ETV Bharat / city

বিরোধীরা বিচারপতি ও আদালতকে বিভ্রান্ত করছে : ফিরহাদ

author img

By

Published : Jul 19, 2019, 11:15 PM IST

Updated : Jul 20, 2019, 12:16 AM IST

বিরোধীরা বিচারপতি ও আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ৷ বনগাঁ পৌরসভার অনাস্থা প্রস্তাব মামলায় হাইকোর্টের রায় প্রসঙ্গে মন্তব্য করলেন পৌর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ৷

ফিরহাদ হাকিম

কলকাতা, 19 জুলাই: বিরোধীরা বিচারপতি ও আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ৷ বনগাঁ পৌরসভার অনাস্থা প্রস্তাব মামলায় হাইকোর্টের রায় প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন পৌর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ৷

আজ হাইকোর্টের রায়ের পর ফিরহাদ বলেন, "বনগাঁ পৌরসভায় নিয়ম মেনে মিটিং হলে বৈঠক হয়েছে ৷ আস্থাভোট হয়েছে ৷ বিরোধীরা সব সময় বিচারপতি ও মহামান্য আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন ৷ আশা করব, মহামান্য আদালত বিরোধীদের বিভ্রান্ত করার অপচেষ্টা বুঝতে পারবে ৷" তিনি জানান, আইন অনুযায়ী এই মামলার বিচার হবে ৷

ভিডিয়োয় শুনুন ফিরহাদ হাকিমের বক্তব্য

পাশাপাশি, পুজো কমিটির সঙ্গে রাজ্য BJP-র যোগাযোগ প্রসঙ্গে পৌরমন্ত্রী বলেন, "জনসংযোগ পুজো কমিটি ধরে হয় না ৷ জনসংযোগ বাড়াতে হলে মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে ৷"

আরও পড়ুন : এত নির্লজ্জ কেন? বনগাঁর পৌরপ্রধানকে ভর্ৎসনা বিচারপতির

কলকাতা, 19 জুলাই: বিরোধীরা বিচারপতি ও আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ৷ বনগাঁ পৌরসভার অনাস্থা প্রস্তাব মামলায় হাইকোর্টের রায় প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন পৌর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ৷

আজ হাইকোর্টের রায়ের পর ফিরহাদ বলেন, "বনগাঁ পৌরসভায় নিয়ম মেনে মিটিং হলে বৈঠক হয়েছে ৷ আস্থাভোট হয়েছে ৷ বিরোধীরা সব সময় বিচারপতি ও মহামান্য আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন ৷ আশা করব, মহামান্য আদালত বিরোধীদের বিভ্রান্ত করার অপচেষ্টা বুঝতে পারবে ৷" তিনি জানান, আইন অনুযায়ী এই মামলার বিচার হবে ৷

ভিডিয়োয় শুনুন ফিরহাদ হাকিমের বক্তব্য

পাশাপাশি, পুজো কমিটির সঙ্গে রাজ্য BJP-র যোগাযোগ প্রসঙ্গে পৌরমন্ত্রী বলেন, "জনসংযোগ পুজো কমিটি ধরে হয় না ৷ জনসংযোগ বাড়াতে হলে মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে ৷"

আরও পড়ুন : এত নির্লজ্জ কেন? বনগাঁর পৌরপ্রধানকে ভর্ৎসনা বিচারপতির

Intro:বনগাঁর নিয়ে কোটের রায়ের প্রতিক্রিয়া ফিরহাদ হাকিম বলেন সবাই জানে বনগাঁ পুরসভায় নিয়ম মেনে মিটিং হয়েছিল। মিটিং হল এই মিটিং হয়েছিল সেদিন। সেই মিটিং থেকেই প্রমাণ থেকেই হয়েছিল তারপর নির্বাচন হয় । বিরোধীরা সব সময় চাইবে বিচারপতিকে মহামান্য আদালত কে সব সময় বিভ্রান্ত করার চেষ্টা করবে। আমি আশা করব মহামান্য আদালত বিরোধীদের যে বিভ্রান্ত করার চেষ্টা চলছে তার শিকার হবেন না। মহামান্য আদালত অপচেষ্টার যেন না হয় । বিচারপতি প্রসঙ্গে কিছু বলতে চাই না তবে শুধু এটুকুই বলতে চাই সরকারের যে আইন আছে সেই আইন হিসাবে বিচার হবে। বাকিটা কোর্টের রায় হাতে পাওয়ার পরে বলব বললেন পুর নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।


Body:বিজেপির যেভাবে একের পর এক দুর্গাপুজোর সঙ্গে যুক্ত হচ্ছে সেই প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন জনসংযোগ পুজো কমিটি ধরে হয় না। জনসংযোগ বাড়াতে হলে মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে হয়। বাংলা কৃষ্টি সংস্কৃতির সঙ্গে একাত্ম হতে হবে। গুজরাটে সাম্প্রদায়িক মস্তিষ্ক নিয়ে বাংলা সঙ্গে সম্পর্ক স্থাপন করা যায় না। মানুষকে ভয় দেখিয়ে স্লোগান দিয়ে বাংলার মানুষের সঙ্গে হৃদয়ে স্থাপন করা যায় না তাই জনসংযোগ এভাবে হয় না। আমাদের সঙ্গে মানুষের যোগাযোগ আছে বলেই আমরা পুজো কমিটির প্রেসিডেন্ট হয়েছি। এই নয় জোর করে পুজোর মাথা হয়ে বসে আছি আমরা বললেন ফিরহাদ হাকিম। তিনি বলেন জোর করে আসলাম দেখলাম আর জয় করলাম তা কখনোই হয় না। অমিত শাহ সিবিআই ভয় দেখিয়ে জনসংযোগ করতে পারবেন না মাথা হয়ে উঠতে পারবেন না। নিজের পাড়া এলাকায় জনপ্রিয় হয়ে উঠতে হ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে হয়। পাড়ার ছোট পুজো কে ধীরে ধীরে বড় করতে হয়। মোদি সাহেব নির্দেশ দিলেই পুজোর মাথা হয়ে ওঠা যায় না কখনো।


Conclusion:বিধান নগর এর মেয়র পদে সুজিত বসুর নাম উঠে আসার প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন বিধান নগরের কাউন্সিলার রায় তাদের মেয়র নির্বাচন করবেন এ বিষয়ে আমার কিছু বলার নেই।
Last Updated : Jul 20, 2019, 12:16 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.