ETV Bharat / city

Mimi Chakaraborty Tests Covid Positive : এবার করোনার কবলে মিমি, রয়েছেন নিভৃতবাসে - Kolkata International Film Festival postponed

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবও স্থগিত রাখা হয়েছে (Kolkata International Film Festival postponed) ৷ চলচ্চিত্র উৎসব আয়োজক কমিটির প্রধান রাজ চক্রবর্তী আক্রান্ত হওয়ার পর বুধবার এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে ৷ সবমিলিয়ে করোনায় কাবু বাংলা চলচ্চিত্র জগৎ যেন মিনি হাসপাতাল ৷

Mimi Chakaraborty Tests Covid Positive
এবার করোনার কবলে মিমি, নিভৃতবাসে অভিনেত্রী
author img

By

Published : Jan 5, 2022, 8:22 PM IST

Updated : Jan 5, 2022, 9:01 PM IST

কলকাতা, 5 জানুয়ারি : পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষের পর এবার মিমি চক্রবর্তী ৷ একইদিনে কোভিডের কবলে টলিউডের তিন প্রথমসারির অভিনেতা-অভিনেত্রী ৷ বুধবার সন্ধেয় টুইট করে তাঁর করোনা আক্রান্ত হওয়ার কথা জানালেন যাদবপুরের সাংসদ (Mimi Chakaraborty Tested Covid Positive) ৷

বাংলায় করোনার সংক্রমণের সঙ্গেই লাফিয়ে বাড়ছে টলিউড ইন্ড্রাষ্টিতে ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৷ গত দু'দিনে করোনার কবলে পড়েছেন সৃজিত মুখোপাধ্যায়, জিৎ গঙ্গোপাধ্যায়, পার্নো মিত্র, রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মতো নাম ৷ এমনকি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবও স্থগিত রাখা হয়েছে (Kolkata International Film Festival postponed) ৷ চলচ্চিত্র উৎসব আয়োজক কমিটির প্রধান রাজ চক্রবর্তী আক্রান্ত হওয়ার পর বুধবার এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে ৷ সবমিলিয়ে করোনায় কাবু বাংলা চলচ্চিত্র জগৎ যেন মিনি হাসপাতাল ৷

এদিন সন্ধেয় তাঁর কোভিডে আক্রান্ত হওয়ার কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় মিমি লেখেন, "আমি করোনা আক্রান্ত হয়েছি ৷ গত কয়েকদিন আমি বাড়ির বাইরে পা দিইনি বা জনসমক্ষে যাইনি ৷ তবে করোনা আমায় জাঁকিয়ে ধরেছে ৷ আইসোলেশনে থেকে আমি চিকিৎসকের পরামর্শ গ্রহণ করছি ৷ সকলকে অনুরোধ আপনারা মাস্ক পরিধান করুন এবং সবরকম সতর্কতা মেনে চলুন ৷"

আরও পড়ুন : Kolkata International Film Festival postponed : কোভিড কোপ, স্থগিত কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল

প্রসঙ্গত, গতবছর রাজ্যে ভুয়ো ভ্যাকসিন চক্রের পান্ডাকে হাতেনাতে ধরে শিরোনামে ছিলেন অভিনেত্রী তৃণমূল সাংসদ। মূল অভিযুক্তকে শ্রীঘর অবধি পৌঁছে দেওয়ারও ব্যবস্থা করেছিলেন তিনি। এদিন টলিউডে কোভিড আক্রান্তের তালিকা দীর্ঘ করে সমক্রামিত হয়েছেন অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee contracted to Covid today) ৷ পরম এদিন টুইটে লেখেন, তিনি 27 ডিসেম্বর থেকে হালকা কিছু উপসর্গ অনুভব করেন ৷ টেস্ট করালে রিপোর্ট নেগেটিভ আসে।

