ETV Bharat / city

পিয়ারলেসের ড্র, ইস্টবেঙ্গলে আশার আলো

author img

By

Published : Sep 14, 2019, 9:32 PM IST

Updated : Sep 15, 2019, 7:05 AM IST

বারসাত স্টেডিয়ামে ক্যালকাটা কাস্টমসের বিরুদ্ধে পিছিয়ে থেকেও 2-2 গোলে ড্র করল পিয়ারলেস ।

ইস্টবেঙ্গল

কলকাতা, 14 সেপ্টেম্বর : রং বদলের কলকাতা লিগে নতুন পরিবর্তন । বারসাত স্টেডিয়ামে ক্যালকাটা কাস্টমসের বিরুদ্ধে পিছিয়ে থেকেও 2-2 গোলে ড্র করল পিয়ারলেস । জোড়া গোল করেন ক্রোমা । লাইবেরিয়ান স্ট্রাইকারের দুরন্ত ফুটবল সত্ত্বেও পিয়ারলেস শিবিরে আশাভঙ্গের কালো মেঘ । তাই বলা যায় জহর দাসের স্বপ্নে বড় ধাক্কা দিলেন বিশ্বজিৎ ভট্টাচার্য । ক্রোমার জোড়া গোলের পাশাপাশি কাস্টমসের হয়ে জোড়া গোল করে নজর কাড়লেন স্ট্যানলি । এদিনের ড্র'র পর 7 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে লিগ শীর্ষেই থাকল পিয়ারলেস ।

ম্যাচের প্রথমার্ধেই স্ট্যানলির গোলে এগিয়ে যায় ক্যালকাটা কাস্টমস । ম্যাচের 25 মিনিটে গোল করেন তিনি । তবে ম্যাচের প্রথম সুযোগ অবশ্য পিয়ারলেস পেয়েছিল । ডানদিক থেকে বল ধরে এগিয়ে দ্বিতীয় পোস্টে বল জালে পাঠাতে গিয়ে বাইরে মারেন ক্রোমা । খানিকক্ষণের মধ্যে কাস্টমস সুযোগ পায়, শট বাঁচান পিয়ারলেস গোলরক্ষক ।

প্রথমার্ধের শেষে ফের সুযোগ পান ক্রোমা । তাঁর শট বাঁচান কাস্টমস গোলরক্ষক । এসময় কাস্টমসের হয়ে স্ট্যানলি নজর কাড়েন । অন্যদিকে পিয়ারলেসের জিতেন মুর্মুরা বারবার আক্রমণ করলেও গোলের মুখ খুলতে পারেননি । গোলমুখে ব্যর্থতা ও কাস্টমস ডিফেন্স এবং গোলরক্ষকের সামনে পিয়ারলেস আটকে যায় ।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝড় তোলে পিয়ারলেস । 50 মিনিটে ফের ক্রোমার শট বারে লাগে । এরপর 66 মিনিটে ক্রোমাই পিয়ারলেসের হয়ে গোল করে ম্যাচে সমতা আনেন । কিন্তু তা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি পিয়ারলেস । 68 মিনিটেই জিতেন মুর্মুর ভুলকে কাজে লাগিয়ে গোল করে ফের কাস্টমসকে এগিয়ে দেন স্ট্যানলি ।

ম্যাচের 88 মিনিটে ক্রোমাকেই বক্সের মধ্যে ফাউল করেন কাস্টমস । পেনাল্টি পায় পিয়ারলেস । সুযোগ কাজে লাগিয়ে পেনাল্টি থেকে গোল করে 2-2 করেন ক্রোমা । ম্যাচের একদম শেষ মুহূর্তে ক্রোমা আরও একটা সুযোগ থেকে গোল করলেও তা অফসাইডের কারণে বাতিল হয় ।

পিয়ারলেস আটকে যেতেই লিগ টেবিলের অঙ্ক বদলে যায় । এখন ইস্টবেঙ্গল ও ভবানীপুরের কাছে সুযোগ চলে এল । সোমবার দুই দল কল্যাণীর মাঠে ফের মুখোমুখি হবে ।
বারসাতে পিয়ারলেসের ড্র করার খবরে উজ্জীবিত মহমেডান । আট নম্বর ম্যাচে তারা BSS কে 1-০ গোলে হারাল । পরিবর্ত হিসেবে মাঠে নেমে ম্যাচের নায়ক আর্থার কোয়েসি । বৃষ্টি না হলেও অসমান বাউন্স দুই দলের কাছেই ভালো ফুটবলের অন্তরায় ছিল । ফলে ছন্নছাড়া ম্যাচে প্রাপ্তি মহমেডানের আর্থার কোয়েসির গোল । মহমেডানের টেকনিকাল ডিরেক্টর দীপেন্দু বিশ্বাস বলেছেন, কঠিন হলেও তাঁদের সামনে লিগ জয়ের সুযোগ রয়েছে । তাই শেষ চেষ্টা চালিয়ে যাবেন ।

