কলকাতা, 6 নভেম্বর : ICU-তে রাতে রোগীর মুখ থেকে অক্সিজেনের মাস্ক খুলে গিয়েছে। অথচ, কর্তব্যরত নার্স ঘুমোচ্ছেন। নার্সকে বলার পরে অক্সিজেনের মাস্ক ফের তিনি পরিয়ে দেন। তবে, সেখানে রোগীর পরিজনকে আর থাকতে দেওয়া হয়নি। 58 বছর বয়সি স্ত্রীকে চিকিৎসা করাতে নিয়ে গিয়ে তপসিয়ায় অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে এমনই ঘটনার সাক্ষী থাকতে হয় তাঁর স্বামীকে। এদিকে, এই হাসপাতালে চিকিৎসাধীন তাঁর স্ত্রীকে আর বাঁচাতে পারেননি তিনি। এই ঘটনায় বেসরকারি ওই হাসপাতালকে এক লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি আরও 10 হাজার টাকা জরিমানা করল ওয়েস্ট বেঙ্গল ক্লিনিকাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশন (WBCERC)।
WBCERC অর্থাৎ, রাজ্যের স্বাস্থ্য কমিশন জানিয়েছে, জ্বর থাকার কারণে 58 বছর বয়সি স্ত্রীকে তপসিয়ার বেসরকারি ওই হাসপাতালে গত বছরের 10 ডিসেম্বর ভরতি করিয়েছিলেন এক ব্যক্তি। কমিশনে দায়ের করা অভিযোগে তিনি জানিয়েছেন, ICU-তে তাঁর স্ত্রীকে রাখা হয়েছিল। তবে, রাতে তিনি দেখেন, তাঁর স্ত্রীর মুখ থেকে অক্সিজেনের মাস্ক খুলে গিয়েছে। সেসময়, সেখানকার কর্তব্যরত নার্স তখন ঘুমোচ্ছেন। তিনি ওই নার্সকে ঘুম থেকে ডেকে তোলেন। এর পরে তাঁর স্ত্রীর মুখে ফের অক্সিজেনের মাস্ক পরিয়ে দেন ওই নার্স। তবে, এই ঘটনার পরে, ICU-তে চিকিৎসাধীন রোগীর পরিজনরা যেখানে থাকতেন, সেখানে তাঁকে আর থাকতে দেওয়া হয়নি। এর পাশাপাশি কমিশনে দায়ের করা অভিযোগে তিনি জানিয়েছেন, টাকার জন্য চিকিৎসক পরিচয় দিয়ে ওই হাসপাতালের একজন তাঁকে ফোন করতেন। পরে জানা যায় তিনি চিকিৎসক নন। এ দিকে, গত বছরের 17 ডিসেম্বর ওই হাসপাতালে তাঁর স্ত্রীর মৃত্যু হয়। এই ঘটনায় স্বাস্থ্য কমিশনে অভিযোগ দায়ের করেন তিনি।
অভিযোগ খতিয়ে দেখে বিচার প্রক্রিয়া শুরু করে WBCERC। শুক্রবার স্বাস্থ্য কমিশন জানিয়েছে, এই ঘটনায় বেসরকারি ওই হাসপাতালকে এক লাখ টাকা ক্ষতিপূরণ অভিযোগকারীকে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তবে, শুধুমাত্র এই এক লাখ টাকা নয়। কমিশন জানিয়েছে, এই এক লাখ টাকার পাশাপাশি এই ঘটনায় বেসরকারি ওই হাসপাতালকে আরও 10 হাজার টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। জরিমানা হিসাবে এই 10 হাজার টাকা কমিশনকে দেওয়ার কথা বলা হয়েছে।
রোগীর অক্সিজেনের মাস্ক খুলে গেলেও ঘুমোচ্ছিলেন নার্স, জরিমানা কমিশনের