30 ডিসেম্বর অভিনেতা কলকাতায় ফেরেন। 2 জানুয়ারি অবধি কোনও উপসর্গ ছিল না শরীরে। তবুও রুটিন টেস্ট করালে রিপোর্ট পজিটিভ আসে। 4 জানুয়ারি ছিল 27তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন 'আরণ্যক' অভিনেতা ৷ দ্বিতীয়বারের জন্য ভাইরাসে আক্রান্ত হয়েছেন রেশমি সেনও।

কলকাতা, 5 জানুয়ারি : পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষের পর এবার মিমি চক্রবর্তী ৷ একইদিনে কোভিডের কবলে টলিউডের তিন প্রথমসারির অভিনেতা-অভিনেত্রী ৷ বুধবার সন্ধেয় টুইট করে তাঁর করোনা আক্রান্ত হওয়ার কথা জানালেন যাদবপুরের সাংসদ (Mimi Chakaraborty Tested Covid Positive) ৷

বাংলায় করোনার সংক্রমণের সঙ্গেই লাফিয়ে বাড়ছে টলিউড ইন্ড্রাষ্টিতে ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৷ গত দু'দিনে করোনার কবলে পড়েছেন সৃজিত মুখোপাধ্যায়, জিৎ গঙ্গোপাধ্যায়, পার্নো মিত্র, রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মতো নাম ৷ এমনকি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবও স্থগিত রাখা হয়েছে (Kolkata International Film Festival postponed) ৷ চলচ্চিত্র উৎসব আয়োজক কমিটির প্রধান রাজ চক্রবর্তী আক্রান্ত হওয়ার পর বুধবার এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে ৷ সবমিলিয়ে করোনায় কাবু বাংলা চলচ্চিত্র জগৎ যেন মিনি হাসপাতাল ৷

এদিন সন্ধেয় তাঁর কোভিডে আক্রান্ত হওয়ার কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় মিমি লেখেন, "আমি করোনা আক্রান্ত হয়েছি ৷ গত কয়েকদিন আমি বাড়ির বাইরে পা দিইনি বা জনসমক্ষে যাইনি ৷ তবে করোনা আমায় জাঁকিয়ে ধরেছে ৷ আইসোলেশনে থেকে আমি চিকিৎসকের পরামর্শ গ্রহণ করছি ৷ সকলকে অনুরোধ আপনারা মাস্ক পরিধান করুন এবং সবরকম সতর্কতা মেনে চলুন ৷"

আরও পড়ুন : Kolkata International Film Festival postponed : কোভিড কোপ, স্থগিত কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল

প্রসঙ্গত, গতবছর রাজ্যে ভুয়ো ভ্যাকসিন চক্রের পান্ডাকে হাতেনাতে ধরে শিরোনামে ছিলেন অভিনেত্রী তৃণমূল সাংসদ। মূল অভিযুক্তকে শ্রীঘর অবধি পৌঁছে দেওয়ারও ব্যবস্থা করেছিলেন তিনি। এদিন টলিউডে কোভিড আক্রান্তের তালিকা দীর্ঘ করে সমক্রামিত হয়েছেন অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee contracted to Covid today) ৷ পরম এদিন টুইটে লেখেন, তিনি 27 ডিসেম্বর থেকে হালকা কিছু উপসর্গ অনুভব করেন ৷ টেস্ট করালে রিপোর্ট নেগেটিভ আসে।

30 ডিসেম্বর অভিনেতা কলকাতায় ফেরেন। 2 জানুয়ারি অবধি কোনও উপসর্গ ছিল না শরীরে। তবুও রুটিন টেস্ট করালে রিপোর্ট পজিটিভ আসে। 4 জানুয়ারি ছিল 27তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন 'আরণ্যক' অভিনেতা ৷ দ্বিতীয়বারের জন্য ভাইরাসে আক্রান্ত হয়েছেন রেশমি সেনও।

Last Updated : Jan 5, 2022, 9:01 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.