পিয়ারলেসের ড্রয়ে সুবিধা হয়েছে ইস্টবেঙ্গলের । তারা এই মুহূর্তে 7 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে বসে আছে । পরের সবকটি ম্যাচ জিতলে ও পিয়ারলেস-ভবানীপুর পয়েন্ট খোলালে লিগ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে ইস্টবেঙ্গলের ।

কলকাতা, 14 সেপ্টেম্বর : রং বদলের কলকাতা লিগে নতুন পরিবর্তন । বারসাত স্টেডিয়ামে ক্যালকাটা কাস্টমসের বিরুদ্ধে পিছিয়ে থেকেও 2-2 গোলে ড্র করল পিয়ারলেস । জোড়া গোল করেন ক্রোমা । লাইবেরিয়ান স্ট্রাইকারের দুরন্ত ফুটবল সত্ত্বেও পিয়ারলেস শিবিরে আশাভঙ্গের কালো মেঘ । তাই বলা যায় জহর দাসের স্বপ্নে বড় ধাক্কা দিলেন বিশ্বজিৎ ভট্টাচার্য । ক্রোমার জোড়া গোলের পাশাপাশি কাস্টমসের হয়ে জোড়া গোল করে নজর কাড়লেন স্ট্যানলি । এদিনের ড্র'র পর 7 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে লিগ শীর্ষেই থাকল পিয়ারলেস ।

ম্যাচের প্রথমার্ধেই স্ট্যানলির গোলে এগিয়ে যায় ক্যালকাটা কাস্টমস । ম্যাচের 25 মিনিটে গোল করেন তিনি । তবে ম্যাচের প্রথম সুযোগ অবশ্য পিয়ারলেস পেয়েছিল । ডানদিক থেকে বল ধরে এগিয়ে দ্বিতীয় পোস্টে বল জালে পাঠাতে গিয়ে বাইরে মারেন ক্রোমা । খানিকক্ষণের মধ্যে কাস্টমস সুযোগ পায়, শট বাঁচান পিয়ারলেস গোলরক্ষক ।

প্রথমার্ধের শেষে ফের সুযোগ পান ক্রোমা । তাঁর শট বাঁচান কাস্টমস গোলরক্ষক । এসময় কাস্টমসের হয়ে স্ট্যানলি নজর কাড়েন । অন্যদিকে পিয়ারলেসের জিতেন মুর্মুরা বারবার আক্রমণ করলেও গোলের মুখ খুলতে পারেননি । গোলমুখে ব্যর্থতা ও কাস্টমস ডিফেন্স এবং গোলরক্ষকের সামনে পিয়ারলেস আটকে যায় ।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝড় তোলে পিয়ারলেস । 50 মিনিটে ফের ক্রোমার শট বারে লাগে । এরপর 66 মিনিটে ক্রোমাই পিয়ারলেসের হয়ে গোল করে ম্যাচে সমতা আনেন । কিন্তু তা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি পিয়ারলেস । 68 মিনিটেই জিতেন মুর্মুর ভুলকে কাজে লাগিয়ে গোল করে ফের কাস্টমসকে এগিয়ে দেন স্ট্যানলি ।

ম্যাচের 88 মিনিটে ক্রোমাকেই বক্সের মধ্যে ফাউল করেন কাস্টমস । পেনাল্টি পায় পিয়ারলেস । সুযোগ কাজে লাগিয়ে পেনাল্টি থেকে গোল করে 2-2 করেন ক্রোমা । ম্যাচের একদম শেষ মুহূর্তে ক্রোমা আরও একটা সুযোগ থেকে গোল করলেও তা অফসাইডের কারণে বাতিল হয় ।

পিয়ারলেস আটকে যেতেই লিগ টেবিলের অঙ্ক বদলে যায় । এখন ইস্টবেঙ্গল ও ভবানীপুরের কাছে সুযোগ চলে এল । সোমবার দুই দল কল্যাণীর মাঠে ফের মুখোমুখি হবে ।
বারসাতে পিয়ারলেসের ড্র করার খবরে উজ্জীবিত মহমেডান । আট নম্বর ম্যাচে তারা BSS কে 1-০ গোলে হারাল । পরিবর্ত হিসেবে মাঠে নেমে ম্যাচের নায়ক আর্থার কোয়েসি । বৃষ্টি না হলেও অসমান বাউন্স দুই দলের কাছেই ভালো ফুটবলের অন্তরায় ছিল । ফলে ছন্নছাড়া ম্যাচে প্রাপ্তি মহমেডানের আর্থার কোয়েসির গোল । মহমেডানের টেকনিকাল ডিরেক্টর দীপেন্দু বিশ্বাস বলেছেন, কঠিন হলেও তাঁদের সামনে লিগ জয়ের সুযোগ রয়েছে । তাই শেষ চেষ্টা চালিয়ে যাবেন ।

