ETV Bharat / city

Narkeldanga Promoting Case নারকেলডাঙা কাণ্ডে শিবশঙ্করের বিরুদ্ধে পালটা জমি দখল, মারধরের অভিযোগ তুললেন শাশুড়ি - নারকেলডাঙা প্রোমোটিং কাণ্ড

রবিবার রাতে অবৈধ প্রোমোটিংয়ের প্রতিবাদ করাতে নারকেলডাঙায় গোলমাল ছড়ায় (Narkeldanga Promoting Case) ৷ দুষ্কৃতীদের বিরুদ্ধে অন্তঃসত্ত্বার পেটে লাথি মারার অভিযোগ ওঠে ৷ পুলিশ সাতজনকে গ্রেফতার করেছে ৷ সোমবার অভিযোগকারী শিবশঙ্করের শাশুড়ির দাবি, প্রথম থেকেই জমি ও বাড়ির দখল নিতে চেয়ে জামাই শিবশঙ্কর দাস নানা ভাবে তাঁকে হেনস্তা করতেন ।

mother-in-law-accuses-shivashankar-of-land-grab-assault-in-narkeldanga-promoting-case
Narkeldanga Promoting Case নারকেলডাঙা কাণ্ডে শিবশঙ্করের বিরুদ্ধে পালটা জমি দখল, মারধরের অভিযোগ তুললেন শাশুড়ি
author img

By

Published : Aug 22, 2022, 1:39 PM IST

Updated : Aug 22, 2022, 6:22 PM IST

কলকাতা, 22 অগস্ট : নারকেলডাঙা প্রোমোটিং কাণ্ডে নয়া মোড় (Narkeldanga Promoting Case) । অভিযোগকারী শিবশঙ্কর দাস ও তাঁর পরিবারের বিরুদ্ধেই পালটা মারধর ও দলিল কেড়ে নেওয়ার অভিযোগ উঠল ৷ অভিযোগ তুলেছেন স্বয়ং জমির মালিক শান্তাদেবী সিং ৷ তিনি আবার শিবশঙ্কর দাসের শাশুড়ি ।

তাঁর অভিযোগ, প্রথম থেকেই জমি ও বাড়ির দখল নিতে চেয়ে জামাই শিবশঙ্কর দাস নানা ভাবে তাঁকে হেনস্তা করতেন । বাড়ি ভাঙার সময় তাঁর থেকে জমির দলিল নিয়ে নেন শিবশঙ্কর । সেই দলিল এখনও ফেরত দেননি । দলিল ফেরত চাইলে 20 লক্ষ টাকা চাওয়া হয় । না হলে কাজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় ৷

Mother-in-law accuses Shivashankar of land grab, assault in Narkeldanga Promoting Case
চুক্তিপত্রের প্রতিলিপি

তাঁর আরও দাবি, দিন দুই আগে জামাই শিবশঙ্কর, মেয়ে, নাতি ও নাতবউ জোর করে তিনি নির্মাণ চলা সত্ত্বেও বাড়ির একাংশে থাকতে শুরু করেন । কিন্তু সেই সময় কাজ চলায় সমস্যা হওয়ায় চলে যেতে বলা হয় তাঁদের । তাই নিয়ে আবার বিবাদ তৈরি হয় ৷ তাঁকে মারধর করা হয় । মেয়ে, জামাই ও নাতি তাঁকে ও অন্যান্য ভাড়াটিয়াদের মারধর করেন বলে অভিযোগ শান্তিদেবী সিংয়ের ।

অন্যদিকে চুক্তিপত্র নিয়ে প্রোমোটার আসিফ রাজার অভিযোগ, কয়েকদিন আগেও শিবশঙ্করকে শিফটিংয়ের জন্য এক লক্ষ টাকা বেশি দেওয়া হয়েছিল । কিন্তু জোরপূর্বক কাজ বন্ধ করে দিয়ে বিল্ডিংয়ের একাংশে থাকতে শুরু করেন । তা নিয়েই বিবাদ । শিবশঙ্কর দাসকে কেউ মারধর করেনি বলে তাঁর দাবি ৷

Mother-in-law accuses Shivashankar of land grab, assault in Narkeldanga Promoting Case
চুক্তিপত্রের প্রতিলিপি

এখানে উল্লেখ করা প্রয়োজন, রবিবার রাতে নারকেলডাঙায় প্রোমোটিংকে কেন্দ্র করে গোলমাল ছড়ায় ৷ অভিযোগ ওঠে, অবৈধ প্রোমোটিংয়ের প্রতিবাদ করাতেই একটি পরিবারের বেশ কয়েকজন সদস্যকে মারধর করা হয়েছে 8 মাসের অন্তঃসত্ত্বার পেটে লাথি মারার অভিযোগ ওঠে ৷ ওই মহিলা এখন কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Calcutta Medical College Hospital) চিকিৎসাধীন ৷

এই ঘটনায় নাম জড়ায় স্থানীয় তৃণমূল বিধায়ক পরেশ পালের (TMC MLA Paresh Paul) ৷ তাঁর অনুগামীরাই এই কাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ ওঠে ৷ ফলে সঙ্গে বিরোধী রাজনৈতিক দলগুলি এই নিয়ে সরব হয়েছে ৷ পুলিশ ঘটনার তদন্ত করছে৷ ইতিমধ্যে সাতজনকে গ্রেফতারও করেছে ৷

নারকেলডাঙা কাণ্ডে শিবশঙ্করের বিরুদ্ধে পালটা জমি দখল, মারধরের অভিযোগ তুললেন শাশুড়ি

