ETV Bharat / city

জয় শ্রী রামের পালটা ভিক্টোরিয়ায় দেশাত্মবোধক গান! সৌজন্যে কলকাতা পুলিশ - কলকাতা পুলিশ

জয় শ্রী রাম স্লোগানের পালটা এ বার দেশাত্মবোধক গান! এ বার থেকে শনি ও রবিবার ভিক্টোরিয়ায় এই গানই বাজাবে কলকাতা পুলিশের ব্যান্ড। তবে এ জন্য ভিক্টোরিয়াকেই কেন বেছে নেওয়া হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

patriotic songs will be played by kolkata police band at victoria in every saturday and sunday
জয় শ্রী রাম স্লোগানের পালটা ভিক্টোরিয়ায় দেশাত্মবোধক গান! সৌজন্যে কলকাতা পুলিশ
author img

By

Published : Jan 31, 2021, 1:25 PM IST

কলকাতা, 31 জানুয়ারি: এ বার বাংলার সংস্কৃতি সম্পর্কে সাধারণ মানুষকে ওয়াকিবহাল করতে দেশাত্ববোধক গানে মিউজিক বাজাবে কলকাতা পুলিশের ব্যান্ড। তবে এত জায়গা থাকতে কেন ভিক্টোরিয়া মেমোরিয়ালকে বেছে নেওয়া হল, সে বিষয়ে প্রশ্ন উঠেছে। যদিও তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য,"মুখ্যমন্ত্রীকে দেখে যাঁরা জয় শ্রী রাম স্লোগন দেন, তাঁরা বাংলার সংস্কৃতি সম্পর্কে কিছু জানেন না। এটা বাংলার সংস্কৃতি নয়। বাংলার সংস্কৃতি এতে কলুষিত হচ্ছে। ফলে এই কলুষিত সংস্কৃতিকে গঙ্গা জল দিয়ে ধুয়ে সাফ করতেই এই উদ্যোগ।"
লালবাজার সূত্রের খবর, এ বার সপ্তাহের দু'দিন, শনি ও রবিবার ভিক্টোরিয়া মেমোরিয়ালে থাকবে কলকাতা পুলিশের ব্র্যান্ড। সেখানে দেশাত্ববোধক গান ও বাংলা গানের ব্যান্ডের পারফরম্যান্সে মন ছুঁয়ে যাবে সাধারণ মানুষের। কিন্তু এতেই প্রশ্ন উঠেছে শহরের এত স্থান থাকতে ভিক্টোরিয়াকেই কেন এ জন্য বাছা হল? এ বিষয়ে কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল (সদর)-কে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি৷ তবে এই বিষয়ে কলকাতা পুলিশেরই একাংশের অনুমান, সম্প্রতি ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজির জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত হয়েছিলেন। সেদিন ওই একই মঞ্চে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে সময় জয় শ্রী রাম শ্লোগান শুনে নিজের বক্তব্য থেকে বিরত থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় সরকারের তরফে একাধিকবার বলা হয় যে, যারা এই ভাবে নেতাজির জন্মদিনে মুখ্যমন্ত্রীকে দেখে জয় শ্রী রাম স্লোগান দেয়, তারা আর যাই হোক, তারা বাংলার সংস্কৃতি সম্পর্কে ওয়াকিবহাল নয়। তাই হয়তো এ বার সেই ভিক্টোরিয়াকেই বেছে নেওয়া হল।

আরও পড়ুন: আগামী মাসেই চালু হতে পারে নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো পরিষেবা

লালবাজার সূত্রে খবর, সপ্তাহের দু'দিন শনি ও রবিবার এ বার থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালে উপস্থিত থাকবে কলকাতা পুলিশের ব্যান্ড। বাজানো হবে গান। তবে দেশত্ববোধক গান। যদিও এই বিষয়ে নিজের নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক শীর্ষ আধিকারিক বলেন,"ভিক্টোরিয়াতে শনিবার ও রবিবার ভিড় হয়। তাই মানুষকে আনন্দ দেওয়ার জন্যই এই উদ্যোগ"। কিন্তু প্রশ্ন উঠেছে শহরে শনিবার ও রবিবার তো একাধিক প্রান্তেই ভিড় হয়। তা সত্বেও কেন ভিক্টোরিয়াকে বেছে নেওয়া হল? পুলিশ মহলের একাংশের মত, বাংলার সংস্কৃতি সম্পর্কে জাগ্রত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

