ETV Bharat / city

Md Salim লোকসভা বা বিধানসভা নয়, দুর্নীতির তদন্ত হোক গ্রামসভায়, দাবি সেলিমের - CPM State Secretory Feels Roots Of Corruption Can Be Indetified in Gramsabha

লোকসভা বা বিধানসভায় নয়, দুর্নীতির তদন্ত হোক গ্রামসভায় । এমনই দাবি সেলিমের । তিনি মনে করেন প্রতিটি গ্রামে ঘুরলেই দুর্নীতির সঠিক তথ্য জানা যাবে (CPM State Secretory Feels Roots Of Corruption Can Be Identified in Gramsabha)।

Md. Salim
দুর্নীতির তদন্ত হোক গ্রামসভায়,
author img

By

Published : Aug 22, 2022, 7:13 AM IST

Updated : Aug 22, 2022, 1:17 PM IST

কলকাতা, ২১ আগস্ট: শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে গরু পাচারের মতো ধারাবাহিক দুর্নীতির তদন্তের দাবিতে গ্রামসভা বসানোর দাবি তুলল সিপিএম। দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম রবিবার বলেন, "পঞ্চায়েত থেকে নবান্ন পর্যন্ত পরতে পরতে দুর্নীতি। সেই দুর্নীতির তদন্তে জেলাশাসক থেকে শুরু করে ব্লক প্রশাসনকে গ্রামে গ্রামে গিয়ে সভা করতে হবে (CPM State Secretory Feels Roots Of Corruption Can Be Identified in Gramsabha)। তথ্য জোগাড় করতে হবে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে। তাঁদের থেকেই জানা যাবে এলাকার কোন নেতা কত টাকা তুলেছেন আর কোথায় সেটা জমা দিয়েছেন। (Salim Slams TMC and BJP Over Corruption)"

তিনি আরও বলেন, " লোকসভা বা বিধানসভা নয়। বসাতে হবে গ্রামসভা । কারণ, তৃনমুল আর বিজেপি ভাগাভাগি করে ১০০ দিনের কাজের টাকা থেকে শুরু করে বাড়ি তৈরির টাকা বা মিড-ডে মিলের টাকা পর্যন্ত চুরি করেছে । সব হিসেব দিতে হবে । বিডিও-রা যদি সাহায্য করেন ভালো কথা । নইলে মানুষ নিজেই এই দায়িত্ব পালন করবেন ।"
2011 সালের পর থেকে আজ পর্যন্ত প্রত্যেকটি ঘটনার যথার্থ তদন্ত চেয়েছে সিপিএম । সেলিম জানান, রাজ্যের প্রতিটি এলাকার চিটফান্ডে প্রতারিতদের অভিযোগ থেকে শুরু করে মিড ডে মিল সংক্রান্ত দুর্নীতি বা পঞ্চায়েতের একাধিক প্রকল্পের দুর্নীতির তথ্য সিপিএমের কাছে আছে। সময় হলে তা প্রকাশ্যে আনা হবে । এদিকে নতুন এবং পুরনো তৃণমূল নিয়ে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় নতুন নতুন পোস্টার পড়ছে। এনিয়েও তৃণমূলকে কটাক্ষ করেছেন সেলিম ।

কলকাতা, ২১ আগস্ট: শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে গরু পাচারের মতো ধারাবাহিক দুর্নীতির তদন্তের দাবিতে গ্রামসভা বসানোর দাবি তুলল সিপিএম। দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম রবিবার বলেন, "পঞ্চায়েত থেকে নবান্ন পর্যন্ত পরতে পরতে দুর্নীতি। সেই দুর্নীতির তদন্তে জেলাশাসক থেকে শুরু করে ব্লক প্রশাসনকে গ্রামে গ্রামে গিয়ে সভা করতে হবে (CPM State Secretory Feels Roots Of Corruption Can Be Identified in Gramsabha)। তথ্য জোগাড় করতে হবে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে। তাঁদের থেকেই জানা যাবে এলাকার কোন নেতা কত টাকা তুলেছেন আর কোথায় সেটা জমা দিয়েছেন। (Salim Slams TMC and BJP Over Corruption)"

তিনি আরও বলেন, " লোকসভা বা বিধানসভা নয়। বসাতে হবে গ্রামসভা । কারণ, তৃনমুল আর বিজেপি ভাগাভাগি করে ১০০ দিনের কাজের টাকা থেকে শুরু করে বাড়ি তৈরির টাকা বা মিড-ডে মিলের টাকা পর্যন্ত চুরি করেছে । সব হিসেব দিতে হবে । বিডিও-রা যদি সাহায্য করেন ভালো কথা । নইলে মানুষ নিজেই এই দায়িত্ব পালন করবেন ।"
2011 সালের পর থেকে আজ পর্যন্ত প্রত্যেকটি ঘটনার যথার্থ তদন্ত চেয়েছে সিপিএম । সেলিম জানান, রাজ্যের প্রতিটি এলাকার চিটফান্ডে প্রতারিতদের অভিযোগ থেকে শুরু করে মিড ডে মিল সংক্রান্ত দুর্নীতি বা পঞ্চায়েতের একাধিক প্রকল্পের দুর্নীতির তথ্য সিপিএমের কাছে আছে। সময় হলে তা প্রকাশ্যে আনা হবে । এদিকে নতুন এবং পুরনো তৃণমূল নিয়ে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় নতুন নতুন পোস্টার পড়ছে। এনিয়েও তৃণমূলকে কটাক্ষ করেছেন সেলিম ।

Last Updated : Aug 22, 2022, 1:17 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.