কলকাতা, 4 জুন : মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে উৎখাত না করা পর্যন্ত আমাদের শান্তি নেই । 2021-র আগেই হয়তো বাংলায় নির্বাচন হবে । দাবি করলেন BJP-র কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় । পাশাপাশি বাংলায় দলীয় কর্মী-সমর্থকদের জন্য নতুন স্লোগান তৈরি করেন তিনি ।
"জয় মহাকালী, জয়শ্রীরাম ।" গতকাল দলের রাজ্য সদর দপ্তরে বসে এই স্লোগান দিয়ে কৈলাস বিজয়বর্গীয় বলেন, "দেশের অভিযান সম্পূর্ণ হয়েছে । কিন্তু বাংলার অভিযান এখনও বাকি আছে । মমতাজির সরকারকে উৎখাত না করা পর্যন্ত আমাদের শান্তি নেই ।" মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়শ্রীরাম ধ্বনি 'বিদ্বেষ'-কে উসকে দিয়ে "জয় মহাকালী, জয়শ্রীরাম"- নয়া স্লোগান তৈরি করলেন কৈলাস । সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাক্তার দেখানোরও পরামর্শ দেন BJP নেতা ।
তিনি আরও বলেন, "বাংলায় স্ব-রাজ প্রতিষ্ঠার জন্যই "জয় মহাকালী, জয়শ্রীরাম" স্লোগান । একটা ভালো সরকার, সুশাসন প্রতিষ্ঠার জন্যই আমাদের এই স্লোগান ।" হুঁশিয়ারির সুরে BJP-র কেন্দ্রীয় নেতা বলেন, "দেশের আইনশৃঙ্খলা ও সংবিধানকে বিশ্বাস করার মানে এই নয় যে BJP দুর্বল । কেউ যদি BJP কর্মীদের মারধর করে, তার জবাব দেওয়া হবে । হিংসাত্মক রাজনীতি বন্ধ করাই দলের মূল লক্ষ্য ।"