কলকাতা, 20 জুন: মুচিপাড়া থানা এলাকায় দাদাকে কুপিয়ে খুনের চেষ্টার (Muchipara Murder Attempt Case) ঘটনায় অভিযুক্ত সায়ক খাসনবিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ৷ জানা গিয়েছে, সায়ক একাধিকবার বাবা-মা এবং দাদাকে খুনের হুমকি দিতেন বলে অভিযোগ উঠেছে (Man attempts to kill elder brother at muchipara) ৷ পুলিশ সূত্রে খবর, মূলত সমস্ত সম্পত্তি তাঁর নামে লিখে দেওয়ার দাবিতেই প্রায়ই বাড়িতে অশান্তি করতেন সায়ক ৷ আর গতকাল তেমনই একটি ঘটনার সময়, দাদা অনির্বাণ খাসনবিশকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারেন তিনি ৷ অনির্বাণ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৷
পুলিশ সূত্রে খবর, পরিবারের বাকি সদস্যদের জিজ্ঞাসাবাদ করে মুচিপাড়া থানার পুলিশ জানতে পেরেছে, বেকার সায়ক বাড়ি-সহ সমস্ত সম্পত্তি তাঁর নামে লিখে দেওয়ার দাবিতে প্রায় অশান্তি করতেন ৷ এমনকি বাবা-মা এবং দাদাকে ভাড়াটে খুনি দিয়ে মেরে ফেলার হুমকিও দিতেন তিনি ৷ শনিবার রাতেও তেমনই অশান্তি শুরু করেন সায়ক খাসনবিশ ৷ খবর পেয়ে রবিবার সকালে বাপের বাড়ি চলে আসেন অনির্বাণ এবং সায়কের বোন প্রিয়াঙ্কা ৷ অভিযোগ, রবিবার সকালে বোনকে বাড়িতে দেখে ফের অশান্তি শুরু করেন সায়ক ৷ সেই সময়ই দাদা অনির্বাণকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারেন তিনি ৷
আরও পড়ুন: Son Murders Mother : নৃশংস ঘটনার সাক্ষী অশোকনগর, টাকা না দেওয়ায় মা'কে কুপিয়ে খুন করল ছেলে
সেই সময় প্রিয়াঙ্কা সায়ককে বাধা দিলে, তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ ৷ জানা গিয়েছে, অনির্বাণকে আঘাত করার সময় তিনি পালিয়ে দোতলায় যাওয়ার চেষ্টা করেছিলেন ৷ কিন্তু, সায়ক দোতলায় উঠে ফের অনির্বাণকে কোপাতে শুরু করেন বলে অভিযোগ উঠেছে ৷ সেই সময় প্রিয়াঙ্কা প্রতিবেশীদের ডেকে আনেন ৷ তাঁরাই অনির্বাণকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় এনআরএস হাসপাতালে নিয়ে যান ৷ অনির্বাণের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ৷ পরিবারের অভিযোগের ভিত্তিতে মুচিপাড়া থানার পুলিশ সায়ককে গ্রেফতার করেছে ৷