কলকাতা, 19 মে : প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্যের শারীরিক অবস্থা স্থিতিশীল ৷ তিনি কোভিড পজ়িটিভ হয়ে আপাতত দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৷ হাসপাতাল সূত্রে খবর, 71 বছর বয়সী মীরাদেবীর অক্সিজেনের স্যাচুরেশন 98 শতাংশ ৷ তবে তাঁর শরীরে এখনও ব্যথা রয়েছে ৷ আজ তাঁর এইচআরসিটি থোরাক্স পরীক্ষা করা হয়েছে ৷ যদিও ফুসফুসের পরীক্ষায় বড় কোনও সমস্যা ধরা পড়েনি । রক্ত পরীক্ষাতে তেমন কোনও সমস্যা ধরা পড়েনি ।
মীরা ভট্টাচার্য ছাড়াও কোভিড পজ়িটিভ বুদ্ধদেব ভট্টাচার্যও ৷ তবে তিনি বাড়িতেই চিকিৎসাধীন ৷ কিন্তু গতকাল দক্ষিণ কলকাতার ওই বেসরকারি হাসপাতালে ভর্তি হন মীরাদেবী ৷ হাসপাতাল সূত্রে খবর, ভর্তি হওয়ার সময় মীরাদেবীর গায়ে ও মাথায় ব্যথা ছিল । তাঁর শ্বাসকষ্ট ছিল । এছাড়াও ছিল জ্বর । আপাতত তাঁকে ইন্ট্রাভেনাস অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড ও অন্যান্য ওষুধ দেওয়া হচ্ছে ।
আরও পড়ুন : স্থিতিশীল বুদ্ধদেব ভট্টাচার্য, সতর্ক চিকিৎসকরা