কলকাতা, 30 জুলাই : মন্ত্রিত্ব ও দলের সব পদ যেতেই চক্রান্তের অভিযোগ তুলেছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Bengal CM Mamata Banerjee) সিদ্ধান্তকে সঠিক বললেও তৃণমূলের (Trinamool Congress) সিদ্ধান্ত নিয়ে তাঁর মন্তব্য জল্পনা বাড়িয়েছে ৷ এই পরিস্থিতিতে তিনি এনফোর্সমেন্ট ডিরেক্টেরেটের (Enforcement Directorate) কাছে নাকি বিস্ফোরক সব দাবি করেছেন ৷ ইডি (ED) সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা আইএএনএস এই খবর দিয়েছে ৷
ইডি-র এক আধিকারিক সংবাদসংস্থাকে জানিয়েছে যে মন্ত্রিত্ব ও পদ যেতেই মুখ খুলতে শুরু করেছেন পার্থ চট্টোপাধ্যায় ৷ এই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (Bengal SSC Scam) তিনি নিজেকে একজন বোড়ে হিসেবে ব্যাখ্যা করেছেন ৷ ইডির কাছে তাঁর দাবি, তৃণমূলের শীর্ষস্তরের সবাই এই দুর্নীতি নিয়ে ওয়াকিবহাল ছিলেন ৷ এমনকী, রেলের চাকরি দেওয়ার নামে দুর্নীতিও (Rail Recruitment Scam) করেছে রাজ্যের শাসক দল ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, গত 23 জুলাই সকালে নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দেয় ইডি ৷ সেদিন সন্ধ্যায় পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে 22 কোটি টাকা উদ্ধার হয় ৷ পরদিন পার্থ ও অর্পিতাকে গ্রেফতার করে ইডি ৷ মঙ্গলবার অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে 28 কোটি টাকা, কয়েক কোটি টাকার সোনার গয়না ও আরও অনেক কিছু উদ্ধার হয় ৷
তার পর বৃহস্পতিবার পার্থ চট্টোপাধ্য়ায়কে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিকেলে পার্থকে তৃণমূলের সব পদ থেকে অপসারণের ঘোষণা করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (TMC MP Abhishek Banerjee) ৷ ইডি-র দাবি, এর পর তদন্তে সহযোগিতা শুরু করেন পার্থ ৷
ইডি-র এক আধিকারিক সংবাদসংস্থাকে জানিয়েছেন, পার্থ জেরায় দাবি করেছেন যে তাঁর কাছে টাকা রাখতে দেওয়া হয়েছিল ৷ তিনি কারও থেকে টাকা নেননি ৷ তিনি শুধু দলের নির্দেশ পালন করেছেন ৷ তাঁকে যেখানে সই করতে বলা হত, তিনি সেখানে সই করতেন ৷ টাকা অন্যরা সংগ্রহ করতেন ৷ তিনি নিরাপদে টাকা রাখার ব্যবস্থা করেছিলেন ৷ যে টাকা উদ্ধার হয়েছে, তার থেকেও বেশি টাকা ছিল ৷ যা তৃণমূলের কাজে ব্যবহার করা হয়েছে ৷
ইডি-র ওই আধিকারিক আরও জানিয়েছেন, শুধু শিক্ষক নিয়োগ নয়, অন্য়ান্য নিয়োগ নিয়েও দুর্নীতি হয়েছে বলে জেরায় পার্থ জানিয়েছেন ৷ পার্থ আরও দাবি করেছেন যে এমনকী রেলে নিয়োগ নিয়েও দুর্নীতি করেছে তৃণমূল ৷ মাঝেরহাটের একটি অফিসে সব কিছু নির্ধারণ করা হয়েছিল ৷ এখন সবাই দায় ঝেড়ে ফেললেও সকলেই জড়িত ৷
ইডির দাবি, অর্পিতার বিরুদ্ধে কোনও অভিযোগ করেননি পার্থ ৷ মডেল ও অভিনেত্রী হিসেবে কেরিয়ার গড়তে অর্পিতাকে তিনি সাহায্য করেছিলেন ৷
রাজনৈতিক মহলের মতে, পুরোটাই পার্থর দাবি ৷ এখন ইডি খতিয়ে দেখবে যে নিজেকে বাঁচাতে এসব কথা পার্থ বলছেন কি না ! সব শেষে পুরোটা আদালতে প্রমাণ করতে হবে ৷ তবে পার্থর এই দাবি যে বঙ্গ রাজনীতিতে নতুন করে বিতর্ক তৈরি করবে, তা বলার অপেক্ষা রাখে না ৷ এখন দেখার তৃণমূল কংগ্রেস কী প্রতিক্রিয়া দেয় !
আরও পড়ুন : Arpita Mukherjee: টাকা পাচারেই কি বারবার থাইল্য়ান্ড-মালয়েশিয়া যেতেন অর্পিতা, উত্তর খুঁজছে ইডি