কিন্তু গতকাল অভিযোগকারী শিবশঙ্করের শাশুড়ি সোমবার যা দাবি করেছেন, তা এই ঘটনাকে স্বাভাবিকভাবে নতুন মোড় দিয়েছে ৷ সেই সুরে সুর মিলিয়েছেন প্রোমোটারও ৷ কিন্তু এই নিয়ে শিবশঙ্করদের কোনও বক্তব্য মেলেনি ৷ তাই গোটা বিষয়টি নিয়ে ধোঁয়াশা রয়েই গেল ৷

আরও পড়ুন : প্রোমোটিং ঘিরে এলাকায় উত্তেজনা, অন্তঃসত্ত্বার পেটে লাথি মারার অভিযোগ

কলকাতা, 22 অগস্ট : নারকেলডাঙা প্রোমোটিং কাণ্ডে নয়া মোড় (Narkeldanga Promoting Case) । অভিযোগকারী শিবশঙ্কর দাস ও তাঁর পরিবারের বিরুদ্ধেই পালটা মারধর ও দলিল কেড়ে নেওয়ার অভিযোগ উঠল ৷ অভিযোগ তুলেছেন স্বয়ং জমির মালিক শান্তাদেবী সিং ৷ তিনি আবার শিবশঙ্কর দাসের শাশুড়ি ।

তাঁর অভিযোগ, প্রথম থেকেই জমি ও বাড়ির দখল নিতে চেয়ে জামাই শিবশঙ্কর দাস নানা ভাবে তাঁকে হেনস্তা করতেন । বাড়ি ভাঙার সময় তাঁর থেকে জমির দলিল নিয়ে নেন শিবশঙ্কর । সেই দলিল এখনও ফেরত দেননি । দলিল ফেরত চাইলে 20 লক্ষ টাকা চাওয়া হয় । না হলে কাজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় ৷

Mother-in-law accuses Shivashankar of land grab, assault in Narkeldanga Promoting Case
চুক্তিপত্রের প্রতিলিপি

তাঁর আরও দাবি, দিন দুই আগে জামাই শিবশঙ্কর, মেয়ে, নাতি ও নাতবউ জোর করে তিনি নির্মাণ চলা সত্ত্বেও বাড়ির একাংশে থাকতে শুরু করেন । কিন্তু সেই সময় কাজ চলায় সমস্যা হওয়ায় চলে যেতে বলা হয় তাঁদের । তাই নিয়ে আবার বিবাদ তৈরি হয় ৷ তাঁকে মারধর করা হয় । মেয়ে, জামাই ও নাতি তাঁকে ও অন্যান্য ভাড়াটিয়াদের মারধর করেন বলে অভিযোগ শান্তিদেবী সিংয়ের ।

অন্যদিকে চুক্তিপত্র নিয়ে প্রোমোটার আসিফ রাজার অভিযোগ, কয়েকদিন আগেও শিবশঙ্করকে শিফটিংয়ের জন্য এক লক্ষ টাকা বেশি দেওয়া হয়েছিল । কিন্তু জোরপূর্বক কাজ বন্ধ করে দিয়ে বিল্ডিংয়ের একাংশে থাকতে শুরু করেন । তা নিয়েই বিবাদ । শিবশঙ্কর দাসকে কেউ মারধর করেনি বলে তাঁর দাবি ৷

Mother-in-law accuses Shivashankar of land grab, assault in Narkeldanga Promoting Case
চুক্তিপত্রের প্রতিলিপি

এখানে উল্লেখ করা প্রয়োজন, রবিবার রাতে নারকেলডাঙায় প্রোমোটিংকে কেন্দ্র করে গোলমাল ছড়ায় ৷ অভিযোগ ওঠে, অবৈধ প্রোমোটিংয়ের প্রতিবাদ করাতেই একটি পরিবারের বেশ কয়েকজন সদস্যকে মারধর করা হয়েছে 8 মাসের অন্তঃসত্ত্বার পেটে লাথি মারার অভিযোগ ওঠে ৷ ওই মহিলা এখন কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Calcutta Medical College Hospital) চিকিৎসাধীন ৷

এই ঘটনায় নাম জড়ায় স্থানীয় তৃণমূল বিধায়ক পরেশ পালের (TMC MLA Paresh Paul) ৷ তাঁর অনুগামীরাই এই কাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ ওঠে ৷ ফলে সঙ্গে বিরোধী রাজনৈতিক দলগুলি এই নিয়ে সরব হয়েছে ৷ পুলিশ ঘটনার তদন্ত করছে৷ ইতিমধ্যে সাতজনকে গ্রেফতারও করেছে ৷

নারকেলডাঙা কাণ্ডে শিবশঙ্করের বিরুদ্ধে পালটা জমি দখল, মারধরের অভিযোগ তুললেন শাশুড়ি

কিন্তু গতকাল অভিযোগকারী শিবশঙ্করের শাশুড়ি সোমবার যা দাবি করেছেন, তা এই ঘটনাকে স্বাভাবিকভাবে নতুন মোড় দিয়েছে ৷ সেই সুরে সুর মিলিয়েছেন প্রোমোটারও ৷ কিন্তু এই নিয়ে শিবশঙ্করদের কোনও বক্তব্য মেলেনি ৷ তাই গোটা বিষয়টি নিয়ে ধোঁয়াশা রয়েই গেল ৷

আরও পড়ুন : প্রোমোটিং ঘিরে এলাকায় উত্তেজনা, অন্তঃসত্ত্বার পেটে লাথি মারার অভিযোগ

Last Updated : Aug 22, 2022, 6:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.