কলকাতা, 21 জুন : করোনায় জীবনদায়ী রেমডিসিভির (remdesivir) ওষুধের কালোবাজারি চক্রের সঙ্গে যুক্ত এক ব্যবসায়ীকে গ্রেফতার করল ইবি ৷ আজ বাঙুর এভিনিউ এলাকা থেকে জয় আশুতোষ মিত্তল নামে ওই ওষুধ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় ৷ সেই সঙ্গে একটি গোডাউন থেকে একাধিক রেমডিসিভিরের ফাইল উদ্ধার করেছে ইবি ও পুলিশ আধিকারিকরা ৷
পুলিশ সূত্রে খবর, কলকাতা একাধিক থানায় জয় আশুতোষ নামে ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল ৷ অভিযোগ ছিল, করোনায় জীবনদায়ী রেমডিসিভিরের কালোবাজারি করছে ওই ব্যবসায়ী ৷ সেই অভিযোগের ভিত্তিতেই শহরজুড়ে তল্লাশি অভিযানে নামে ইবি এবং কলকাতা পুলিশ ৷ সেই তল্লাশিতেই বাঙুর এলাকা থেকে এক ওষুধ ব্যবসায়ীকে পাকড়াও করে ইবি ৷ জানা গিয়েছে, জয় আশুতোষ মিত্তল নামে ওই ওষুধ ব্যবসায়ী চড়া দামে রেমডিসিভির বিক্রি করত ৷ ওই চোরাকারবারিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ৷
আরও পড়ুন :রেমডিসিভিরের নাম করে স্যালাইন বিক্রির অভিযোগে গ্রেফতার 3
পুলিশি জেরায় সে জানিয়েছে, রফি আহমেদ কিদুয়াই রোডের একটি গোডাউন রয়েছে তার ৷ সেখানে হানা দিয়ে পুলিশ একাধিক রেমডিসিভিরের ফাইল পেয়েছে ৷ ধৃতের কাছ থেকে তদন্তকারীরা আরও জানতে পেরেছেন, সে অনলাইনে গ্রাহকদের কাছে রেমডিসিভির বিক্রি করত ৷ অত্যাধিক দামে রেমডিসিভির বিক্রির অভিযোগে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন একাধিক ব্যক্তি ৷ সেই ঘটনার তদন্তে নেমেই আজ জয় আশুতোষ মিত্তলকে পুলিশ গ্রেফতার করেছে ৷