কলকাতা, 5 এপ্রিল : পরিত্যক্ত কারখানার পাঁচিল চাপা পড়ে মৃত্যু হল 1 শিশুর। নাম মহম্মদ সাদ্দাম (2)। জখম 9। তাদের মধ্যে 4 জন মহিলা ও 4টি শিশু। ঘটনাস্থানে ধ্বংসস্তূপ পরিষ্কার করে বাকি অংশ ভাঙার কাজ চলছে।
পুলিশ সূত্রে খবর, গতরাত আটটা নাগাদ তপসিয়া রোডের একটি পরিত্যক্ত কারখানার পাঁচিল হঠাৎই ভেঙে পড়ে। ওই পাঁচিলের পাশেই তখন ছিলেন 4 জন মহিলা, 5টি শিশু এবং এক ব্যক্তি। সকলেই পাঁচিলে চাপা পড়েন। তাঁদের চিৎকারে স্থানীয়রা জড়ো হয়। শুরু হয় উদ্ধারকাজ। খবর দেওয়া হয় তপসিয়া থানায়। ঘটনাস্থানে আসে পুলিশ। আসেন ডিজ়াস্টার ম্যানেজমেন্ট গ্রুপের কর্মীরাও। আসে দমকল ও কলকাতা পৌরনিগমের কর্মীরা। এরপর আহতদের উদ্ধার করে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক একটি শিশুকে মৃত ঘোষণা করেন।
3টি শিশুর আঘাত গুরুতর না হওয়ার প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়। বাকি 6জনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং NRS-এ স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।