পিয়ারলেসের ড্রয়ে সুবিধা হয়েছে ইস্টবেঙ্গলের । তারা এই মুহূর্তে 7 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে বসে আছে । পরের সবকটি ম্যাচ জিতলে ও পিয়ারলেস-ভবানীপুর পয়েন্ট খোলালে লিগ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে ইস্টবেঙ্গলের ।

Intro:রং বদলের কলকাতা লিগে নতুন পরিবর্তন। বারসাত স্টেডিয়ামে ক্যালকাটা কাস্টমসের বিরুদ্ধে পিছিয়ে থেকেও ২-২ গোলে ড্র করল পিয়ারলেস। জোড়া গোল করেন ক্রোমা। লাইবেরিয়ান স্ট্রাইকারের দুরন্ত ফুটবল সত্ত্বেও পিয়ারলেসের খেতাবি দৌড়ে মসৃন রানে আশা ভঙ্গের কালো মেঘ। তাই বলা যায় জহর দাসের স্বপ্নে বড় ধাক্কা দিলেন রাজীব দে। ক্রোমার জোড়া গোলের পাশাপাশি কাস্টমসের হয়ে জোড়া গোল করে নজর কাড়লেন কাস্টমসের স্ট্যানলি। এদিনের ড্র'র পর ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষেই থাকল পিয়ারলেস।

এদিন ম্যাচের প্রথমার্ধেই স্ট্যানলির গোলে এগিয়ে যায় ক্যালকাটা কাস্টমস। ম্যাচের ২৫ মিনিটে গোল করেন তিনি। তবে ম্যাচের প্রথম সুযোগ অবশ্য পিয়ারলেস পেয়েছিল। ডানদিক থেকে বল ধরে এগিয়ে দ্বিতীয় পোস্টে বল জালে পাঠাতে গিয়ে বাইরে মারেন ক্রোমা। খানিকক্ষণের মধ্যে কাস্টমস সুযোগ পায়, শট বাঁচান পিয়ারলেস গোলরক্ষক।

প্রথমার্ধের শেষে ফের সুযোগ পান ক্রোমা। তাঁর শট বাঁচান কাস্টমস গোলরক্ষক। এসময় কাস্টমসের হয়ে স্ট্যানলি নজর কাড়েন। অন্যদিকে পিয়ারলেসের জিতেন মুর্মুরা বারবার আক্রমণ করলেও গোলের মুখ খুলতে পারেননি। গোলমুখে ব্যর্থতা ও কাস্টমস ডিফেন্স এবং গোলরক্ষকের সামনে পিয়ারলেস আটকে যায়।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝড় তোলে পিয়ারলেস। ৫০ মিনিটে ফের ক্রোমার শট বারে লাগে। এরপর ৬৬ মিনিটে ক্রোমাই পিয়ারলেসের হয়ে গোল করে ম্যাচে সমতা আনেন। কিন্তু তা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি পিয়ারলেস। ৬৮ মিনিটেই জিতেন মুর্মুর ভুলকে কাজে লাগিয়ে গোল করে ফের কাস্টমসকে এগিয়ে দেন স্ট্যানলি।

ম্যাচের ৮৮ মিনিটে ক্রোমাকেই বক্সের মধ্যে ফাউল করেন কাস্টমস । পেনাল্টি পায় পিয়ারলেস। সুযোগটাকে কাজে লাগিয়ে পেনাল্টি থেকে গোল করে ২-২ সমতা করেন ক্রোমাই। ম্যাচের একদম শেষ মুহুর্তে আবার ক্রোমা আবার একটা সুযোগ থেকে গোল করলেও তা অফসাইডের কারণে বাতিল হয়।
পিয়ারলেস আটকে যেতেই লিগ টেবিলের অঙ্ক বদলে যায়। এখন ইস্টবেঙ্গল ও ভবানীপুরের কাছে সুযোগ চলে এল। সোমবার দুই দল কল্যানীর মাঠে ফের মুখোমুখি হবে।
বারসাতে পিয়ারলেসের ড্র করার খবরে উজ্জীবিত মহমেডান। আট নম্বর ম্যাচে তারা বিএসএস কে ১—০ গোলে হারাল। পরিবর্ত হিসেবে মাঠে নেমে ম্যাচের নায়ক আর্থার কোয়েসি। বৃষ্টি না হলেও অসমান বাউন্স দুই দলের কাছেই ভালো ফুটবলের অন্তরায় ছিল। ফলে ছন্নছাড়া ম্যাচে প্রাপ্তি মহমেডানের আর্থার কোয়েসির গোল। মহমেডানের টেকনিক্যাল ডিরেক্টর দীপেন্দু বিশ্বাস বলেছেন কঠিন হলেও তাদের সামনে সুযোগ অল্প হলেও রয়েছে। তাই শেষ চেষ্টা চালিয়ে যাবেন।Body:MsConclusion:
Last Updated : Sep 15, 2019, 7:05 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.