রোগীর মুখ থেকে অক্সিজেনের মাস্ক খুলে গেলেও কোনও হুঁশ নেই কর্তব্যরত নার্সের । স্ত্রীকে চিকিৎসা করাতে নিয়ে গিয়ে তপসিয়ায় এক বেসরকারি হাসপাতালে এই অভিজ্ঞতার সাক্ষী তাঁর স্বামী । এই ঘটনায় বেসরকারি ওই হাসপাতালকে এক লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি আরও 10 হাজার টাকা জরিমানা করল ওয়েস্ট বেঙ্গল ক্লিনিকাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশন (WBCERC)।
কলকাতা, 6 নভেম্বর : ICU-তে রাতে রোগীর মুখ থেকে অক্সিজেনের মাস্ক খুলে গিয়েছে। অথচ, কর্তব্যরত নার্স ঘুমোচ্ছেন। নার্সকে বলার পরে অক্সিজেনের মাস্ক ফের তিনি পরিয়ে দেন। তবে, সেখানে রোগীর পরিজনকে আর থাকতে দেওয়া হয়নি। 58 বছর বয়সি স্ত্রীকে চিকিৎসা করাতে নিয়ে গিয়ে তপসিয়ায় অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে এমনই ঘটনার সাক্ষী থাকতে হয় তাঁর স্বামীকে। এদিকে, এই হাসপাতালে চিকিৎসাধীন তাঁর স্ত্রীকে আর বাঁচাতে পারেননি তিনি। এই ঘটনায় বেসরকারি ওই হাসপাতালকে এক লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি আরও 10 হাজার টাকা জরিমানা করল ওয়েস্ট বেঙ্গল ক্লিনিকাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশন (WBCERC)।
WBCERC অর্থাৎ, রাজ্যের স্বাস্থ্য কমিশন জানিয়েছে, জ্বর থাকার কারণে 58 বছর বয়সি স্ত্রীকে তপসিয়ার বেসরকারি ওই হাসপাতালে গত বছরের 10 ডিসেম্বর ভরতি করিয়েছিলেন এক ব্যক্তি। কমিশনে দায়ের করা অভিযোগে তিনি জানিয়েছেন, ICU-তে তাঁর স্ত্রীকে রাখা হয়েছিল। তবে, রাতে তিনি দেখেন, তাঁর স্ত্রীর মুখ থেকে অক্সিজেনের মাস্ক খুলে গিয়েছে। সেসময়, সেখানকার কর্তব্যরত নার্স তখন ঘুমোচ্ছেন। তিনি ওই নার্সকে ঘুম থেকে ডেকে তোলেন। এর পরে তাঁর স্ত্রীর মুখে ফের অক্সিজেনের মাস্ক পরিয়ে দেন ওই নার্স। তবে, এই ঘটনার পরে, ICU-তে চিকিৎসাধীন রোগীর পরিজনরা যেখানে থাকতেন, সেখানে তাঁকে আর থাকতে দেওয়া হয়নি। এর পাশাপাশি কমিশনে দায়ের করা অভিযোগে তিনি জানিয়েছেন, টাকার জন্য চিকিৎসক পরিচয় দিয়ে ওই হাসপাতালের একজন তাঁকে ফোন করতেন। পরে জানা যায় তিনি চিকিৎসক নন। এ দিকে, গত বছরের 17 ডিসেম্বর ওই হাসপাতালে তাঁর স্ত্রীর মৃত্যু হয়। এই ঘটনায় স্বাস্থ্য কমিশনে অভিযোগ দায়ের করেন তিনি।
অভিযোগ খতিয়ে দেখে বিচার প্রক্রিয়া শুরু করে WBCERC। শুক্রবার স্বাস্থ্য কমিশন জানিয়েছে, এই ঘটনায় বেসরকারি ওই হাসপাতালকে এক লাখ টাকা ক্ষতিপূরণ অভিযোগকারীকে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তবে, শুধুমাত্র এই এক লাখ টাকা নয়। কমিশন জানিয়েছে, এই এক লাখ টাকার পাশাপাশি এই ঘটনায় বেসরকারি ওই হাসপাতালকে আরও 10 হাজার টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। জরিমানা হিসাবে এই 10 হাজার টাকা কমিশনকে দেওয়ার কথা বলা হয়েছে।