কলকাতা, 14 সেপ্টেম্বর : রং বদলের কলকাতা লিগে নতুন পরিবর্তন । বারসাত স্টেডিয়ামে ক্যালকাটা কাস্টমসের বিরুদ্ধে পিছিয়ে থেকেও 2-2 গোলে ড্র করল পিয়ারলেস । জোড়া গোল করেন ক্রোমা । লাইবেরিয়ান স্ট্রাইকারের দুরন্ত ফুটবল সত্ত্বেও পিয়ারলেস শিবিরে আশাভঙ্গের কালো মেঘ । তাই বলা যায় জহর দাসের স্বপ্নে বড় ধাক্কা দিলেন বিশ্বজিৎ ভট্টাচার্য । ক্রোমার জোড়া গোলের পাশাপাশি কাস্টমসের হয়ে জোড়া গোল করে নজর কাড়লেন স্ট্যানলি । এদিনের ড্র'র পর 7 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে লিগ শীর্ষেই থাকল পিয়ারলেস ।
ম্যাচের প্রথমার্ধেই স্ট্যানলির গোলে এগিয়ে যায় ক্যালকাটা কাস্টমস । ম্যাচের 25 মিনিটে গোল করেন তিনি । তবে ম্যাচের প্রথম সুযোগ অবশ্য পিয়ারলেস পেয়েছিল । ডানদিক থেকে বল ধরে এগিয়ে দ্বিতীয় পোস্টে বল জালে পাঠাতে গিয়ে বাইরে মারেন ক্রোমা । খানিকক্ষণের মধ্যে কাস্টমস সুযোগ পায়, শট বাঁচান পিয়ারলেস গোলরক্ষক ।
প্রথমার্ধের শেষে ফের সুযোগ পান ক্রোমা । তাঁর শট বাঁচান কাস্টমস গোলরক্ষক । এসময় কাস্টমসের হয়ে স্ট্যানলি নজর কাড়েন । অন্যদিকে পিয়ারলেসের জিতেন মুর্মুরা বারবার আক্রমণ করলেও গোলের মুখ খুলতে পারেননি । গোলমুখে ব্যর্থতা ও কাস্টমস ডিফেন্স এবং গোলরক্ষকের সামনে পিয়ারলেস আটকে যায় ।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝড় তোলে পিয়ারলেস । 50 মিনিটে ফের ক্রোমার শট বারে লাগে । এরপর 66 মিনিটে ক্রোমাই পিয়ারলেসের হয়ে গোল করে ম্যাচে সমতা আনেন । কিন্তু তা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি পিয়ারলেস । 68 মিনিটেই জিতেন মুর্মুর ভুলকে কাজে লাগিয়ে গোল করে ফের কাস্টমসকে এগিয়ে দেন স্ট্যানলি ।
ম্যাচের 88 মিনিটে ক্রোমাকেই বক্সের মধ্যে ফাউল করেন কাস্টমস । পেনাল্টি পায় পিয়ারলেস । সুযোগ কাজে লাগিয়ে পেনাল্টি থেকে গোল করে 2-2 করেন ক্রোমা । ম্যাচের একদম শেষ মুহূর্তে ক্রোমা আরও একটা সুযোগ থেকে গোল করলেও তা অফসাইডের কারণে বাতিল হয় ।
পিয়ারলেস আটকে যেতেই লিগ টেবিলের অঙ্ক বদলে যায় । এখন ইস্টবেঙ্গল ও ভবানীপুরের কাছে সুযোগ চলে এল । সোমবার দুই দল কল্যাণীর মাঠে ফের মুখোমুখি হবে ।
বারসাতে পিয়ারলেসের ড্র করার খবরে উজ্জীবিত মহমেডান । আট নম্বর ম্যাচে তারা BSS কে 1-০ গোলে হারাল । পরিবর্ত হিসেবে মাঠে নেমে ম্যাচের নায়ক আর্থার কোয়েসি । বৃষ্টি না হলেও অসমান বাউন্স দুই দলের কাছেই ভালো ফুটবলের অন্তরায় ছিল । ফলে ছন্নছাড়া ম্যাচে প্রাপ্তি মহমেডানের আর্থার কোয়েসির গোল । মহমেডানের টেকনিকাল ডিরেক্টর দীপেন্দু বিশ্বাস বলেছেন, কঠিন হলেও তাঁদের সামনে লিগ জয়ের সুযোগ রয়েছে । তাই শেষ চেষ্টা চালিয়ে যাবেন ।
পিয়ারলেসের ড্রয়ে সুবিধা হয়েছে ইস্টবেঙ্গলের । তারা এই মুহূর্তে 7 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে বসে আছে । পরের সবকটি ম্যাচ জিতলে ও পিয়ারলেস-ভবানীপুর পয়েন্ট খোলালে লিগ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে ইস্টবেঙ্গলের ।