ETV Bharat / city

হেপাজতে থাকা অভিযুক্তকে জেরায় তথ্য, 5 লাখের জাল নোটসহ গ্রেপ্তার 1 - Kolkata Police

পাঁচ লাখ টাকার জালনোটসহ পুলিশের জালে এক পাচারকারী ৷

ছবি
ছবি
author img

By

Published : Mar 20, 2020, 9:44 PM IST

কলকাতা, 20 মার্চ: ফের মালদা থেকে কলকাতায় জালনোট পাচারের চেষ্টা । তবে আবারও পুলিশের তৎপরতায় বানচাল হল সেই ছক । নির্দিষ্ট ব্যক্তির হাতে তুলে দেওয়ার আগে জাল নোট-সহ ধরা পড়ল পাচারকারী । ধৃতের কাছে উদ্ধার হয়েছে পাঁচ লাখ টাকার জাল নোট । ধৃতের নাম শফিকুল ইসলাম ওরফে জ্যোতি (27) । বাড়ি মালদার বৈষ্ণবনগরে । পুলিশি হেপাজতে থাকা অন্য এক অভিযুক্তের থেকেই ধৃতের সন্ধান পায় পুলিশ । সেই সূত্র ধরেই রাখা হচ্ছিল খোঁজখবর । তাতেই এল সাফল্য ।

কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স সূত্রে খবর, আজ দুপুর আড়াইটে নাগাদ পার্ক ময়দান থানা এলাকার ডাফরিন রোডে আটক করা হয় সন্দেহভাজনকে । ওই ব্যক্তি আজ সকালে ট্রেনেই কলকাতা এসেছিল । জালনোট যে কলকাতায় ঢুকছে, সেই খবর আগে থেকে ছিল গোয়েন্দাদের কাছে । গোয়েন্দারা জানতে পারেন, ময়দান থানা এলাকায় হবে সেই হাতবদল । তার আগেই ওই ব্যক্তিকে আটক করে পুলিশ । তার কাছে তল্লাশি চালাতে বেরিয়ে পড়ে 2000 ও 500 টাকার নোটে পাঁচ লাখ টাকার জাল নোট । তারপরেই তাকে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ গ্রেপ্তার করে পুলিশ ।

STF সূত্রে খবর, গত 26 জানুয়ারি মালদার কালিয়াচক থেকে কলকাতায় এসেছিল রাজ্জাক শেখ । তার সঙ্গে ছিল কয়েক লাখ টাকার জাল নোট । সেই সূত্রে গ্রেপ্তার করা হয়েছিল তাকে । ওই ব্যক্তি পুলিশি হেপাজতে রয়েছে । তাকে জিজ্ঞাসাবাদ করে জাল নোট চক্রের একাধিক পান্ডার নাম জানতে পারে পুলিশ । জানা যায় কিছু পাচারকারীর নামও । তাদেরই একজন শরিফুল ইসলাম ।

কলকাতা, 20 মার্চ: ফের মালদা থেকে কলকাতায় জালনোট পাচারের চেষ্টা । তবে আবারও পুলিশের তৎপরতায় বানচাল হল সেই ছক । নির্দিষ্ট ব্যক্তির হাতে তুলে দেওয়ার আগে জাল নোট-সহ ধরা পড়ল পাচারকারী । ধৃতের কাছে উদ্ধার হয়েছে পাঁচ লাখ টাকার জাল নোট । ধৃতের নাম শফিকুল ইসলাম ওরফে জ্যোতি (27) । বাড়ি মালদার বৈষ্ণবনগরে । পুলিশি হেপাজতে থাকা অন্য এক অভিযুক্তের থেকেই ধৃতের সন্ধান পায় পুলিশ । সেই সূত্র ধরেই রাখা হচ্ছিল খোঁজখবর । তাতেই এল সাফল্য ।

কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স সূত্রে খবর, আজ দুপুর আড়াইটে নাগাদ পার্ক ময়দান থানা এলাকার ডাফরিন রোডে আটক করা হয় সন্দেহভাজনকে । ওই ব্যক্তি আজ সকালে ট্রেনেই কলকাতা এসেছিল । জালনোট যে কলকাতায় ঢুকছে, সেই খবর আগে থেকে ছিল গোয়েন্দাদের কাছে । গোয়েন্দারা জানতে পারেন, ময়দান থানা এলাকায় হবে সেই হাতবদল । তার আগেই ওই ব্যক্তিকে আটক করে পুলিশ । তার কাছে তল্লাশি চালাতে বেরিয়ে পড়ে 2000 ও 500 টাকার নোটে পাঁচ লাখ টাকার জাল নোট । তারপরেই তাকে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ গ্রেপ্তার করে পুলিশ ।

STF সূত্রে খবর, গত 26 জানুয়ারি মালদার কালিয়াচক থেকে কলকাতায় এসেছিল রাজ্জাক শেখ । তার সঙ্গে ছিল কয়েক লাখ টাকার জাল নোট । সেই সূত্রে গ্রেপ্তার করা হয়েছিল তাকে । ওই ব্যক্তি পুলিশি হেপাজতে রয়েছে । তাকে জিজ্ঞাসাবাদ করে জাল নোট চক্রের একাধিক পান্ডার নাম জানতে পারে পুলিশ । জানা যায় কিছু পাচারকারীর নামও । তাদেরই একজন শরিফুল ইসলাম ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.