কলকাতা, 12 সেপ্টেম্বর: ইডি'র বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর (Maneka Gambhir ) ৷ সোমবার কলকাতা হাইকোর্টে এই মামলা দায়ের হয়েছে ৷ আবেদনে বলা হয়েছে, হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও ইডি তাঁর বিরুদ্ধে কী করে লুকআউট নোটিশ জারি করে, এই প্রশ্ন তুলে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন মেনকার আইনজীবী ৷ আগামী 15 সেপ্টেম্বর বিচারপতি মৌসুমী ভট্টাচার্যর বেঞ্চে এই আবেদনের শুনানি হবে (Maneka Gambhir sought contempt of court proceedings against ED) ৷
এদিন হাইকোর্টে মেনকা গম্ভীরের তরফে যে আবেদন করা হয় সেখানে বলা হয়েছে, বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের বেঞ্চই ক'দিন আগে নির্দেশ দিয়েছিল তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করতে পারবে না এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ কিন্তু তার পরেও কোনও কথা না শুনে তাঁর বিদেশ যাওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ইডি'র তরফে ৷ এই প্রেক্ষিতেই ইডি'র বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছেন মেনকা গম্ভীর ৷
আরও পড়ুন: কয়লাপাচার কাণ্ডের তদন্তে ইডি অফিসে হাজিরা মেনকা গম্ভীরের
উল্লেখ্য, কয়লাপাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মেনকা গম্ভীরকে নোটিশ পাঠিয়েছিল ইডি (ED interrogates Maneka Gambhir in Coal Smuggling Case) ৷ 5 সেপ্টেম্বর তাঁকে দিল্লিতে ইডি (ED) দফতরে হাজিরা দিতে বলা হয় ৷ এর বিরুদ্ধে গত 30 অগস্ট কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন মেনকা ৷ বিচারপতি মৌসুমী ভট্টাচার্যর বেঞ্চ সেদিন নির্দেশ দেয়, কলকাতাতেই ইডি অফিসে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে হবে ৷ কোনও কঠোর পদক্ষেপও করা যাবে না তাঁর বিরুদ্ধে ৷ কিন্তু শনিবার রাতে ব্যাঙ্কক যাওয়ার পথে মেনকা গম্ভীরকে কলকাতা বিমানবন্দরে আটকে দেওয়া হয় ৷ জানা যায় তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছে ইডি ৷
আরও পড়ুন: সময় বিভ্রাট শুধরে নিল ইডি, আজই ফের তলব অভিষেক শ্যালিকাকে
কয়লাপাচার কাণ্ডে সোমবার দুপুরেই সল্টলেকের ইডি দফতরে হাজিরা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর (Maneka Gambhir appears in ED office) ৷