ETV Bharat / city

নির্বাচন কমিশনকে প্রভাবিত করছেন রাজ্যপাল : পার্থ চট্টোপাধ্যায়

কমিশনকে প্রথম থেকেই প্রভাবিত করছেন রাজ্যপাল । এটা করতে হবে , ওটা করতে হবে বলে সিদ্ধহস্ত হচ্ছেন তিনি । অভিযোগ তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের ।

Partha slams Governor
রাজ্যপালকে কটাক্ষ পার্থ চট্টোপাধ্যায়ের
author img

By

Published : Feb 29, 2020, 5:03 AM IST

কলকাতা, 29 ফেব্রুয়ারি : নির্বাচন কমিশনকে প্রভাবিত করছেন রাজ্যপাল জগদীপ ধনকড় । এমনই অভিযোগ তুললেন পার্থ চট্টোপাধ্যায় । তাঁর অভিযোগ, কমিশনকে প্রথম থেকেই প্রভাবিত করছেন রাজ্যপাল । এটা করতে হবে , ওটা করতে হবে বলে সিদ্ধহস্ত হচ্ছেন তিনি ।

আসন্ন পৌরসভা নির্বাচন । যা নিয়ে কয়েকদিন আগে রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড় । বৈঠক শেষে জানা যায়, নির্বাচন চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষার্থে বেশ কিছু নির্দেশ দিয়েছেন তিনি । তবে, কমিশনারের সঙ্গে রাজ্যপালের এই বৈঠক ভালোভাবে নেয়নি রাজ্যের শাসক দল । রাজ্যপালের উপর রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, বারবার বিতর্ক তৈরি করছেন‌ । ওঁর মাথা ঘামানোর কী দরকার ? রাজ্য নির্বাচন কমিশনারের উপর ওঁর বিশ্বাস থাকা উচিত । উনি প্রথম থেকেই প্রভাবিত করেছেন । প্রথম থেকেই সিদ্ধহস্ত হচ্ছেন, এটা করতে হবে, ওটা করতে হবে বলে । ওঁর সঙ্গে দেখা করে বলব, কেন এমন করছেন ?

এই প্রসঙ্গে রাজ্যপালকে কটাক্ষ তিনি আরও বলেন, যখন হবে তখন দেখা যাবে । ঘোড়া পালিয়ে যাওয়ার আগে বলছেন কেন । উনি ঘোড়া ধরতেও পারবেন না, বাঁধতেও পারবেন না । কেন এসব করছেন । সম্মানীয় ব্যক্তি, সম্মান নিয়ে থাকাই কাম্য ।

কী বললেন পার্থবাবু ? দেখুন ভিডিয়ো...

রাজ্যপাল প্রসঙ্গে কথা মন্তব্য করতে গিয়েই দিল্লির সাম্প্রতিক পরিস্থিতি উঠে এল তাঁর কথায় । বললেন, রাজ্যে গণতন্ত্র রয়েছে । সেটা আমরা দেখছি । সবাই সবরকম বলে যাচ্ছে, মুখ্যমন্ত্রী কিছুই বলছেন না । এরপরে আরও গণতন্ত্র চান । শুধুমাত্র রাজ্য সরকারকে বিব্রত করতে যদি রাজভবন ব্যবহৃত হয় তবে তা অত্যন্ত দুঃখের ।

কলকাতা, 29 ফেব্রুয়ারি : নির্বাচন কমিশনকে প্রভাবিত করছেন রাজ্যপাল জগদীপ ধনকড় । এমনই অভিযোগ তুললেন পার্থ চট্টোপাধ্যায় । তাঁর অভিযোগ, কমিশনকে প্রথম থেকেই প্রভাবিত করছেন রাজ্যপাল । এটা করতে হবে , ওটা করতে হবে বলে সিদ্ধহস্ত হচ্ছেন তিনি ।

আসন্ন পৌরসভা নির্বাচন । যা নিয়ে কয়েকদিন আগে রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড় । বৈঠক শেষে জানা যায়, নির্বাচন চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষার্থে বেশ কিছু নির্দেশ দিয়েছেন তিনি । তবে, কমিশনারের সঙ্গে রাজ্যপালের এই বৈঠক ভালোভাবে নেয়নি রাজ্যের শাসক দল । রাজ্যপালের উপর রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, বারবার বিতর্ক তৈরি করছেন‌ । ওঁর মাথা ঘামানোর কী দরকার ? রাজ্য নির্বাচন কমিশনারের উপর ওঁর বিশ্বাস থাকা উচিত । উনি প্রথম থেকেই প্রভাবিত করেছেন । প্রথম থেকেই সিদ্ধহস্ত হচ্ছেন, এটা করতে হবে, ওটা করতে হবে বলে । ওঁর সঙ্গে দেখা করে বলব, কেন এমন করছেন ?

এই প্রসঙ্গে রাজ্যপালকে কটাক্ষ তিনি আরও বলেন, যখন হবে তখন দেখা যাবে । ঘোড়া পালিয়ে যাওয়ার আগে বলছেন কেন । উনি ঘোড়া ধরতেও পারবেন না, বাঁধতেও পারবেন না । কেন এসব করছেন । সম্মানীয় ব্যক্তি, সম্মান নিয়ে থাকাই কাম্য ।

কী বললেন পার্থবাবু ? দেখুন ভিডিয়ো...

রাজ্যপাল প্রসঙ্গে কথা মন্তব্য করতে গিয়েই দিল্লির সাম্প্রতিক পরিস্থিতি উঠে এল তাঁর কথায় । বললেন, রাজ্যে গণতন্ত্র রয়েছে । সেটা আমরা দেখছি । সবাই সবরকম বলে যাচ্ছে, মুখ্যমন্ত্রী কিছুই বলছেন না । এরপরে আরও গণতন্ত্র চান । শুধুমাত্র রাজ্য সরকারকে বিব্রত করতে যদি রাজভবন ব্যবহৃত হয় তবে তা অত্যন্ত দুঃখের ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.