কলকাতা, 4 জানুয়ারি: বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মানুষের কাছে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে জনমত তৈরি করে প্রচার চালানো হবে । পরিযায়ী শ্রমিকদের আর্থিক সমস্যা, কর্মচ্যুত হওয়ার পর নতুন কর্মসংস্থান না হওয়া, কৃষকের ধানের ন্যায্যমূল্য না পাওয়া এবং বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা এ-রাজ্যের সরকার করতে পারেনি । সমস্ত বিষয়গুলি প্রচারে সাধারণ মানুষের সামনে তুলে ধরা হবে ৷ জানালেন সিপিআইএম-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি । আজ তিনি বলেন, অবিজেপি এবং তৃণমূল বিরোধী সমস্ত শক্তিকে সঙ্গে নিয়ে বিকল্পের কথাই বলছে রাজ্য বামফ্রন্ট । কোনওভাবেই তৃণমূলকে সঙ্গে নেওয়া হবে না । তৃণমূলকে সঙ্গে নিলে বিজেপির ফায়দা হবে বলে মন্তব্য করেন তিনি ।
আরও পড়ুন: ওয়েইসি-সিদ্দিকী বৈঠক নিয়ে চিন্তিত নয় বাম ও কংগ্রেস
তিনি বলেন, দলের কেন্দ্রীয় কমিটিতে এই রাজ্যের বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট এবং কংগ্রেসের আসন সমঝোতা নিয়ে একপ্রস্থ আলোচনা হয়েছে । তৃণমূল এবং বিজেপি মেরুকরণের চেষ্টা করছে। তাঁর অভিযোগ, কিছু সংখ্যক সংবাদমাধ্যম কেন্দ্র এবং রাজ্যের শাসক দলের হয়ে প্রচার চালাচ্ছে । জনগণের জীবন-জীবিকার সমস্যার কথা সংবাদমাধ্যমে প্রচারিত হচ্ছে না । আরও বলেন, রাজ্যের শাসকদলের বিরুদ্ধে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে । দেশজুড়ে কৃষক আন্দোলন চলছে ৷ এরাজ্যের কৃষকরাও এখানকার সরকারের থেকে ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছে ।
রাজ্য কমিটির আলোচনা প্রসঙ্গে সীতারাম ইয়েচুরি বলেন, তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বাইরে সমস্ত শক্তিকে আহ্বান জানানো হচ্ছে । বিজেপি বিরোধী সকলে একজোট হলে তৃণমূলের সুবিধা হবে । তাঁর আশঙ্কা, তৃণমূল অতীতে বিজেপির সঙ্গে ছিল । ফলে তৃণমূল এখন বিজেপির বিরুদ্ধে লড়াই করে পরবর্তীকালে বিজেপির সঙ্গে যুক্ত হয়ে যেতে পারে ৷ তৃণমূল এবং বিজেপি একে অপরের হয়ে দেশ এবং রাজ্যে কাজ করছে বলে অভিযোগ করেন ইয়েচুরি । তিনি বলেন, কংগ্রেসের সঙ্গে আসন বণ্টন নিয়ে চূড়ান্ত আলোচনা হয়নি ।
রাজ্য়ে ওয়েইসির মিম-এর প্রবেশ নিয়ে ইয়েচুরি বলেন, মিম কী ভূমিকা নেয় সেটাই দেখার । তারা বিজেপিকে হারাতে না জেতাতে আসছে সেটা আগে ঠিক করুক ।