের সিদ্ধান্ত, এখন শুধুমাত্র কোভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া হবে ।
কলকাতা পৌর নিগমের 39টি স্বাস্থ্যকেন্দ্র থেকে করোনা টিকা কোভ্যাকসিন দেওয়া হচ্ছে । এই মুহূর্তে কোভ্যাকসিনের দ্বিতীয় ডোজ পাওয়ার অপেক্ষায় রয়েছেন 1 লক্ষ 88 হাজার মানুষ । গতকাল রাতে কেন্দ্রীয় সরকার কোভ্যাকসিন পাঠিয়েছে । এরপরে কলকাতা পৌরনিগম জানিয়ে দেয়, আজ থেকে শহরের 39টি স্বাস্থ্যকেন্দ্র থেকে কোভ্যাকসিনের টিকা দেওয়া হবে । গত চারদিন টিকা বন্ধ থাকার ফলে বহু মানুষের দ্বিতীয় ডোজ দেওয়ার নির্ধারিত তারিখ পেরিয়ে গিয়েছে ৷ তাই পরিস্থিতি সামাল দিতে কলকাতা পৌর নিগমের কোভ্যাকসিন টিকার স্বাস্থ্যকেন্দ্র গুলোতে যত টিকা দেওয়া হত, তার থেকে দ্বিগুণ পরিমাণে টিকা দেওয়া হবে ।
আরও পড়ুন: কোভ্যাকসিনের অনুমোদন পেতে অবিলম্বে পদক্ষেপ করুন, মোদিকে চিঠি মমতার
ভবানীপুরের 70 নম্বর ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্রের বাইরে দীর্ঘ লাইন । কোভ্যাকসিনের টিকা নেওয়ার জন্য মানুষ সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে । এই ওয়ার্ডের স্থানীয় ওয়ার্ড কো-অর্ডিনেটর অসীম বসু জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার টিকা পাঠানো বন্ধ করে দেওয়া দিয়েছিল । ফলে গত সপ্তাহের শুক্রবার থেকে কোভ্যাকসিনের টিকাকরণ বন্ধ ছিল । এর ফলে মানুষ দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল । আজ থেকে টিকাকরণ শুরু হয়েছে, তাই সকাল থেকেই মানুষ স্বাস্থ্যকেন্দ্রমুখী হয়েছে । তিনি জানিয়েছেন, কোভ্যাকসিনের টিকা পর্যাপ্ত সংখ্যায় আসছে না । তাই সরকারি নির্দেশ অনুযায়ী শুধুমাত্র কোভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া হবে ।
আরও পড়ুন: জরুরি ভিত্তিতে কোভ্যাকসিন ব্যবহারের তথ্য খতিয়ে দেখছে বিশ্বস্বাস্থ্য সংস্থা
সাধারণ মানুষ বলছেন, গত চারদিন ধরে দুশ্চিন্তায় কাটিয়েছেন । অনেকে বহুবার গিয়ে টিকা না-পেয়ে ফেরত চলে গিয়েছেন । 120 দিনের মধ্যে দ্বিতীয় ডোজ নেওয়া না-হলে ফের টিকা নিতে হতে পারে, এই নিয়ে দুশ্চিন্তায় ছিলেন অনেকেই । আজ থেকে টিকা দেওয়া হচ্ছে - এই খবর পেয়ে ভোর থেকেই লাইনে দাঁড়িয়েছেন টিকাপ্রাপকরা ।