ETV Bharat / city

AIIMS Health Report of Partha: ওজন 111 কেজি, তাই কি এত সমস্যা পার্থর শরীরে ? কী বলছে ভুবনেশ্বর এইমসের রিপোর্ট

author img

By

Published : Jul 26, 2022, 11:15 AM IST

Updated : Jul 26, 2022, 5:47 PM IST

সাধারণ কিছু শারীরিক সমস্যা রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের ৷ এর বাইরে বিশেষ কোনও শারীরিক সমস্যা নেই তাঁর (Partha Chatterjee Suffering from Basic Chronical Illness Mention in Bhuvneshwar AIIMS Report) ৷ ভুবনেশ্বর এইমসের দেওয়া রিপোর্টে এমনটাই উল্লেখ করা হয়েছে ৷

partha-chatterjee-suffering-from-basic-chronical-illness-mention-in-bhuvneshwar-aiims-report
partha-chatterjee-suffering-from-basic-chronical-illness-mention-in-bhuvneshwar-aiims-report

কলকাতা, 26 জুলাই: কতটা অসুস্থ পার্থ চট্টোপাধ্যায় ? তা জানতে কলকাতার এসএসকেএম হাসপাতাল থেকে তাঁকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল ভুবনেশ্বর এইমসে ৷ তবে, সেখানকার চিকিৎসকদের মতে ক্রনিক কিছু সমস্যা রয়েছে এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) মামলায় গ্রেফতার হওয়া রাজ্যের মন্ত্রীর (Partha Chatterjee Suffering from Basic Chronical Illness Mention in Bhuvneshwar AIIMS Report) ৷ তবে, তা নিয়মিত ওষুধেই ঠিক হয়ে যাবে বলে ভুবনেশ্বর এইমসের চিকিৎসকরা জানিয়েছেন ৷ এ নিয়ে এইমসের চিকিৎসক আশুতোষ বিশ্বাস জানিয়েছেন, হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করানোর কোনও প্রয়োজন নেই পার্থ চট্টোপাধ্যায়ের ৷

সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায়কে ভুবনেশ্বর এইমসে কিছু প্রশ্ন করেন চিকিৎসকরা ৷ মূলত তিনি কী কী শারীরিক সমস্যায় ভুগছেন ? তা জিজ্ঞাসা করা হয় ৷ জবাবে পার্থ চট্টোপাধ্যায় চিকিৎসকদের জানিয়েছিলেন, তিনি হৃদরোগ ও কিডনি সমস্যায় ভুগছেন ৷ এর পরেই পার্থ চট্টোপাধ্যায়ের একাধির শারীরিক পরীক্ষা করানো হয় ৷ তবে, এইমসের সেই রিপোর্ট অন্য কথা বলছে ৷ মন্ত্রীর রিপোর্টে উল্লেখ রয়েছে, তাঁর ক্রিয়েটিনিন লেভেল 2.87 ৷ যা রেনাল ফেলিওরের লক্ষণ ৷ এ ছাড়াও, তাঁর স্বাস্থ্যের পক্ষে যা সবচেয়ে খারাপ, তা হল অত্যধিক ওজন ৷ ফলে প্রশ্ন উঠছে, 111 কেজি হওয়ার কারণেই এত সমস্যার সম্মুখীন হচ্ছেন পার্থ চট্টোপাধ্যায় ?

আরও পড়ুন: Partha comments on Mamata: দোষী প্রমাণিত হলে ব্যবস্থা, মমতা 'ঠিকই বলেছেন !' কলকাতায় ফিরে বললেন পার্থ

মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাকি সব রিপোর্ট স্বাভাবিক বলেই জানা গিয়েছে ৷ তাঁর অক্সিজেন স্যাচুরেশন 100 শতাংশ ৷ শ্বাস-প্রশ্বাসেও কোনও সমস্যা নেই ৷ নার্ভাস সিস্টেমও স্বাভাবিক ৷ রিপোর্টের শেষ লাইনে স্পষ্ট করে লেখা রয়েছে, কিছু ক্রনিক সমস্যা ছাড়া আর কোনও অসুবিধা নেই তাঁর ৷ তাই পার্থ চট্টোপাধ্যায়কে নিয়মিত সেই সংক্রান্ত সব ওষুধ চালিয়ে যেতে হবে ৷

কলকাতা, 26 জুলাই: কতটা অসুস্থ পার্থ চট্টোপাধ্যায় ? তা জানতে কলকাতার এসএসকেএম হাসপাতাল থেকে তাঁকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল ভুবনেশ্বর এইমসে ৷ তবে, সেখানকার চিকিৎসকদের মতে ক্রনিক কিছু সমস্যা রয়েছে এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) মামলায় গ্রেফতার হওয়া রাজ্যের মন্ত্রীর (Partha Chatterjee Suffering from Basic Chronical Illness Mention in Bhuvneshwar AIIMS Report) ৷ তবে, তা নিয়মিত ওষুধেই ঠিক হয়ে যাবে বলে ভুবনেশ্বর এইমসের চিকিৎসকরা জানিয়েছেন ৷ এ নিয়ে এইমসের চিকিৎসক আশুতোষ বিশ্বাস জানিয়েছেন, হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করানোর কোনও প্রয়োজন নেই পার্থ চট্টোপাধ্যায়ের ৷

সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায়কে ভুবনেশ্বর এইমসে কিছু প্রশ্ন করেন চিকিৎসকরা ৷ মূলত তিনি কী কী শারীরিক সমস্যায় ভুগছেন ? তা জিজ্ঞাসা করা হয় ৷ জবাবে পার্থ চট্টোপাধ্যায় চিকিৎসকদের জানিয়েছিলেন, তিনি হৃদরোগ ও কিডনি সমস্যায় ভুগছেন ৷ এর পরেই পার্থ চট্টোপাধ্যায়ের একাধির শারীরিক পরীক্ষা করানো হয় ৷ তবে, এইমসের সেই রিপোর্ট অন্য কথা বলছে ৷ মন্ত্রীর রিপোর্টে উল্লেখ রয়েছে, তাঁর ক্রিয়েটিনিন লেভেল 2.87 ৷ যা রেনাল ফেলিওরের লক্ষণ ৷ এ ছাড়াও, তাঁর স্বাস্থ্যের পক্ষে যা সবচেয়ে খারাপ, তা হল অত্যধিক ওজন ৷ ফলে প্রশ্ন উঠছে, 111 কেজি হওয়ার কারণেই এত সমস্যার সম্মুখীন হচ্ছেন পার্থ চট্টোপাধ্যায় ?

আরও পড়ুন: Partha comments on Mamata: দোষী প্রমাণিত হলে ব্যবস্থা, মমতা 'ঠিকই বলেছেন !' কলকাতায় ফিরে বললেন পার্থ

মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাকি সব রিপোর্ট স্বাভাবিক বলেই জানা গিয়েছে ৷ তাঁর অক্সিজেন স্যাচুরেশন 100 শতাংশ ৷ শ্বাস-প্রশ্বাসেও কোনও সমস্যা নেই ৷ নার্ভাস সিস্টেমও স্বাভাবিক ৷ রিপোর্টের শেষ লাইনে স্পষ্ট করে লেখা রয়েছে, কিছু ক্রনিক সমস্যা ছাড়া আর কোনও অসুবিধা নেই তাঁর ৷ তাই পার্থ চট্টোপাধ্যায়কে নিয়মিত সেই সংক্রান্ত সব ওষুধ চালিয়ে যেতে হবে ৷

Last Updated : Jul 26, 2022, 5:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.