কলকাতা, 31 জানুয়ারি: এ বার বাংলার সংস্কৃতি সম্পর্কে সাধারণ মানুষকে ওয়াকিবহাল করতে দেশাত্ববোধক গানে মিউজিক বাজাবে কলকাতা পুলিশের ব্যান্ড। তবে এত জায়গা থাকতে কেন ভিক্টোরিয়া মেমোরিয়ালকে বেছে নেওয়া হল, সে বিষয়ে প্রশ্ন উঠেছে। যদিও তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য,"মুখ্যমন্ত্রীকে দেখে যাঁরা জয় শ্রী রাম স্লোগন দেন, তাঁরা বাংলার সংস্কৃতি সম্পর্কে কিছু জানেন না। এটা বাংলার সংস্কৃতি নয়। বাংলার সংস্কৃতি এতে কলুষিত হচ্ছে। ফলে এই কলুষিত সংস্কৃতিকে গঙ্গা জল দিয়ে ধুয়ে সাফ করতেই এই উদ্যোগ।"
লালবাজার সূত্রের খবর, এ বার সপ্তাহের দু'দিন, শনি ও রবিবার ভিক্টোরিয়া মেমোরিয়ালে থাকবে কলকাতা পুলিশের ব্র্যান্ড। সেখানে দেশাত্ববোধক গান ও বাংলা গানের ব্যান্ডের পারফরম্যান্সে মন ছুঁয়ে যাবে সাধারণ মানুষের। কিন্তু এতেই প্রশ্ন উঠেছে শহরের এত স্থান থাকতে ভিক্টোরিয়াকেই কেন এ জন্য বাছা হল? এ বিষয়ে কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল (সদর)-কে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি৷ তবে এই বিষয়ে কলকাতা পুলিশেরই একাংশের অনুমান, সম্প্রতি ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজির জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত হয়েছিলেন। সেদিন ওই একই মঞ্চে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে সময় জয় শ্রী রাম শ্লোগান শুনে নিজের বক্তব্য থেকে বিরত থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় সরকারের তরফে একাধিকবার বলা হয় যে, যারা এই ভাবে নেতাজির জন্মদিনে মুখ্যমন্ত্রীকে দেখে জয় শ্রী রাম স্লোগান দেয়, তারা আর যাই হোক, তারা বাংলার সংস্কৃতি সম্পর্কে ওয়াকিবহাল নয়। তাই হয়তো এ বার সেই ভিক্টোরিয়াকেই বেছে নেওয়া হল।

আরও পড়ুন: আগামী মাসেই চালু হতে পারে নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো পরিষেবা

লালবাজার সূত্রে খবর, সপ্তাহের দু'দিন শনি ও রবিবার এ বার থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালে উপস্থিত থাকবে কলকাতা পুলিশের ব্যান্ড। বাজানো হবে গান। তবে দেশত্ববোধক গান। যদিও এই বিষয়ে নিজের নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক শীর্ষ আধিকারিক বলেন,"ভিক্টোরিয়াতে শনিবার ও রবিবার ভিড় হয়। তাই মানুষকে আনন্দ দেওয়ার জন্যই এই উদ্যোগ"। কিন্তু প্রশ্ন উঠেছে শহরে শনিবার ও রবিবার তো একাধিক প্রান্তেই ভিড় হয়। তা সত্বেও কেন ভিক্টোরিয়াকে বেছে নেওয়া হল? পুলিশ মহলের একাংশের মত, বাংলার সংস্কৃতি সম্পর্কে জাগ্রত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.